Moddhorate Lyrics (মধ্যরাতে) Taalpatar Shepai

Bongconnection Original Published
1 Min ReadModdhorate Lyrics (মধ্যরাতে) Taalpatar Shepai 

Moddhorate Lyrics (মধ্যরাতে) Taalpatar Shepai
Loading...

মধ্যরাতে ডাকলে দিও সাড়া
চাঁদের আলোয় বাঁধ ভেঙেছে পাড়া!
তুমিও একা ঘুমিয়ে আছো দূরে,
গান লিখেছো অভিমানের সুরে…
এখন চোখে গ্রামীণ কোনো নদী
ভয়েই থাকি; হারিয়ে গেলো যদি!
রাত নেমে যায় তালপাতাদের ঘরে
আদর বাড়ে ঝিঁঝিঁ পোকার স্বরে…
দাবার গুটি; একলা দান
আলতো সুরে গাইছি গান…
ঘরে ফেরার চিঠির আশায় আশায়!
স্মৃতির শহর ঘুমিয়ে তাও
চাইছে তুমি  ডাক পাঠাও
আমার বুকে ভালো থাকার বাসায়…
তোমায় নিয়েই স্মৃতির লড়াই জারি
জিতবো ভেবেও হারছি প্রতিবারই।
আমার আঙুল লিখছে যেন আড়ি
তুমিও ভীষণ জেদি; অহংকারী… 
শহর ছেড়ে সরীসৃপ এই পথে
নদীও যেন বইছে নিজের মতে…
দ্বন্দ্বগুলো পুড়িয়ে কালো রাতে
ভাবছি যদি ফিরতে আমার সাথে!

দাবার গুটি; একলা দান
আলতো সুরে গাইছি গান…
হাওয়ার মত বইছি ধীরে ধীরে…
শেষের পরেও ভাবছি তাও
চাইছি শুরুর ডাক পাঠাও
হাতটা ধরে বসবো নদীর তীরে…
রাত পুড়ে যায় জ্যোৎস্না মাখা তাপে
চোখের পাতা তোমায় ভেবেই কাঁপে…!!


ভিডিও দেখুন 

Loading...আরো পড়ুন, Farewell Kolkata Lyrics
ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। …
Thank You, Visit Again…

Tags – Taalpatar Shepai, Bengali Lyrics, Bengali Song

Share This Article