WEST BENGAL H.S EXAM RESULT 2020 (উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট)
অবশেষে প্রকাশিত হলো উচ্চমাধ্যমিকের ফলাফল । আজ বিকেলে ৩ টে নাগাদ বিদ্যাসাগর ভবন থেকে উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা করা হয় । করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন থেকে উচ্চমাধ্যমিকের রেজাল্ট নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিলো । কারণ, ১৪ টি বিষয়ের পরীক্ষা সারা দেশে লকডাউন হয়ে যাওয়ার কারণে নেওয়া সম্ভব হয়নি । রেজাল্ট কবে দেবে, কিভাবে দেবে সেদিকে তাকিয়ে ছিলো অভিভাবক থেকে ছাত্র – ছাত্রী সকলেই।
বিকেল ৪ টে থেকে ওয়েবসাইট এ দেখা যাচ্ছে রেজাল্ট..
রেজাল্ট দেখুন ক্লিক করেই সরাসরি
গত দুদিন আগেই, অৰ্থাৎ ১৫ ই জুলাই প্রকাশিত হয়েছে
মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট । গত বছরের তুলনায় এবছরের পাশের হার রেকর্ড সংখ্যক বেড়েছে । সবচেয়ে বেশি পাশের হার পূর্ব মেদিনীপুর । রাজ্যের সেরা দশে স্থান পেয়েছে ৮৪ জন । তবে, কলকাতা থেকে এবছর সেরা দশে কেউ স্থান পায়নি বলে উদ্বিগ্ন শিক্ষা দপ্তর…..
Tags – Higher Secondary Result, West Bengal