এই মন্ত্রটি প্রথমে বৈদিক সংস্কৃত ভাষায় রচিত হয় এবং এটি ঋকবেদের একটি সুক্ত । গায়ত্রী মন্ত্র গায়ত্রী ছন্দে রচিত হয় এবং হিন্দু ধর্ম অনুসারে এই মন্ত্রে উল্লেখিত দেবতাকে অভিন্ন মানা হয় । তাই এই মন্ত্র র দেবীর নামও গায়ত্রী । এই মন্ত্র দিয়ে শুধু পূজো করাই হয় না , গায়ত্রী মন্ত্র কেও পূজো করা হয় ।
তো, দেখে নেওয়া যাক, গায়ত্রী মন্ত্র…