Tomar Icche Gulo Lyrics ( তোমার ইচ্ছেগুলো ) | Kona, Tasnuva

Bongconnection Original Published
4 Min Read

Tomar Icche Gulo Lyrics ( তোমার ইচ্ছেগুলো ) | Kona, Akash Sen, Tasnuva Tisha

Tomar Icche Gulo Lyrics ( তোমার ইচ্ছেগুলো ) | Kona, Akash Sen, Tasnuva Tisha
Loading...






Tomar Icche Gulo Lyrics মিষ্টি কিছু কথা কথা, সুরেলা কন্ঠ, ভালো অভিনয় সব মিলিয়ে একটা ভালো বা হিট গান তৈরি হয় । কি, তাইতো ? এই সব কিছু আপনি খুঁজে পাবেন ‘তোমার ইচ্ছে গুলো‘ গানের মধ্যে । গানের Lyrics লিখেছেন Sharif Al-Din, Tune করেছেন Nazir Mahamud কিন্তু সবচেয়ে বেশি যার জন্য এই গানটি এতো বেশি জনপ্রিয় হয়েছে তিনি হলেন এই গানের Singer Kona & Akash Sen
একটি Music Video র মাধ্যমে এই গানটি রিলিজ হয় । রিলিজের পর থেকেই গানের সুর এবং Lyrics এর ব্যাপক জনপ্রিয় হয় এই গানটি । Music video তে অভিনয় করেছেন Tasnuva Tisha & Azhar Saini. তো, চলুন দেখে নেওয়া যাক, ‘তোমার ইচ্ছে গুলো লিরিক্স‘ …
Song Credits – 
Song : Icche Gulo
Singer : Kona and Akassh Sen
Lyric : Sharif Al-Din
Tune : Nazir Mahamud
Music : Musfiq Litu
Album : Icche Gulo
Label : Central Music and Video [CMV]
Cast : Azhar Saini & Tasnuva Tisha


Tomar Icche Gulo Lyrics In Bengali

তোমার ইচ্ছে গুলো, ইচ্ছে গুলো
তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে
আমায় দিতে পারো
আমার ভালো লাগা, ভালোবাসা
তোমায় দেবো আরো 
আমার ভালো লাগা, ভালোবাসা
তোমায় দেবো আরো ,
তুমি হাতটা শুধু ধরো,
আমি হবো না আর কারো (x2)
তোমার স্বপ্ন গুলো আমার চোখে
হচ্ছে জড়সড়
তোমার ইচ্ছে গুলো, ইচ্ছে গুলো
তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে
আমায় দিতে পারো
আমার ভালো লাগা, ভালোবাসা
তোমায় দেবো আরো
তোমার আবেগ মাখা খামখেয়ালী
হাঁটছে আমার পিছু,
আমার আসা যাওয়ার পথের বাঁকে
পাইনি অন্য কিছু (x2)
তুমি হাতটা শুধু ধরো,
আমি হবো না আর কারো (x2)
তোমার স্বপ্ন গুলো আমার চোখে
হচ্ছে জড়সড়
তোমার ইচ্ছে গুলো, ইচ্ছে গুলো
তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে
আমায় দিতে পারো
আমার ভালো লাগা, ভালোবাসা
তোমায় দেবো আরো
আমার হৃদয় যেন বানভাসি হয়
তোমার স্রোতের টাণে
আমি তোমার কাছে যাবোই যাবো
একলা থাকার দিনে 
আমার হৃদয় যেন বানভাসি হয়
তোমার স্রোতের টাণে
আমি তোমার কাছে যাবোই যাবো
একলা থাকার দিনে 
তুমি হাতটা শুধু ধরো,
আমি হবো না আর কারো 
তুমি হাতটা শুধু ধরো,
আমি হবো না আর কারো
তোমার স্বপ্ন গুলো আমার চোখে
হচ্ছে জড়সড়..
তোমার ইচ্ছে গুলো, ইচ্ছে গুলো
তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে
আমায় দিতে পারো
আমার ভালো লাগা, ভালোবাসা
তোমায় দেবো আরো …

Tomar Icche Gulo Lyrics ( তোমার ইচ্ছেগুলো ) | Kona, Akash Sen, Tasnuva Tisha


Tomar icche gulo, icche gulo
Tomar ichche gulo icche hole
Amay dite paro
Amar bhalo laga bhalobasha
Tomay debo aaro


Tomar icche gulo, icche gulo
Tomar ichche gulo icche hole
Amay dite paro
Amar bhalo laga bhalobasha
Tomay debo aaro


Tumi haat ta shudhu dhoro
Ami hobo na aar kaaro
Tomar shopno gulo amar chokhe
Hocche joro shoro


Tomar abeg makha kham-kheyali
Haatche amar pichu
Amar asha jawa pother baake
Paini onno kichu


Tomar icche gulo, icche gulo
Tomar ichche gulo icche hole
Amay dite paro
Amar bhalo laga bhalobasha
Tomay debo aaro


Amar hridoy jeno ban-vashi hoy
Tomar sroter taane
Ami tomar kache jaboi jabo
Ekla thakar dine,


Tomar icche gulo, icche gulo
Tomar ichche gulo icche hole
Amay dite paro
Amar bhalo laga bhalobasha
Tomay debo aaro…

Video Song With Lyrics



ভালোবাসায় মাখানো এমন মিষ্টি প্রেমের গানটি ভালো লাগলে প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না।
ভালো থাকুন, গানে গানে থাকুন।..

Thank You, Visit Again…




TagsTasnuva Tisha, Kona, Akash Sen, Bengali Music Video, Bengali Song, Bengali Lyrics
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.