অবহেলা – অনুপ্রেরণার গল্প – Bangla Golpo – Bengali Motivational Story

Bongconnection Original Published
6 Min Read


অবহেলা - অনুপ্রেরণার গল্প -  Bangla Golpo - Bengali Motivational Story
Loading...




লাস্ট ব্রেঞ্চের ছাত্রের সাথে কেউ বন্ধুত্ব করতো না, করতো যেটা অবহেলা কিন্তু বছরশেষে এই ছেলেটা গোল্ড মেডেল নিয়ে কলেজ শেষ করে। তার এই বদলে যাওয়ার পেছনে  রয়েছে অনেকের অবহেলা আর বিশেষ কারো অনুপ্রেরণা।

ফার্স্ট বেঞ্চে বসে থাকা সব সময় ফার্স্ট হওয়া ছেলেটাকে সবাই ভালোবাসতো, তার সাথে সবাই চাইতো বন্ধুত্ব করার, সবাই ভাবতো তাকে  খুব ভালো কিন্তু সে  ও একসময়  মাতাল হয়ে বাড়ি ফেরে । তার এই মাতাল হওয়ার পিছনে ও রয়েছে বিশেষ কারো কাছ থেকে পাওয়া  অবহেলা আর প্রতারণা ।

যে ছেলেটা প্রতিটি দিন রাস্তার পাশে দাঁড়িয়ে মেয়েদের শীস দিতো বা বিরক্ত  করতো, সে ও একসময় পরিবর্তন হয়ে যায়। হয়ে পড়ে অনেক ব্যস্ত। তার এই ব্যস্ত বা ভালো হওয়ার পেছনে ও হাজার মানুষের অবহেলা বা বিশেষ কারো অনুপ্রেরণা রয়েছে।

যেই লোকটি তার প্রিয় মানুষের কাছ থেকে একটি মেসেজ পাওয়ার আশায় সারা রাত জেগে থাকতো, ভোর হয়ে সকাল হতো। সে ও একদিন পরিবর্তন হয়ে যায়।  তার এই পরিবর্তনের পেছনে ও প্রিয় মানুষ কর্তৃক হাজারো অবহেলা কাজ করতো ।

যেই ছেলেটি ভেবেছিলো কোন দিন প্রেম-ভালোবাসা করবে না। সে ও একদিন প্রেমে পড়ে যায় খুব নিরবে কোন এক মায়াবতীর। যার হাজারো কেয়ারিং, শেয়ারিং তাকে মুগ্ধ করেছিলো।


যেই ছেলে টা নিজেকে রোমিও ভাবতো,শ’খানেক মেয়ের মন নিয়ে খেলা করতো,  একসময় সে ও খুব একা হয়ে যায় ,  একাকিত্ব একটা সময় পাড় করে, তার পাশে কেউ না থাকার কারণ , হয়তো হাজারো মন ভাঙ্গা মেয়ের অভিশাপ ।

যেই ছেলেকে শুধু বেকার থাকার কারণে সুন্দরী কোন মেয়ে না ভালোবাসতো না বিয়ে করতে চাইতো , বিশ্বাস করুন সে ও একদিন বড় কোন এক  কোটিপতির রাজকণ্যাকে বিয়ে করে নিজের যোগ্যতা দিয়েই । তার এই পরিবর্তনের পেছনে ও হাজারো মানুষের অবহেলা বা বিশেষ কারো অনুপ্রেরণা রয়েছে।

যেই মানুষ টা সব সময় মাতাল হয়ে থাকতো নেশার ঘোরে, সে ও একদিন পরিবর্তন হয়ে যায়। ভাববেন তার এই পরিবর্তনের পেছনে ও  বিশেষ কারো হাত আছে।

যেই মানুষ টা একদম কথা রাখতো না , নিয়মিত মিথ্যে কথা বলতো , সে ও একসময় কারো কথা রাখতে গিয়ে  এখন অভ্যাস করে ফেলেছে।

আজ যে ছেলে-মেয়েগুলো  কিছু টাকার জন্য ভালো কোন শিক্ষকের  কাছে কোচিং নিতে পারছে না, বিশ্বাস করুন একসময় এরাই হাজারো ছাত্র,ছাত্রী দের পড়াবে, অনেক অসহায় ছাত্র,ছাত্রী দের বিনা টাকায় পড়াবে। তাদের মনে এই শক্তিটা ও কাজ করবে কারণ এক সময় নিজেরা ও অনেক অবহেলিত ছিলো।

