প্রেমে অপ্রেমে | Bangla Premer Golpo | Bengali Love Story | Premer Choto Golpo

Bongconnection Original Published
3 Min Read



প্রেমে অপ্রেমে | Bangla Premer Golpo | Bengali Love Story | Premer Choto Golpo
Loading...

বৃষ্টিতে ভিজে বেড়ানোর সুখটা যতখানি দিয়েছিলি,
নিঃসঙ্গতা ঠিক ততটাই ছিনিয়ে নিল সবটুকুর অস্তিত্ব।
কাব্য-কবিতায় লেখা প্রেম আমার আসেনা,
তবু তোর হাতের লেখা পড়তে,
 সাদা কাগজে তোর আঙুলের ছোঁয়া থাকবে এটা ভাবতে,
তোর থেকে চিঠি পেতে আমর বরাবর ভালো লাগতো—-






উল্টোদিক থেকে তুইও কেমন চিঠি পাওয়ার জন্য পাগলামি করতি???
নীল খাম, সাদা খাম, রঙীন খাম ওগুলোতো গল্প-সিনেমার নায়ক নায়িকাদের জন্য,
কিন্তু তোর জন্য আমার খাতার পৃষ্ঠা কেটে একটা সাদা কাগজই যথেষ্ট।।
মনে আছে তোর???
লাইব্রেরী থেকে বই নেওয়ার বাহানায় কেমন ঠিক একই সময়ে দুজনে পৌঁছোতাম!!
টেলিপ্যাথি নাকি??
তুই তো আবার ওসবে বিশ্বাসী নোস।
তবু আমার বিশ্বাসে ভর করে আমার দেওয়া ফুল, বেলপাতা মাথায় ছোঁওয়াতিস🙂🙂
পাগল ছেলে!!!!!!
সেদিন যখন মাঝরাত্তিরে টেবিল ল্যাম্পের বদলে সেলফোনের ফ্ল্যাশলাইটে…..
কতো সংশয়! কতো লজ্জা! কতো গোপনীয়তা!
কফিশপে ওয়ালেট ফাঁকা করে কোল্ড কফি, ব্ল্যাক কফি খাওয়ার অনুভূতি বারবার এনে দিয়েছিস চায়ের চুমুকে।
বোলপুরের মাটি ছুঁয়ে বিকেলের আলো-আবছা পরিবেশে ট্রেন যখন অবিরত ছুটে চলেছে তখন হাতে হাত রেখে—
     “আগে যদি জানতাম রে ভ্রমর যাইবারে ছাড়িয়া
       মাথার কেশর দুইভাগ করি……
                           ভ্রমর কইয়ো গিয়া”
প্রত্যেকটা রাস্তার মোড় খুব চেনা তাইনারে?
যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো মূহুর্ত তোর কাছে খুব দামী ছিল আমর জন্য,
আসলে আমি মানুষটা তোর কাছে দামী ছিলাম।।
    খুব অল্প সময়ের ব্যবধানে কেমন করে রাগ সামলে নিতিস আমার,
আর আমিও তেমন!!
অনেক রাগ অভিমানের পাহাড় জমিয়ে রাখতাম দিনের শেষে ঝগড়ার জন্য,
কিন্তু ওই যে তোর মাথায় নিউরোন বেশী,
তাই তুড়ি মেরে আমার সব রাগ উড়িয়ে দিতিস আদরে আদরে😀😀




আর বলতি নে পাগলি, যাদু কা ঝাপ্পি!!
ব্যাস ওইখানেই রাগের সলিল সমাধি,
ফিক করে হেসে তাপমাত্রার সমতা রক্ষা করতে ব্যস্ত থাকতাম দুজনে।।
রোম্যান্টিক মুভির হিট জুটির মতো খোলা বারান্দা হয়তো ছিলনা আমাদের হাতে হাত রেখে রাতের আকাশ অনুভবের জন্য
কিন্তু দুজনের দুটো ছোট্টো জানালা ছিল-
যেখান দিয়ে আমরা চাঁদের আলো,বিকেলের পড়ন্ত রোদ্দুরের আভা,মেঘলা আকাশ,আ্যসবেস্টসের গায়ে বৃষ্টির টুপটাপ শব্দ,সদ্যস্নাত তরুণীর মতো ভোরের মিষ্টি আবদার দেখতাম আর কত্ত অগোছালো কল্পনা করতাম।

      হয়তো জীবন দুটো হাতকে একসাথে রাখতে দিলনা,
পাশাপাশি হাঁটতে দিলনা,
স্টেরয়েড ওষুধ আর সেটজেল এর প্রভাবকে এক করে দিল,
কিন্তু দ্যাখনা, কোথাও গিয়ে এরম ভালোবাসা তৈরী করে দিল
যেখান থেকে বাইপাসের রাস্তা খোঁজা অসম্ভবের ও  অসম্ভব।।।।
এটাই তো ভালোবাসা আর এই  প্রাপ্তি ভালোবাসার টুইস্ট !
ভালোবাসা প্রকাশের দিনে সব্বাইকে সব্বাই এর তরফ থেকে অফুরান ভালোবাসা💗💗

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.