Bengali Sad Shayari | Romantic Heartbroken Shayari | কষ্টের শায়েরী
Bengali Sad Shayari 2023
Bangla Sad Shayari আপনি কি Internet অথবা Google এ বাংলা কষ্টের শায়েরী খুঁজছেন ? অথচ মনের মতো কোন শায়েরী পাচ্ছেন না ? কি তাই তো ??
চিন্তা নেই, আমরা আপনার জন্য নিয়ে এসেছি সেরা কিছু মন ছুঁয়ে যাওয়া বাংলা শায়েরী ।
আপনার কি Break Up হয়েছে ? অথবা কোন কারনে কষ্টে আছেন ? তাহলে আপনার জন্যই আমরা তৈরি করেছি Bangla Sad Shayari র এই সেরা কালেকশান । জীবনটা একটা শ্রোতবহুল নদীর মতো আর সুখ দুঃখ টাও ঠিক পাশাপাশি থাকে । একজন আসে আর একজন আসার জন্য অপেক্ষা করে । তো, ঝটপট দেখে নেওয়া যাক….
Bangla Sad Shayari
একটা সময় হারিয়ে যায়,অনেক সময়ের মাঝে।
একটা সম্পর্ক হারিয়ে যায়, একটা কথার ভুলে।
একটা মন ভেঙ্গে যায়, ছোট্ট অপমানে।
একটা জীবন শেষ হয়ে যায়, একটু অভিমানে।
ভালবাসা হলো এমন একটি মায়া,
তুমি যত দুরে যাবে ততই কাছে টানবে,
যত ভুলে যাবে ততই মনে পড়বে,
আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে।
আমার যদি একটা পৃথিবী থাকত,
তা হলে সেখানে গিয়ে, চিৎকার করে কাঁদতাম।
তুমার দেওয়া স্মৃতি, এত যন্ত্রনা দেয় আমাকে,
যা সহিবার মত শক্তি, আমার মাঝে নেই।
Bengali Sad Shayari Photo
আমার একসাথে চলার পথ,
শেষ হয়ে গেছে সেই কবে।
আমি শুধু তাকিয়ে ছিলাম, মরিচিকার দিকে।
তুমি চলে যাও, তোমার নতুন পথের দিকে।
আমি চেয়ে থাকি নির্বাক নত মুখে।
আবেগের কাছে আমি
স্বাথপর।
বিবেকের কাছে আমি
পরাজিত।
বাস্তবের কাছে আমি
সপ্নহীন।
জীবনের কাছে আমার সব অভিনয়।
আর আমার মাঝে আমি সিমাহীন নিঃস্ব একজন।
অভিমান বেশী সময় বাঁচিয়ে রাখতে নেই।
বহু বছর পর অভিমান ভাঙলে, গিয়ে দেখবে যার সাথে অভিমান সে আর নেই।
হয়তো দূরে কোথায় ও হারিয়ে গেছে।
আর তখন Sorry বলার সুযোগ টুকু ও হারিয়ে যাবে!
Bengali Sad Shayari dp
আমি সেই পাখি, যার বাসা নেই।
আমি সেই আকাশ, যার বুকে চাঁদ নেই।
আমি সেই সাগর, যার তিরে পানি নেই।
আমি সেই মানুষ, যার একটা মন আছে,
কিন্তু বুঝার মতো কেউ নেই।
এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে, সেই জলের ফোটা সুধু তোমার কথা বলে।
মনের কথা বুঝনা তুমি, মুখে বলি তাই।
শত আঘাতের পরেও তোমায় ভালবেসে যাই।
ঘৃনা আর ভালবাসার দুরত্ব বুঝি বেশী নয়।
মানুষের মনে, তারা পাশাপাশি দুটি পাখির মত বাস করে।একজনকে ডাক দিলে অন্য জনও ডেকে ওঠে।
