Black Widows Web Series Zee5 Cast, Trailer, Release Date
সাসপেন্স, থ্রিলার এই শব্দগুলো কোন ওয়েব সিরিজের সঙ্গে যুক্ত থাকলে সেই সিরিজের
হিট হওয়ার চান্স যে অনেক বেশি এটা মেনে নেবেন অনেকেই । কিন্তু, সেই সিরিজে যদি
তিনজন নারী চরিত্র মার্ডারার হন তাহলে ?
হিট হওয়ার চান্স যে অনেক বেশি এটা মেনে নেবেন অনেকেই । কিন্তু, সেই সিরিজে যদি
তিনজন নারী চরিত্র মার্ডারার হন তাহলে ?
হ্যাঁ, এমনি এক গল্প নিয়ে
Zee5
রিলিজ করতে চলেছে তাদের নতুন ওয়েব সিরিজ Black Windows ।
Zee5
রিলিজ করতে চলেছে তাদের নতুন ওয়েব সিরিজ Black Windows ।
ভারতীয় দর্শকদের জন্য বিভিন্ন OTT প্লাটফর্ম নিয়মিত রিলিজ করে চলেছে একের পর এক
ওয়েব সিরিজ ।
Netflix,
Amazon Prime Video র সঙ্গে সমান তালে টক্কর দিচ্ছে Zee5 ও । দর্শকদের মনোরঞ্জনের কথা মাথায় রেখে
চলছে বিভিন্ন গল্পের ওপর এক্সপেরিমেন্ট ।
ওয়েব সিরিজ ।
Netflix,
Amazon Prime Video র সঙ্গে সমান তালে টক্কর দিচ্ছে Zee5 ও । দর্শকদের মনোরঞ্জনের কথা মাথায় রেখে
চলছে বিভিন্ন গল্পের ওপর এক্সপেরিমেন্ট ।
নতুন এই সিরিজে
Swastika Mukherjee, Mona Singh ও Shamita Shetty কে দেখা যাবে মূল চরিত্রে অভিনয় করতে । তাদের তিনজনের
এই জুটি দর্শকদের কাছে কতটা পছন্দের হয়, সেটাই এখন দেখার । যদিও Zee5 চেষ্টা করছে
তাদের এই Upcoming Series টিকে বিভিন্ন জায়গায় সমান তালে প্রচার করতে ।
Swastika Mukherjee, Mona Singh ও Shamita Shetty কে দেখা যাবে মূল চরিত্রে অভিনয় করতে । তাদের তিনজনের
এই জুটি দর্শকদের কাছে কতটা পছন্দের হয়, সেটাই এখন দেখার । যদিও Zee5 চেষ্টা করছে
তাদের এই Upcoming Series টিকে বিভিন্ন জায়গায় সমান তালে প্রচার করতে ।
Black Widows Web Series Zee5 Cast
Swastika Mukherjee, Mona Singh, Shamita Shetty,
Parambrata Chatterjee,
Sabyasachi Chakraborty, Sharad Kelkar, Raima Sen
& others.
Parambrata Chatterjee,
Sabyasachi Chakraborty, Sharad Kelkar, Raima Sen
& others.
Story :
গল্পের শুরু তিনজন বান্ধবীকে নিয়ে । তারা নিজেদের দাম্পত্য জীবনে স্বামীদের
অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্ল্যান করে তাদের স্বামীকে খুন করার । বিভিন্ন প্ল্যানিয়ের
পর তারা একদিন তাদের স্বামীকে বোম ব্লাস্টের মাধ্যমে খুন করতে সক্ষম হয় । ব্যাস,
এরপর শুরু হয় তাদের স্বাধীন জীবন যাপন ।
অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্ল্যান করে তাদের স্বামীকে খুন করার । বিভিন্ন প্ল্যানিয়ের
পর তারা একদিন তাদের স্বামীকে বোম ব্লাস্টের মাধ্যমে খুন করতে সক্ষম হয় । ব্যাস,
এরপর শুরু হয় তাদের স্বাধীন জীবন যাপন ।
কিন্তু, হঠাৎ এই কেসের তদন্তে আসেন এমন এক পুলিশ অফিসার যে এই কেসের খুনিদের ধরতে
বদ্ধপরিকর ।
বদ্ধপরিকর ।
কি হবে তিন বান্ধবীর ? পুলিশের হাতে ধরা পড়বে ? নাকি নিজেদের তীক্ষ্ণ বুদ্ধির
দাপটে বেরিয়ে যাবে পুলিশের নজর থেকে ?
দাপটে বেরিয়ে যাবে পুলিশের নজর থেকে ?
উত্তর মিলবে পুরো সিরিজটি দেখার পরেই ।
Black Widows Web Series Zee5 Release Date
18th Dec 2020
Trailer