Tomar E Toh Kachhe Lyrics (তোমারই তো কাছে) Prem Tame | Anindya Chatterjee

Bongconnection Original Published
2 Min Read


Tomar E Toh Kachhe Lyrics (তোমারই তো কাছে) Prem Tame | Anindya
Chatterjee 

Tomar E Toh Kachhe Lyrics (তোমারই তো কাছে) Prem Tame | Anindya Chatterjee
Loading...

Tomar E Toh Kachhe is a new Bengali song from upcoming movie ‘Prem Tame‘. This song is sung by
Anindya Chatterjee. Starring Soumya, Susmita & Sweta. Enjoy this beautiful
song…
Composition and Lyrics : Prasen
Music Produced & designed by Subhadeep Mitra
Acoustic Guitar & Electric Guitars – Apaai Prochotosh Bhowmik 
Bass Guitar, Additional Guitars & Cajón – Subhadeep Mitra

Tomar E Toh Kachhe Lyrics by Anindya Chatterjee

তোমারই তো কাছে
মোরে বেঁচে আছে 
আনাচে কানাচে বোবা মন,
কেন হায় ?
বলতে না পেরে, ব্যেথাদের কোলে
ঘুমিয়ে পড়েছি যেন রেললাইনের রাস্তায়। 
ঠিক তখনি বুঝেছি, তোমাকে খুঁজেছি ঠিক 
তখনি বুঝেছি, তোমাকে খুঁজেছি
নরম নরম পাশের বালিশের মতো, 
জেনে বুঝে নিয়ে, ফিরে ফিরে এসো
ঠিকানা পাঠানো আছে 
হাসিদের ভাঁজে ভাঁজে তাই। 
তোমারই তো নামে, কমে বাড়ে থামে
মনেদের গ্রামে স্পন্দন, 
কেন হায় ?
ঘাসেদের মতো জোনাকি শরীরে 
জ্বালিয়ে নিয়েছি যেন মন কেমনের অবেলায়। 
ঠিক তখনি বুঝেছি, তোমাকে খুঁজেছি ঠিক 
তখনি বুঝেছি, তোমাকে খুঁজেছি
নরম নরম পাশের বালিশের মতো,
জেনে বুঝে নিয়ে, ফিরে ফিরে এসো
ঠিকানা পাঠানো আছে 
হাসিদের ভাঁজে ভাঁজে তাই।
 

Tomar E Toh Kachhe Lyrics (তোমারই তো কাছে) Prem Tame | Anindya Chatterjee

Tomar E Toh Kachhe Lyrics In Bengali 

Tomari to kache more beche ache
Anache kanache boba mon keno hay
Bolte na pere bethader kole
Ghumiye porechi jeno raillaine er rastay
Thik tokhoni bujhechi tomake khujechi
Norom norom pasher balisher moto
Jene bujhe niye phire phire esho
Thikana pathano ache
Hasider vaje vaje tai


এই গানের লিরিক্স ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না …
ভালো থাকুন, গানে গানে থাকুন…
Thank you, Visit Again…

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.