:

আজ যে মেয়েটির বা ছেলেটির মা-বাবা চিকিৎসার অভাবে মারা যাচ্ছ, এরা ও কোন একসময় জেলা, বিভাগের বা দেশের সেরা চিকিৎসক হবে। হাজারো মানুষের চিকিৎসা করবে বিনা খরছে।

যে লোকটি সবার পোস্টে এলোপাথাড়ি মন্তব্য করতো না বুঝে, যা ইচ্ছে হয় তাই করতো। একদিন তার টাইমলাইন থেকে ও ভেসে আসে “কেউ পোস্ট অনুযায়ী মন্তব্য না করলে আনফ্রেন্ড করে দেবো ।

আসলে এরকম অনেক উদাহরণ আছে আমাদের চার পাশেই , একটু ভালো করে খেয়াল করলেই তা আমাদের নজরে আসবে । যেখানে কারো একটু ভালোবাসা, অনুপ্রেরণা পেয়ে কারো লাইফ চেঞ্জ হয়েছে আর কারো অবহেলা পেয়ে সুন্দর আর গোছানো জীবন নষ্ট হয়েছে।

জীবনটা সত্যি বড্ড অদ্ভুত , জীবনের এই রঙ্গমঞ্চে
অনেক কিছুই ঘটে যা আমরা কখনোই ভাবি না , আসলে ভাবতে পারি না । কেন বলুন তো ? আসলে জীবনটা সত্যি যে বড্ড আনপ্রেডিক্টেবল । চলমান এই জীবনে হটাৎ করে কেউ একজন চলে এসে জীবনটাকে একদম ম্যাজিকের মতো সুন্দর করে দেয় । চারপাশটা তখন বড্ড ভালো লাগে , মনে হয় সবকিছু যেন ছবির মতো গোছানো । বাঁচতে ইচ্ছে হয় । ভালোবাসতে , ভালো থাকতে ইচ্ছে হয় ।
কিন্তু হঠাৎ ভাগ্যদেবীর কোন এক অদ্ভুত পরিহাসে , শীতের দুপুরে বৃষ্টির মতো , আচমকাই সে চলে যায় । আপনি কিছু বুঝে ওঠার আগেই আপনার চারপাশের সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে পড়ে । হটাৎ পাওয়া এই শকে আপনিও তখন ভিতত্রস্ত , আলুথালিত । ঘটনার আকস্মিকতায় আপনি যখন একটু ভাবতে বসবেন দেখবেন , চারপাশের আপনার প্রিয় মানুষগুলো কেমন পাল্টে গেছে । পাল্টে গেছে তাদের আচার , ব্যাবহার ।
তখন মাঝে মাঝে মনে হবে , জীবনের সব কিছু এখানেই শেষ , এখানেই জীবনটা থমকে গেছে , দাঁড়িয়ে গেছে ।
   তবুও দিনশেষে আপনি নিজেকে চালিয়ে নেবেন , মানিয়ে নেবেন । কেন বলুন তো ???

কারণ , জীবনতো একটাই …!!,
খুব কম মানুষ আছেন যারা তাদের প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে সারা জীবন একসাথে চলতে পারে । তারা সত্যি বড্ড ভাগ্যবান বা ভাগ্যবতী হন ।

পৃথিবীতে কেউই পার্ফেক্ট নয় আবার কেউ অযোগ্য ও নয়। কোন না কোন এক স্থানে সেই সেরা। তাই  কখনো কাউকে অবহেলা ইগ্নোর করতে নেই, সে যেইরকম হোক, সময় কাকে কখন কোন অবস্থায় দাড়ঁ করিয়ে মধুর প্রতিশোধ নেবে সেটা আমরা কেউ জানিনা বা কখনো জানতেই পারবো না।

                  ……….…………………………

জীবনের কিছু না বলা কথা শুধুমাত্র আমাদের কলমে , বং কানেকশনের পাতায় । প্রতিদিন আমরা চেষ্টা করি নতুন কিছু নিয়ে আসার শুধুমাত্র আপনার জন্য ।
নিচের লাল রঙের বেল আইকনে টাচ করে সাবক্রাইব করুন আমাদের ওয়েবসাইট । আর নিয়মিত আমাদের লেখার নোটিফিকেশন পান সবার আগে ।

ভালো থাকুন , সঙ্গে থাকুন  । শেয়ার করুন প্রিয় লেখাগুলো বন্ধুদের সাথে …

ধন্যবাদ

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.