আমি সেই পাখি,যার বাসা নেই।আমি সেই আকাশ, যার বুকে চাঁদ নেই।
আমি সেই সাগর, যার তিরে পানি নেই।
আমি সেই মানুষ, যার এক টা মন আছে, কিন্তু বুঝার মতো কেউ নেই।
তুমি দৃষ্টি থেকে দূরে,মন থেকে নয়।
তুমি আমার থেকে দূরে,ভাবনা থেকে নয়।
আমি হাসি থেকে দূরে,কান্না থেকে নয়।
আমি আমার থেকে দূরে,তোমার থেকে নয়।
আমি এখোনো তোমার পাশে ছায়ার মত আছি
এবং থাকব চিরদিন তোমার ফিরে আসার অপেক্ষায়।
তুমি চলে যেতে পারবে কিন্তু তোমার সাথে জড়িয়ে থাকা,স্মৃতিগুলো নিয়ে যেতে পারবে না।
হয়তো তুমি আমাকে ভুলে যেতে পারবে,কিন্তু আমারভালোবাসাকে ভুলতে পারবে না।
প্রতিটি মুহূর্ত তোমাকে স্মরন করিয়ে দিবে,নীরবে চোখের জল ফেলতে হবে, আমার এই নিঃস্বার্থ ভালোবাসার জন্য।
Bengali Sad Shayari Pic
তাকেই ভালোবাসো, যার মন টা আগে কেউ একজন ভেঙ্গে ফেলেছে।
সে বুঝে মন ভাঙ্গার যন্ত্রণা কতোটা কষ্টময়।
যদি তার হৃদয়ে একবার জায়গা করে নিতে পারো,
তাহলে সে তোমাকে কষ্ট দিয়ে কখনোই চলে যাবে না ।
জীবনে অনেক কিছু হারিয়েছি, হারাতে হারাতে আজ আমি বড় ক্লান্ত।
এখন আর হারানোর ভয় করি না,কারন পৃথিবীতে যার কিছু নাই তার কোন কিছু হারানোর ভয়ও নাই।
কষ্ট দাও তবে এতো বেশি দিয়ো না যা সইবার ক্ষমতা আমার নাই॥ দুঃখ দাও তবে এতো বেশি দিয়ো না যা বইবার ক্ষমতা আমার নাই॥ আমায় এতো বেশি কাঁদাইয়ো না, যে কাঁন্নার জল একদিন তোমায় ভাসিয়ে দিবে
আমি হইতো তোমার জীবনের গল্পের একটা ছেড়া পাতা, হইতো একদিন আমাকে ভুলে যাবে, আর আমি চাইলেও তোমাকে ভুলতে পারবনা, কারণতুমি আমার জীবনের গল্প,গল্পের পাতা নয়।
যাকে সত্যিকার ভালোবাসা যায়।সে অতি অপমান আঘাত করলে হাজার ব্যাথা দিলেও, তাকে ভোলা যায় না।
Sad Shayari Bangla
মাঝে মাঝে তোমাকে খুব কষ্ট দিই, কারন তোমাকে ভালবাসি বলে।
নীরবে নিজেও কষ্ট পাই, তোমাকে মিস করবো বলে।
তোমাকে যখন মিস করি, তখন পৃথিবীকে এড়িয়ে চলি।
কারন তখন আমার সব অনুভূতি, জুড়ে শুধুই তুমি।
কষ্টে ভরা জীবন আমার, দুঃখ ভরা মন।
মনের সাথে যুদ্ধ করে, আছি সারাক্ষন।
তারার সাথে থাকি আমি, চাঁদের পাশাপাশি।
আজব এক ছেলে আমি, দুঃখ পেলেও হাসি।
মানুষ যখন কোন কারনে কারো দ্বারা কষ্ট পায়, ঠিক সেই সময় সে নিষ্ঠুর হতে শিখে ।মানুষের জীবনে কষ্টই হল নিষ্টুর হবার অন্যতম কারন ।
মানুষ একা থাকতে ভালোবাসেনা;কিন্তু যখন তার দুঃখগুলো কেউ বুঝতে চায়না,তখন সে মানুষ বাধ্য হয়ে নিজেকে আড়াল রাখে!
