Ekdin Matir Bhitore Hobe Ghor is a Bengali folk song (Baul Gaan). This is a very popular song. Various Bengali artist sung this song (Abir Biswas, Sajid Mohammad).Enjoy this beautiful lyrics.
একদিন মাটির ভিতরে হবে ঘর
ও মন আমার
কেন বাঁধো দালান ঘর,
ও মন আমার
কেন বাঁধো দালান ঘর?
প্রান পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে
ধরাধামে সবি রবে তুমি যাবে চলে।
বন্ধু বান্ধব যত, হায়
বন্ধু বান্ধব যত
মাতা পিতা তারা সুত,
বন্ধু বান্ধব যত
মাতা পিতা তারা সুত,
সকলি হবে তোমার পর
রে মন আমার,
কেন বাঁধো দালান ঘর,
রে মন আমার
কেন বাঁধো দালান ঘর?
একদিন মাটির ভেতোরে হবে ঘর
রে মন আমার
কেন বাঁধো দালান ঘর,
রে মন আমার
কেন বাঁধো দালান ঘর?
দেহ তোমর চর্মচর
গলে পচে যাবে,
শিরার উপশিরা গুলি
ছিন্ন-ভিন্ন হবে।
মন্ডু মেরুদন্ড
সবি হবে খন্ড খন্ড,
মন্ডু মেরুদন্ড
সবি হবে খন্ড খন্ড,
পড়ে রবে মাটিরো উপর
রে মন আমার
কেন বাঁধো দালান ঘর?
একদিন মাটির ভিতোরে হবে ঘর
রে মন আমার
কেন বাঁধো দালান ঘর,
রে মন আমার
কেন বাঁধো দালান ঘর?
রুপেরি গৌরবে সাজিয়াছো সাজ
সোন দানা কত কি আর
রাজকিয় পোশাক।
যেদিন প্রন চালে যাবে
সবই পড়ে রবে,
প্রন চালে যাবে
সবই পড়ে রবে,
গায়ে দেবে মার কিনুথন
রে মন আমার
কেন বাঁধো দালান ঘর?
একদিন মাটির ভেতরে হবে ঘর
রে মন আমার
কেন বাঁধো দালান ঘর,
রে মন আমার
কেন বাঁধো দালান ঘর?