Bengali Status 24 – বাংলা স্ট্যাটাস ফেসবুক, What’s app – Bengali Status

Bongconnection Original Published
6 Min Read


Bengali Status 24 – বাংলা স্ট্যাটাস ফেসবুক, What’s app – Bengali
Status 

Bangla Status 24 - বাংলা স্ট্যাটাস ফেসবুক, What's app
Loading...


Bengali Status 24

আপনি কি ইন্টারনেট কিংবা Google এ বাংলা স্ট্যাটাস খুঁজছেন ? কিন্তু মনের
মতো কোন স্ট্যাটাস পাচ্ছেন না তাই তো ? জীবনের প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে কোন
না কিছু ঘটে । আর সেই থেকে কখনো মন খারাপ হয়, কখনো আবার খুশি হয় । কি তাই তো ?

আপনার প্রতি মুহুর্তের মনের সমস্ত পুঞ্জীভূত আবেগের জন্য আমাদের কাছে রয়েছে
সেরাসব Bangla Status । 
Bangla Attitude status, Bangla Sad Status থেকে
Bengali Status For Facebook
এর মতো বিশাল সম্ভার ।


তো, দেরি না করে চলুন শুরু করা যাক । 
তুমিও আমাকে এক দিন ভালবাসবে !! যেভাবে তোমাকে আমি ভালবাসতাম … তুমিও আমাকে
চাইবে !! যেভাবে আমি চাইতাম … তুমিও আমার জন্যে কাদঁবে !! যেভাবে আমি কাদঁতাম
… কিন্তু আফসোস যে দিন তুমি চাইবে , আমায় সেদিন আর পাবে না …………..
Bangla Status 24 - বাংলা স্ট্যাটাস ফেসবুক, What's app


শিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস

অভিমান কর যতই তবু ও পর করে দিও না । কাছে না আস তবুও হারিয়ে যেতে দিও না । যত
পার কষ্ট দাও মনটা তবুও মন ভেঙ্গ না । যত দূরে থাক যতই কিন্তু ভুলে যেও না ।
রাসেল

তোমার জন্য আমার শেষ অনুরোধ, কখনো পারলে ভালোবেসো….. আমাকে নয়, অন্য কাউকে…..
তবে তোমার মতো করে নয়, আমার মতো করে…… যাতে কোন চাওয়া থাকবে না, থাকবে না কোন
প্রাপ্তি । থাকবে শুধুই প্রতিক্ষা আর ভালোবাসা…  
 বুঝাতে হবেনা আমায়, আমি তো সবই বুঝি… তাই তো আমি রাতের র্নির্জনে,
তোমাকে শুধু খুজি। খুজে বেড়ায় তোমায় আমি, রাতের ঐ তাঁরা তে…. আমি তো কখনও
চাইনি, তোমাকে হারাতে।  

মেয়েদের নিয়ে ফেসবুক স্ট্যাটাস

 আজও বেঁচে থাকি তোমার দিকে চেয়ে,, আজও অপেক্ষায় থাকি তুমি আসবে বলে,, আজও
স্বপ্ন দেখি তোমায় পাব বলে…. জানি তুমি আসবেনা,, কারণ ভালোবাসা দেয় শুধুই
যন্ত্রনা… তবুও তোমার ছবি আজও হৃদয়ে আঁকি তোমায় ভালোবাসি বলে… 
এমন একজনকে বিশ্বাস করুন যিনি আপনাকে দুঃখ দিয়ে নিজেকে অপরাধী মনে করেন। এমন
একজনকে ভালবাসুন যার ভেতর সারাক্ষণ আপনাকে হারানোর ভয় থাকবে। এই ভয়টা
বেশিরভাগ ক্ষেত্রেই গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ।  

মজার ফেসবুক স্ট্যাটাস

তুমি আসবে বলেই , আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয় নি তুমি আসবে বলেই , কৃষ্ণচূড়ার
ফুলগুলো ঝড়ে যায়নি। তুমি আসবে বলেই , অন্ধ কানাই বসে আছে গান গায়নি তুমি
আসবে বলেই , চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি।
Bangla Status 24 - বাংলা স্ট্যাটাস ফেসবুক, What's app

আমার জীবন টা ও তো ঐ চাঁদের মতো…
যা সুন্দর অথচ বড়োই একা
বাট আই ডোনট কেয়ার.!!!

