শিব চতুর্দশী পালনের নিয়ম 2021- শিবরাত্রি পূজা পদ্ধতি – Shiv chaturdashi Bengali

Bongconnection Original Published
3 Min Read


 শিব চতুর্দশী পালনের নিয়ম – শিবরাত্রি পূজা পদ্ধতি – Shiv chaturdashi
Bengali

শিব চতুর্দশী পালনের নিয়ম - শিবরাত্রি পূজা পদ্ধতি - Shiv chaturdashi Bengali
Loading...

শিবরাত্রি পূজা পদ্ধতি

Loading...
আজ বৃহস্পতিবার শিবরাত্রি , জেনে নিন পঞ্জিকা মতে শিব পুজোর মহেন্দ্রক্ষণ ও
সম্পূর্ণ নির্ঘণ্ট :—
মহাদেবের আশীর্বাদ পেতে এ দিন শিবের আরাধনা করতে ভুলবেন না।
আজ , ১১ মার্চ মহাশিবরাত্রি। 
এই দিনটিকে মহা আড়ম্বরে পালন করেন শিবভক্তেরা। বিশ্বাস , শিবরাত্রিতে যথাযথ
নিয়ম মেনে বিল্বপত্র সহযোগে পুজো করলে ভগবান তুষ্ট হন। 
এদিন পূণ্যার্থীরা কঠোর ভাবে উপবাস পালন করেন।
দৃকপঞ্জিকা অনুসারে দক্ষিণ ভারতে হিন্দু ক্যালেন্ডারের মাঘ মাসের কৃষ্ণপক্ষের
চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়। উত্তর ভারতে ফাল্গ‌ুন মাসের মাসিক
শিবরাত্রি মহাশিবরাত্রি নামে পরিচিত।
এই বছর মহাশিবরাত্রি উদযাপন হবে ১১ মার্চ। 
চতুর্দশী তিথি শুরু হবে ২০২১-এর ১১ মার্চ বেলা ২ টো ৩৯ মিনিটে এবং চতুর্দশী শেষ
হবে ১২ মার্চ ২০২১ বিকেল ৩ টে ২ মিনিটে।

শিব চতুর্দশী পালনের নিয়ম

নিশিতা কাল পুজোর সময় :— ১২ মার্চ ২০২১ রাত ১২ টা ৬ মিনিট থেকে রাত ১২ টা ৫৫
মিনিট পর্যন্ত। 
মোট ৪৮ মিনিট স্থায়ী হবে নিশিতা কাল পুজো। 
রাত্রি প্রথম প্রহর পুজোর সময় :—  সন্ধে ৬ টা ২৭ মিনিট থেকে ৯ টা ২৯
মিনিট পর্যন্ত।

রাতের দ্বিতীয় প্রহর পুজোর সময় :— ১২ মার্চ রাত ৯ টা ২৯ মিনিট থেকে রাত ১২ টা
৩১ মিনিট পর্যন্ত।
রাতের তৃতীয় প্রহর পুজোর সময় :— ১২ মার্চ রাত ১২ টা ৩১ মিনিট থেকে রাত ৩ টে
৩২ রাতের মিনিট পর্যন্ত। 
চতুর্থ প্রহর পুজোর সময় :—  ১২ মার্চ রাত ৩ টে ৩২ মিনিট থেকে ভোর ৬ টা
৩৪ মিনিট পর্যন্ত।

শিবরাত্রি ব্রত পালনের নিয়ম

শিবপূরাণে বলা রয়েছে , চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালিত হলেও প্রস্তুতি শুরু
করতে হবে ত্রয়োদশীর দিন থেকেই। সেই অনুসারে ত্রয়োদশীর দিন এক বেলা নিরামিষ ভোজন
করতে হয়।
এরপর চতুর্দশীর দিন খুব সকাল সকাল উঠে কালো তিল ভেজানো জলে স্নান করতে হয়। শিব
পূরাণে বলা আছে কালো তিল ভেজানো জলে স্নান করলে শরীর শুদ্ধ হয়।


বলা হয় , শিবরাত্রি ব্রত পালনের সময় নিজেকে সংযত রাখতে হয় আর তাই স্নান করে উঠে
সংকল্প করা জরুরী।
চতুর্দশীর সারাদিন নিজের মন ও শরীরকে শুদ্ধ রাখার জন্য সংকল্প করার কথা বলা হয়।
এর জন্য সারাদিন উপবাস রাখতে হবে এবং মনে মনে ওঁ নমঃ শিবায়ঃ মন্ত্র জপ করতে হবে
৷ তাহলেই মহাদেব সন্তুষ্ট হবেন ৷


Tags –
Shiv Chaturdashi,
Bengali Puja,
Bengali Mantra

Share This Article