Premer Golpo 2021 – শুধু তোমারই জন্য – Bengali Love Story

Bongconnection Original Published
3 Min Read


 Premer Golpo 2021 – শুধু তোমারই জন্য – Bengali Love Story

Premer Golpo 2021 - শুধু তোমারই জন্য - Bengali Love Story
Loading...

Bangla Premer Golpo

শুধু তোমারই জন্যে
– দীপ
তুতুন তখনো ঘুমায় নি। পিউ ওকে কোলে নিয়ে বেড রুমে হাটাহাটি করছিলো আর ঘুম
পাড়ানি গান গাইছিলো। বাইরে মুসলধারায় বৃষ্টি হচ্ছে । ঠিক তখনি দেওয়াল
ঘড়িটা  টা ঢং ঢং  ১২ টা বাজার খবর জানিয়ে দিলো। ১২ টা বেজে গেল ?
….
দোতলার কাচের জানালা দিয়ে ,?পিউ বাড়ির সিংহ দুয়ারে বারবার দেখার  চেষ্টা
করছে

রজত আসছে কি না ? 
এ শ্রাবণের বারিধারা অনবরত , অবিশ্রান্ত,
এক অচেনা ভয়ে চিনচিন করে ওঠে পিউ এর বুক টি ,
মোবাইল ও সুইচ অফ্ ,
চার কামড়ার ভাড়া বাড়িতে স্বপ্নের একটি ছোট্ট নীর গড়ে তুলেছে , 
৭৭/১২৯ এর রাশবিহারী অ্যাভিনিউ এর এই দুজনার ” খেলাঘরে”
কলেজ জীবনে প্রেম , বাড়ির অমতে বিয়ে ,  সুন্দরী  পিউ কলেজের হার্ট
থর্ব ছিলো , কিন্তু রজতের সরলতা , আর ভালোবাসার অদম্য টানে , অনেক সরকারী
চাকুরী জীবি পাত্র  পরিত্যাগ করে , নিজেকে রজতের পুরুষালি বাহু ডোরে
চিরন্তন সঁপে দিয়েছিলো , হয়তো এটাই প্রেম !!
বছর দুই শেষ হতেই ছোট্ট তুতুন , দুজনের একাকীর সংসারে ,
একটি বেসরকারী কোম্পানি তে ক মাস যাবৎ পার্ট টাইম করছিলো রজত ,
তুতানের সেরেলাক্স , বেবী ফুড সবের যে আকাশ ছোঁয়া দাম ,
সবই জানে , বোঝে পিউ , কিন্তু …..
নিজে যে কিছু করবে এমনটি বলার সাহস নেই পিউ এর ,আত্মসম্মানে না আঘাত লাগে এই
ভেবে বারবার পিছু পা হয়ে যায় পিউ এর ..


Premer Golpo Bengali

ঘড়িতে ১২ টা ৩৫ প্রায় , দরজায় এক সজোরে কে যেন আঘাত করলো ,
বৃষ্টির শব্দে গলার আওয়াজ ও খুব অস্পষ্ট 
তুতান কে বুকে চেপে ধরে , 
অস্ফুট স্বরে পিউ বললো কে ? কে ?
এই পাগলি , দরজা খোলো ?
হালকা রজতের গলা শুনেই দরজা  খুলতেই ,

হ্যাপী বার্থডে সুইটহার্ট ..
সম্পূর্ণ ভেজা রজতের হাতে একটি ছোট্ট এক গুচ্ছ লাল গোলাপ
বৃষ্টিতে সব ফুলের দোকান বন্ধ ছিলো ,তাই বিরাটীর ফুলের বাজার থেকে তোমার জন্য
এই গোলাপ আনতে গিয়েছিলাম ,
” তুমি কি সারাজীবন এমন পাগল টি থাকবে , এখন যে তুমি তুতুনের “বাবা”
পাগলী আজ আর কিছু বলো না , আজ আমার পিউ এর বার্থ ডে………..
কাছে এসো , লাল ক্রেয়নের আলোতে বৃষ্টি স্নাত রজত ভালোবাসা কে আর ও কাছে পেতে
চায়, শারীরিক চাহিদা নয় বরং এক চিরন্তন ভালোবাসার তাগিদে , দুটি মন যখন সেই
গোলাপ গুচ্ছের সুভাষে , এক ও অভিন্ন …………
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.