আবেগি ফেসবুক স্ট্যাটাস

 কষ্টে ভরা জীবন আমার,, দুঃখ ভরা মন,, মনের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষন..
তারার সাথে থাকি আমি,, চাঁদের পাশাপাশি,, আজব এক ছেলে আমি দুঃখ পেলেও হাসি
এতোটা নিশব্দে জেগে থাকা যায় না, তবু জেগে আছি…. আরো কতো শব্দহীন হাঁটবে
তুমি, আরো কতো নিভৃত চরনে আমি কি কিছুই শুনবো না- আমি কি কিছুই জানবো না!
 –রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ…
আমি একা এই ব্রহ্মান্ডের ভেতর একটি বিন্দুর মতো আমি একা –রুদ্র মুহাম্মদ
শহীদুল্লাহ
Bangla Status 24 - বাংলা স্ট্যাটাস ফেসবুক, What's app



সেরা বাংলা স্ট্যাটাস

একদা ছিল না ‘জুতো’ চরণ-যুগলে দহিল হৃদয় মম সেই ক্ষোভানলে। ধীরে ধীরে চুপি
চুপি দুঃখাকুল মনে, গেলাম ভজনালয়ে ভজন কারণে! –কৃষ্ণচন্দ্র মজুমদার
নরম কাঁদা একবার পুড়ে যদি ইট হয়ে যায়, তারপর যতই পানি ঢালা হোক না কেন, তা আর
গলে না বরং শক্তিশালী হয়। মানুষের মনও একই রকম, একবার কষ্ট পেলে এরপর শত আবেগেও
তার কোন পরিবর্তন হয় না। –টার্মস টমাস
যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট!
 –হুমায়ূন আহমেদ


Bengali status 24 download

 আমি তাকেই ভালবাসি যে, 
আমাকে বিশ্বাস করে।আমি তাকেই বিশ্বাস করি যে আমাকে বুঝে।

একদিন হাতে হাতটা রেখে বলেছিলে হাতটা কখনো ছাড়বো না বলেছিলে, তোমায় ছেড়ে দূরে
গিয়ে আমি বাঁচতে পারবো না তবে আজ কি করে বেঁচে আছো সব প্রমিস ভুলে কি করে আমায়
ভুলে গেছো
লাল কষ্ট নীল কষ্ট কাঁচা হলুদ রঙের কষ্ট পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট, আলোর
মাঝে কালোর কষ্ট ‘মালটি-কালার’ কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট
 –হেলাল হাফিজ
নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপী হয়ে যাবো, ভাবিনি এই পৃথিবীতে এতো কষ্ট পাবো । বন্ধু
বলো বান্ধব বলো কেউই আপন নয়, ক্ষনিকের এই পৃথিবীতে সবই অভিনয়……!! 
     ঘরের কষ্ট পরেরর কষ্ট পাখি এবং পাতার কষ্ট দাড়ির কষ্ট
চোখের বুকের নখের কষ্ট, একটি মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট আছে কষ্ট নেবে
কষ্ট 
  – হেলাল হাফিজ    


ফেসবুক স্ট্যাটাস পিকচার

Bangla Status 24 - বাংলা স্ট্যাটাস ফেসবুক, What's app
প্রত্যেকের বুকের নিভৃতে কিছু দগ্ধ ক্ষত থাকে লুকানো, কিছু অসম্পূর্ণ নির্মাণ,
ভাংগাচোরা গেরস্হালি ঘরদোর, প্রত্যেকের নিজস্ব কিছু নিদ্রাহীন রাত্রি থাকে যাকে
চিরদিন নষ্ট নোখের মতো রেখে দিতে হয় কোমল অনিচ্ছার বাগানে যাকে শুধু লুকিয়ে
রাখাতেই সুখ, নিজের নিভৃতে রেখে গোপনে পোড়াতেই একান্ত পাওয়া –রুদ্র মুহাম্মদ
শহীদুল্লাহ
আজ সময় বদলে গেছে, তুমিও বদলে গেছো আজ নিজেকে বরো একা লাগে, যখন তোমার স্মৃতি
মনে ভাসে পুরোনো সেই দিন আর ফিরে আসবে না ভুলে যাও তোমাকেও আর আমার লাগবে না
আমি এমনভাবে পা ফেলি যেন মাটির বুকেও আঘাত না লাগে। আমার তো কারুকে দুঃখ দেবার
কথা নয়
 –সুনীল গঙ্গোপাধ্যায়
বোকা মানুষ গুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে। কিন্তু কখনও কাউকে ঠকাতে জানে
না।
   –হুমায়ূন আহমেদ
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.