Premer Golpo – প্রেমের গল্প – আমি বারবার প্রেমে পড়ি
লতার মতো আদ্যপ্রান্ত আমার আঙুলের ভাঁজে জড়িয়ে থাকে। ব্যস্ত জনারণ্যে
যে হাত আমাকে স্বীকৃতি দেয়। হাজার চেষ্টা করেও যে হাতের আন্তরিকতা
ফেরানো যায় না, কেবল হার মেনে যেতে হয়….
Bangla Premer Golpo Love Story
• আমি প্রেমে পড়েছি একটা ঠোঁটের। যে ঠোঁট সময়ে অসময়ে নিজেকে সঁপে দেয় আমার
ঠোঁটের গভীরে। যে ঠোঁট বছরের একটা দিন ও আমার ঠোঁট শুকনো রাখতে দেয়না, কেবল
ভিজিয়ে দেয় আদরের আবদারে। কখনো আবার দুষ্টুমি করে আটকে রাখে। ইচ্ছে করলেই
গায়ের জোরে হয়তো বেরিয়ে আসা যায়, কিন্তু, সে ইচ্ছেটাই কখনও করে না…
খুচরো লেপ্টে থাকা চুল, ঘামে ভেজা শার্ট, ব্রণ, ট্যান যুক্ত শুকনো মুখ দেখেও
অপলক তাকিয়ে থেকে ‘আজকে অনেক পরিশ্রম গেল। আজ আর কোনো কাজ নয়, শুধু রেস্ট’
বলতে ভোলে না..
যাওয়া কম্বলটা আবার ঠিক জায়গায় এসে যায়, বই পড়তে পড়তে হঠাৎ ঘুমিয়ে পড়লে
চশমাটা বাক্স বন্দী হয়ে যায়, বই গুলো চলে যায় তাকে, চুলের অত্যাচারে ঘুম
ব্যাহত হলে নিমেষে একটা ক্লাচার আটকে রাখে, সমস্ত অবাধ্য চুলের ঝাপটা,
পিরিয়ডের আগেই এসে যায় স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট….
• আমি বরাবরই একটা মানুষের ভালোবাসায় আটকা পড়েছি। যার আঙ্গুল, যার ঠোঁট, যার
চোখ, যার যত্ন আমাকে রোজ নতুন করে গড়তে সাহায্য করে। যার ভালোবাসায় আমরণ আটকে
থাকতে ইচ্ছে করে। প্রজাপতির মতো নিজেকে মেলে ধরতে ইচ্ছে করে। যার সাথে অভিমান,
রাগ, দুঃখ, অভিযোগ, আনন্দে মেতে থাকা যায় অবিরাম। যার ভালোবাসায় আঘাত আছে,
তবে অবহেলা একেবারেই নেই। বলার আগেই যে সব গোপনের তালা ভেঙে ফেলে নিমেষে। যে
কড়া রোদ্দুরের ক্লান্তির পর ফুরফুরে হাওয়ার মতো, আবার শীতের সকালের আলস্যে
একমুঠো ব্যস্ততার মতো। প্রয়োজনে শান্তি দেয়, আবার কুঁড়েমি করলেই শাসন করে।
কখনো প্রচন্ড বিধ্বস্ত অবস্থায় ‘সব ঠিক হয়ে যাবে’ বলে কাঁধে হাত রাখে আবার
কখনো ‘আমি তো আছিই’ বলে পাশে থাকে। কখনো ‘ভালোবাসি’ বলে ভালোবাসা জাহির করে না,
বরং নিজের সাহচর্যে, চোখের অস্থিরতায় বুঝিয়ে দেয় ভালোবাসার গভীরতা।
Valobasar Golpo Bangla Lekha
হাঁটু গেড়ে বসে প্রেম প্রকাশ করা যায়, লাল গোলাপের মাধুর্যে ভরিয়ে দেওয়া
যায়, তার মুখের সবকটা রেখা। এমন ভালোবাসায় দৌড়ে গিয়ে তার বুকে ঝাঁপিয়ে
পড়া যায়, চোখ বন্ধ করে শরীরে শরীর মেশানো যায়। যার সাথে লুকোচুরি খেলতে
গিয়ে হারিয়ে ফেলার ভয় থাকে না, কানামাছি খেলতে গিয়ে ও চোখের আড়াল হওয়ার
চিন্তা থাকে না। নিত্য প্রেম ভাঙার এই ঠুনকো শহরে যার সাথে পা মিলিয়ে হাঁটতে
হাঁটতে কারো আচমকা ‘কত বছর তোরা একসাথে?’ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে হিমশিম
খেতে হয়।