রিলেশনশিপ স্ট্যাটাস – Relationship Status

Bongconnection Original Published
3 Min Read


রিলেশনশিপ স্ট্যাটাস – Relationship Status 

রিলেশনশিপ স্ট্যাটাস - Relationship Status
Loading...

রিলেশনশিপ স্ট্যাটাস
Jeet Dutta
এবারে ভীষণ ঝগড়া হয়েছে অপু আর অনন্যার। ওদের দুই বছরের রিলেশনশিপ এ এটা
প্রায় তিন হাজার নশো নিরানব্বই তম ব্রেকআপ। দিনে তিন চারবার করে ওদের
রিলেশনশিপ স্ট্যাটাস পাল্টাতে পাল্টাতে ফেসবুকের কর্মকর্তারা পর্যন্ত বিরক্ত।
সকালে কমিটেড, দুপুরে কম্পলিকেটেড, সন্ধ্যে বেলা ইন এন ওপেন রিলেশনশিপ, রাত হতে
না হতে ফের সিঙ্গেল। এই ওদের সম্পর্কের লাইফ সাইকেল। তবে এবার ঝামেলাটা একটু
বেশিই সিরিয়াস। টানা তিন দিন ধরে দুজনের স্ট্যাটাস সিঙ্গেল হয়েই আছে। ওদের
বন্ধুরা প্রথমে গা না করলেও এখন বেশ চিন্তিত। 


রিলেশনশিপ স্ট্যাটাস ফেসবুক

রাতের বেলা তো অপু ওর বেস্ট ফ্রেন্ড সুমনের কাছে দুঃখ করতে করতে এক প্রকার
কেঁদেই ফেলল। শেষে সুমন ওকে বুঝিয়ে চোখে মুখে জল দিতে বাথরুমে পাঠায়।
পরদিন সকালে অপুর ঘুম ভাঙল পশ্চাৎদেশে প্রচন্ড এক লাথির আঘাতে। ‘বাবা গো’ বলে
খাট থেকে উল্টে পড়ে চোখ কচলে দেখে খাটের পাশে রনংদেহী মূর্তি নিয়ে দাঁড়িয়ে
অনন্যা। ও কিছু বুঝে ওঠার আগেই অনন্যা ওর চুলের মুঠি ধরে টেনে তুলল ওকে, তারপর
ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বললো-
– দুদিন ঝগড়া হয়েছে কি না, এর মধ্যে নতুন মাল জুটিয়ে ফেললি? লজ্জা করে না
তোর?
– মা… মানে?
– মানে! মানে তোর স্ট্যাটাস কমিটেড কেন বল হারামজাদা। এই দুদিনেই ভুলে গেলি
আমায়?
– আ… আমি তো কিছুই বুঝতে পারছি না।
– ন্যাকা, কিচ্ছু বোঝোনা তুমি না? ফিডিং বোতলে দুধ খাও?
– এই ভালো হবে না বলছি, চুল ছাড়, চুল ছাড়।
ঝটকা মেরে অনন্যার হাত থেকে নিজেকে মুক্ত করে অপু। অনন্যা এবার ভ্যাঁ করে কেঁদে
ফেলে-

– তোর সাথে আমি একটু ঝগড়াও করতে পারবো না বল।  এই সামান্য কারনে তুই
আমাকে ছেড়ে অন্য মেয়ের সাথে প্রেম করবি।

– আরে আমি অন্য কোন মেয়ের সাথে প্রেম করিনি রে বাবা।
– ( অপুর গেঞ্জিতেই নাক পুঁছে) সত্যি বলছিস?
– আরে হ্যাঁ রে বাবা, তোর দিব্যি।
– অন্য কারো সাথে যদি প্রেম করেছিস না তাহলে তোকে কেটে রেখে দেব কুত্তা
কোথাকার। লাভ ইউ।
– লাভ ইউ টু। কিন্তু এভাবে আর চুল টানবি না বারন করে দিলাম। উফ্ ঘিলুটা যেন
নড়ে গেল।
নোটিফিকেশনটা দেখে হেসে উঠলো সুমন। যাক বাবা ওষুধে কাজ হয়েছে। কাল যখন অপু
বাথরুমে গেছিলো ভাগ্যিস ও ওর মোবাইলটা নিয়ে ওর রিলেশনশিপ স্ট্যাটাসটা চেঞ্জ
করে দিয়েছিল। ও জানতো এই ওষুধে ঠিক কাজ দেবে। যাক আপাতত দুচারদিন অন্তত দুজনে
শান্তিতে প্রেম করবে। তাই এই দুচারদিনের জন্য অন্তত ঝামেলাটার হ্যাপি এন্ডিং।



Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.