Michael Vidyasagar Sangbad Lyrics (মাইকেল বিদ্যাসাগর সংবাদ) Anupam
Roy, Anirban
Michael Vidyasagar Sangbad Lyrics
একটি দৃষ্টান্ত। মধুসূদন বিলেতে থাকাকালীন তাঁদের মধ্যে নিবিড় হয় এই বন্ধুত্ব,
দীর্ঘ পত্রালাপের মাধ্যমে। মধুসূদন যখন সর্বস্বান্ত ব্যারিস্টারি পড়তে গিয়ে,
তখন স্ত্রী-পুত্র-কন্যাসহ প্রবাসী এই কবিকে জমি বন্ধক রেখে অর্থসাহায্য করেন
বিদ্যাসাগর। আবার বিদ্যাসাগর যখন দেনার দায়ে সর্বস্বান্ত হতে বসেছেন, প্রকৃত
বন্ধুর মতো, তার সবটুকু বেচে দিয়ে মধুসূদন তাঁর পাশে দাঁড়ান। এই অসাধারণ
পত্রালাপই এক আধুনিক আকার পেয়েছে অনুপম রায় ও অনির্বান ভট্টাচার্যের “মাইকেল
বিদ্যাসাগর সংবাদ” গানে।
<
মাইকেল বিদ্যাসাগর সংবাদ লিরিক্স
১। মাইকেল
সুদূর বিদেশে পড়ে আছি আমি, জীবন কি তবে ব্যর্থ
বিদ্যাসাগর বাঁচাও আমাকে পাঠাও আমাকে অর্থ তুমি
বলেছিলে আমার লেখাতে পেয়েছিলে “গ্রেট মেরিট”
অমিত্রাক্ষরে ভালোবাসা নিয়, সহ্য হয় না দেরী।
২। বিদ্যাসাগর
কথা দিয়ে ওরা কথা রাখবে না মানুষেরই অভ্যাসে বন্ধু
তোমাকে বলেছি যখন, থাকব তোমার পাশে
এই নাও কিছু হাজার পাঠাই, আর-ও প্রয়জনে জানাও
ওরা দুজনে ছিল বন্ধু
৩। মাইকেল
ধন্যবাদের ভাষা খুঁজি আমি নিজের মাতৃভাষায়
দেশে ফিরে আমি এলাম বন্ধু তোমাদের ভালোবাসায়
অভাব আমার স্বভাবে যে ভিড, হোটেল নিয়েছি ভাড়া
আয় ভালো তবে ব্যয় আরও বেশি, আমি আবার সর্বহারা।
৪। বিদ্যাসাগর
তোমাকে বাঁচাবে এমন ক্ষমতা কজনার বলো আছে?
ধার দেনা শুধু বাড়তেই থাকে আর ভালো লাগে না যে
আমার বাক্যে নির্ভর করে সাহায্য করে কেবল
তাদেরকে যেন ঠকাতে না হয়, আমার কথাও ভেব।
ওরা দুজনে ছিল বন্ধু
করুণাসিন্ধু ভাগ্য আমার তোমাকে চিনেছি আমি
স্নেহমমতায় ভরা যে তোমার মনটা সবচেয়ে দামী
বন্ধু আমার আমাকে দিয়েছ কত না সুখের দিন
সব বেচে দিয়ে শোধ করে যাব, আমার যা আছে ঋণ।
ভিডিও দেখুন
Anupam Roy