মানুষের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে অন্ধকার।
কারন সে সব সময় দুঃখ কষ্ট গুলো কে, অন্যের কাছ থেকে আডাল করে রাখে,
চোখের পানি লুকিয়ে রাখে।
আর সব চেয়ে বড় শত্রু হচ্ছে আলো।
কারন সে মানুষের সব কষ্টকে অন্যের নিকট খুব সহজেই প্রকাশ করে দেয়।
যদিও বা আমরা অন্ধকার কেই শুধু দূরে ঠেলে দিই, আর আলো কে খুউব কাছে টেনে নিই।
পৃথীবিতে সবচেয়ে বেইমান হল সময়।
যা একবার গেলে আর ফিরে আসে না।
পৃথীবিতে সবচেয়ে স্বার্থপর হল সুখ।
যা হঠাৎ ভেসে আসা মেঘের মত এসে আবার চলে যায়।
পৃথীবিতে সবচেয়ে নিষ্ঠুর হল ভালবাসা।
যা শুধু হৃদয়ের রক্ত ক্ষরণের সাহায্য করে।
পৃথীবিতে সবচেয়ে আপন হল দুঃখ।
যা সব সময় জীবনকে আকরে ধরে রাখে।
আমি কষ্টের স্মৃতি নিয়ে, করি বসবাস।
আমায় নিয়ে কখনো, করোনা উপহাস।
আমার জীবনটা হল, একটা দুঃখের ইতিহাস।
এটাই আমার ভাগ্যের, নির্মম পরিহাস ।
আকাশের কষ্ট গুলো মেঘ হয়ে ভাসে,
মেঘের কষ্ট গুলো বৃষ্টি হয়ে আসে।
পাথরের কষ্ট গুলো ক্ষয়ে ক্ষয়ে পরে,
আর মনের কষ্ট গুলো অশ্রু হয়ে ঝরে।
কষ্ট গুলো যদি কাগজ হতো, আগুন দিয়ে পুড়ে ছাই করে দিতাম।
কিন্তু কষ্টগুলো হল আগুন, যা আমাকে কাগজের মত পুড়ে
ছাই করে দিচ্ছে।
একাকীত্ব তোমাকে, জীবনের চরম সেই শিক্ষাটি দিয়ে দেবে।
যেটা তোমাকে জীবনের বাকি পথগুলো, চলতে সাহায্য করবে।
কাউকে কাঁদিয়ে যদি নিজেকে বড় ভাবো,তাহলে সেটাই হবে সবচেয়ে বড় ভুল।
কারন বিধাতা একান্তই কারো জন্য, কষ্ট সৃষ্টি করে রাখে নি।
মনে রেখো অভিশাপ বলে
একটি কথা আছে,আর
তোমার দেওয়া কষ্টের অভিশাপে তুমিও একদিন কাঁদবে।
কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে, দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভাল।
কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাব দিহি করতে হয় না।
কিন্তু অন্যকে কষ্ট দিলে, জীবন ভরে তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়।
কি অপরাধ ছিলো আমার, খুব বেশি ভালোবেসে ছিলাম?
এটাই কি ছিলো অপরাধ?
কেনো আমার জীবন টা নিয়ে খেলা করলে ও রকম?
পৃথিবীতে নাকি দুইটা জিনিস পাওয়া খুব কষ্ট সাধ্য।
১) মনের মানুষ। ২) মানুষের মন।
সত্যি আজ দু চোখের জল দিয়ে সেটা বিশ্বাস করতে হচ্ছে।
কেউ দুঃখ পেয়ে সুখী, কেউ দুঃখ দিয়ে সুখী।
কেউ হাসতে পেরে সুখী, কেউ বেশি বেশি কথা বলে সুখী।
কেউ কথা গুলা নিরবে শুনে সুখী, তবে কেউই প্রকৃত সুখী না, কিন্তু অভিনয়ে সবাই সুখী।
নিরবে ভিজে যায় চোখের পাতা,কষ্টের আঘাতে বেড়ে যায় বুকের ব্যথা।
জানিনা এই ভাবে কাটাতে হবে কতদিন।
আমার এই জীবনে কি আসবে না সূখের দিন।
দুঃখগুলোকে মনের খাচায়
বেধে না রেখে, উড়তে দাও খোলা আকাশে।
অসীম শুন্যতার এই দুঃখ
গুলোই, একদিন সুখ হয়ে ধরা দেবে।
তোমাকে যে সত্যিই ভালবাসে, সে কখনও তোমার কোন সমস্যার কারণ হবে না।
পারলে সে দূরে সরে যাবে, নিজের কষ্টগুলো বুকে চেপে।
তুমি হয়তেো কাউকে পেয়ে সুখি, আমি হয়তো তোমাকে হারিয়ে দুঃখী।
কিন্তু তোমার আর আমার মাঝে পার্থক্য শুধু এটাই, তুমি অভিনয় করে জিতেছো,
আর আমি ভালবেসে হেরেছি।
ছিরে ফেলেছি আমি, ডাইরির পাতা।
সেথা লেখা ছিল, হাজার স্বপ্নের কথা।
ছিরতে পারিনি, আমার মনের পাতা।
যেখানে জমে আছে, জীবনের অনেক ব্যাথা।
চেয়ে ছিলাম হাজার দুঃখের মাঝেও,সুখটাকে একটু খুঁজে নিতে।
কিন্তু, দুঃখের মেঘগুলো এতো কালো যে, তার মাঝে আমি সুখের আলোটা আর খুঁজে পেলাম না..
