Praan Kaande Lyrics (প্রাণ কান্দে) Madol – Biyer Gaan

Bongconnection Original Published
3 Min Read


 Praan Kaande Lyrics (প্রাণ কান্দে) Madol – Biyer Gaan


Praan Kaande Lyrics (প্রাণ কান্দে) Madol - Biyer Gaan
Loading...


Praan Kaande Lyrics is written by
Shah Abdul Karim and sung by Madol Folk Band. Music composed by
Kiran Chandra Roy


Praan Kaande Lyrics In Bengali 

Loading...

আমার প্রান কান্দে মন কান্দে গো
প্রান কান্দে মন কান্দে গো
কাইন্দা জারাজার,
অভাগিনীর দুঃখর কথা
কইমু কত আর রে,
প্রান কান্দে মন কান্দে গো
প্রান কান্দে মন কান্দে গো,
কাইন্দা হল সারা
না জানি কোন দোষে আমি
হইলাম বন্ধু হারা গো,
প্রান কান্দে মন কান্দে গো
প্রান কান্দে মন কান্দে রে
প্রান কান্দে মন কান্দে রে।।
বৈশাখ মাসেতে সইগো বৎসর  নবীন
প্রেম করিলাম বন্ধুর সনে ছিল শুভ দিন,
জ্যৈষ্ঠ মাসে ভালই গেল কি বলিব আর
কুক্ষণে আসিল সইগো দারুন আষাঢ় রে। 
প্রান কান্দে মন কান্দে রে
প্রান কান্দে মন কান্দে রে।।
আষাঢ় মাসেতে সইগো দুঃখ এলো মনে
আপন বন্ধে প্রেম করিল বিদেশীর সণে,
শ্রাবণ মাসেতে বন্ধুর পাই না গো আর দেখা
অভাগিনীর দিন রজনী বসি কান্দি একা রে। 
প্রান কান্দে মন কান্দে রে
প্রান কান্দে মন কান্দে রে।।
ভাদ্র মাসে ওগো সখি গাছে পাকা তাল
দুঃখেরও উপরে দুঃখ যৈবণ হইলো কাল,
আশ্বিন মাসেতে সইগো বরিষা হয় শেষ
আমি রইলাম একাকিনী বন্ধুয়া বিদেশ রে। 
প্রান কান্দে মন কান্দে রে
প্রান কান্দে মন কান্দে রে।।
কার্তিক মাসে দুয়ার আঙ্গি অগ্রহায়ণে ধান
গৃহস্থ ভাই মাঠে যায় আর আনন্দে গায় গান,
পৌষ মাসে অভাগিনী কান্দি নিরালায়
মাঘ মাসে দারুন জারে ধরল কলিজায় রে। 
প্রান কান্দে মন কান্দে রে
প্রান কান্দে মন কান্দে রে।।
ফাগুন মাসেতে সই গো কোকিল করে গান
অভাগিনীর বন্ধু গেল গেল কুলো মান,
চৈত্র মাসেতে সই গো বৎসর পুরোন
এই করিমের মনের দুঃখ হইলো না বারন রে। 
প্রান কান্দে মন কান্দে রে
প্রান কান্দে মন কান্দে রে,
কাইন্দা জারাজার,
অভাগিনীর দুঃখর কথা
কইমু কত আর রে,
প্রান কান্দে মন কান্দে রে
প্রান কান্দে মন কান্দে রে।।

Praan Kaande Lyrics by Madol Folk Band


বারো মাসের পরিক্রমায় সম্পূর্ণ হয় একটি বছর। এই বারোটি মাসে নানা রকম
উত্থান-পতনের মধ্য দিয়ে প্রকৃতিতে যেমন রঙের পরিবর্তন হয় তেমনি মনুষ্য
জীবনেও চলে নানা রকম ওঠাপড়া, যা সুখ-দুঃখ, হাসি- কান্না, বিরহ-বেদনায়
ভরপুর। লোকসঙ্গীতের একটি বিশেষ ধারা যা বারোমাস্যা নামে পরিচিত । তাতে এই
বারো মাসের সাতকাহন বা ঘটনাচক্র বর্ণিত হতে দেখা যায়। বিষয় হিসেবে সেখানে
স্থান পায় কখনো বারো মাসের ঋতুচক্র, কখনো ফলমূল বা পূজা-পার্বণ। এছাড়া
মানবিক প্রেম-বিরহ, চাওয়া-পাওয়া ও পূর্ণতা-অপূর্ণতা নিয়ে নানা লৌকিক
মানসিকতা ধরা পড়েছে বহু গানে। এই গানটিতে আমরা দেখতে পাই একটি নারী মনের
বারো মাসের নানা উত্থান পতনের কাহিনী।

প্রাণ কান্দে লিরিক্স 

Share This Article