একুশে ফেব্রুয়ারি – মাতৃভাষা দিবসের বিশেষ কবিতা – Bengali Poem – Matribhasha Diwas

Bongconnection Original Published
2 Min Read



একুশে ফেব্রুয়ারি – মাতৃভাষা দিবসের বিশেষ কবিতা – Bengali Poem – Matribhasha Diwas 

একুশে ফেব্রুয়ারি - মাতৃভাষা দিবসের বিশেষ কবিতা - Bengali Poem - Matribhasha Diwas
Loading...





বাংলা আবার ভাষা নাকি,
   ইংরেজি, ফ্রেঞ্চ, জার্মান কত কিছু শেখা বাকি।
বাংলা শেখা মানেই নষ্ট কতগুলো দিন
বাংলায় কথা বলা মানে তো প্রেস্টিজে গ্যামাক্সিন ।
   বাংলা নাকি মাতৃভাষা,
তা মায়েরই তো এখন বৃদ্ধাশ্রম ভরসা।
বাংলা বাংলা করে এই আদিখ্যেতা,
বুদ্ধিজীবীদের কাছে এখন বিরাট কেতা।
   মৃতপ্রায় বাংলাকে নাকি করতে হবে জ্যান্ত,
   নিশ্চয়ই এটা বিরোধীদের চক্রান্ত।
ভাষা দিবসেই শুধু বাংলা বাংলা করে হেঁদিয়ে মরে,
আর পরের দিনই অন্য ভাষার ফুলঝুরি ঝরে।
   বাংলা যখন অপ্রিয় এতটাই,
   বর্জন করো না এর পুরোটাই।
দিনের শেষে বাড়ি ফিরে ‘মা’ বলেই বা কেন ডাকবে?
ঘুমের ঘোরে স্বপ্নগুলো বাংলাতেই বা কেন দেখবে?

এই ভাষাতেই বাঁচবে, এই ভাষাতেই ভাববে,
   সময় শেষ হলে এই ভাষাতেই মরবে,
এই ভাষাতেই রবীন্দ্র, শরৎ
   আর একেই অবহেলা করবে!
এই ভাষাতেই প্রথম প্রেম,
   এই ভাষাতেই চোখে চোখ
এই ভাষাতেই বইয়ের ভাঁজে শুকনো গোলাপ,
   এই ভাষাতেই ঈষৎ কাঁপা আদ্র ঠোঁট।
এই ভাষাতেই সাক্ষী থাকে,
কান্নাভেজা রাতের বালিশ,
এই ভাষাতেই কষ্ট ঢাকতে,
মুখের উপর রঙের পালিশ।

এই ভাষাই যদি না থাকে,
তাহলে জীবনের কি মানে,
   তাই দিতেও পারি প্রাণ আমার,
   শুধু এই ভাষার টানে।
পিছিয়ে আসব না ইঞ্চিমাত্রও,
ভয় কি আমার জীবনদানে,
   সাজানো আছে যে মঞ্চ আমার
   শত শত ভাইয়ের প্রাণে।
বাংলা ভাষার শত্রুদের জন্য
একুশে ফেব্রুয়ারী,
এক প্রকান্ড হুঁশিয়ারি।

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.