মুক্ত করে দিলাম তোরে, যেতে পারিস অনেক দুরে।
ভালো বাসি এই কথাটি, বলবো না আর তোরে।
সুখে যদি থাকিস তুই, আসিস না আর ফিরে।
না পাওয়া সুখ খুঁজে নিবো, কস্টের ভিড়ে…….
মানুষের জিবনে যেমন অন্ধকার এর পর আলো আসে।
তেমনি দুঃখ এর পর সুখ।
তাহলে আমরা যদি একটি নতুন আলোর জন্য অপেক্ষা করতে পারি।
তাহলে দুঃখ এর পর সুখ এর জন্য না কেন?
মাঝে মাঝে আপনজনদের একটু কষ্ট দিতে হয়।
মাঝে মাঝে আপনজনদের কাছে থেকে একটু দূরে যেতে হয়।
যাতে তারা বোঝে তাদের জীবনে তোমার মুল্য কতখানি !
ভালো লাগার এবং ভালো থাকার দিনগুলো, কেন যেন দীর্ঘ হয়না!
জীবন এমন একটা জায়গায় দাড় করিয়ে দেয়, ভালো লাগাটা ধরে রাখতে গেলে হারাতে হয় জীবনের বাস্তবতা!
আর বাস্তবতা মেনে নিলে হারাতে হয় স্বপ্ন গুলোকে !
নিষ্পাপ হয়ে এসেছিলাম, পাপী হয়ে যাবো।
ভাবিনি এই পৃথিবীতে, এতো কষ্ট পাবো ।
বন্ধু বলো বান্ধব বলো, কেউই আপন নয়।
ক্ষনিকের এই পৃথিবীতে, সবই অভিনয়।
মানুষ একা থাকতে ভালোবাসে না,
কিন্তু যখন তার দুঃখগুলো কেউ বুঝতে চায়না,
তখন সে মানুষ বাধ্য হয়ে নিজেকে আড়াল রাখে!
পানি যেমন অনেক ঠান্ডা হতে হতে, এক সময় বরফ হয়ে যায়।
ঠিক তেমনি একটা মন, অনেক কষ্ট পেতে পেতে এক সময় পাথর হয়ে যায়।
পাথর চাপা কষ্ট বুকে, কষ্টের কথা বলি কাকে?
যার কারনে নিস্ব হলাম, সেইতো আছে বেশ সুখে।
আর আমার কথা, ভুলেই গেছে।
সেই সময়টা খুব কঠিন,
যে সময়ে চোখের পানি ফেলতে হয়।
কিন্তু ওই সময়টা তার চেয়েও অনেক বেশি কঠিন,
যে সময় চোখের পানি লুকিয়ে হাসতে হয়।
সুখ নামের ছোট নৌকায়,
আমি দুঃখের মাঝি।
আমার কষ্টের ভাগ নিতে,
কেউ হয়নি রাজি।
এ জীবনে চলতে গিয়ে,
পাইনি সুখের দেখা।
শান্ত নদীর মাঝে তাই,
আমি বড়ই একা।
মনের কষ্ট আর চোখের পানি দেখাতে নেই,
জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই,
কারন সবাই কষ্ট দিতে পারে, কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না।
আমি তোমার মধ্য রাতে—ডুকরে কাঁদার কারণ, আমি তোমার সেই কথা যা—কাউকে বলা বারণ! আমি তোমার ভাগ্য রেখা—আমিই সেটার গণক, আমি তোমার প্রতি ফোঁটা—অশ্রু জলের জনক
ভালো লাগলে নিজের প্রিয়জন আর বন্ধুদের সাথে শেয়ার করুন।..
ভালো থাকুন। ..
Thank You, Visit Again…
Tags – Bengali Shayari, Bangla Shayari