20+ Best Bangla Sad SMS (কষ্টের এসএমএস ও স্ট্যাটাস)
ছোট্ট এই জীবনে অনেক সময় অনেক কষ্ট কিংবা দুঃখ আমাদের পেতে হয় । মুখোমুখি হতে হয় অনেক কষ্টের । আর যার ফলে বুকের বাঁদিকে থাকা ছোট্ট হৃদয়টা বারবার ভেঙে যায় । তো জীবনের সেই কষ্ট আর দুঃখের স্মৃতিগুলোকে কেন্দ্র করেই আমরা আপনার জন্য নিয়ে এসেছি , 20+Best Bangla Very Sad SMS & Status যা কিনা আপনি দিতে পারেন আপনার Facebook , What’s app কিংবা Instagram Story তে । আপনার মনখারাপের সঙ্গী আমরা , আর আপনার জন্য বিশেষ ভাবে আমরা মন খারাপের স্ট্যাটাস (Bangla Sad SMS & Status ) শুধুমাত্র আপনার জন্যই তৈরি করেছি ।
তো আর কোন দেরি নয় , নিচের আপনার প্রিয় SMS কিংবা Status টি কালেক্ট করুন আর ভালো লাগলে শেয়ার করুন ….
Bangla Sad SMS Pic
কেউ ব্যাস্ত নয়,
যার তোমাকে যতটা প্রয়োজন
সে তোমাকে ততটাই গুরুত্ব দেবে ।
কারো জন্য নয়
নিজের জন্য পারফেক্ট হও ।
প্রতি রাতে ভালোবাসা নিলামে ওঠে
দর কষাকষি হয় ,
শেষমেশ তোর দেওয়া ভালোবাসার বিনিময়ে ,
ভালোবাসা বিক্রি হয় !
একা একা থাকতে কষ্ট হলেও
ভালো আছি !
চিৎকার করে কখনও
নিজেকে নির্দোষ প্রমান
করা যায়না !
মাঝে মাঝে চুপ থাকতে হয় ।
কোথায় খুঁজবো তাকে ?
সে তো হারায়নি
বদলে গেছে !
কেউ নতুন খুঁজতে ব্যাস্ত
আর কেউ আজ ও পুরোনোতেই
আসক্ত !
ভেতরে ভেতরে ভাঙছি
যে আমি রোজ ,
নেয়নি তার কেউ কোনদিন
খোঁজ !
তোমার শূন্যতা নিয়েই
কেটে যাবে আমার সারাটা জীবন !
বদলে গেলাম কেন ?
বদলে গেলাম বলেই তোর জীবনে
আমার অভাবটা তোকে বোঝাতে পারলাম …
কেউ ভুলে যায় না !
প্রয়োজন শেষ …
তাই আর যোগাযোগ রাখে না ।
অতিরিক্ত কোন কিছুই ভালোনা
অতি শব্দটাই খারাপ !
সেদিকে ও যা ছিলাম
আজ ও সেটাই ।
আমি কোনদিন বদলায়নি,
Just সময়ের সাথে আপডেট হয়েছি ।
শুধু ছেড়ে যাওয়াকে ঠকানো বলেনা
পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে !
মধ্যবিত্ত ঘরের
ছেলে মেয়েদের পকেট ভর্তি টাকা থাকেনা …
মাথা ভর্তি টেনশন থাকে ।
স্বপ্ন অনেক …
ক্ষমতা অল্প
কারণ আমি মধ্যবিত্ত
ঘুম কি অসাধারণ জিনিস ,
যদি আসে সবকিছু ভুলিয়ে দেয়
আর যদি না আসে তো সবকিছু
মনে করিয়ে দেয় ।
নিজের সমস্যা গুলো নিজেরই সমস্যা
অন্যের কাছে তো গল্প মাত্র ।
মাটির তৈরি মানুষগুলো
কাগজের তৈরি টাকায় বিক্রি হয়ে যায় !
মন ছুঁয়ে যাওয়া এই বাংলা কষ্টের এসএমএস গুলো ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ..
ভালো থাকুন, খুশি থাকুন। ..
Thank You, Visist Again…
Tags – Bangla Sms, Sad Sms, Bengali Status