Bangla Premer Kobita-তোমায় খুব ভালোবাসি-Bengali Love poem

Bongconnection Original Published
2 Min Read



Bangla Premer Kobita-তোমায় খুব ভালোবাসি-Bengali Love poem

Bangla Premer Kobita - তোমায় খুব ভালোবাসি - Bengali Love poem
Loading...



ষাট’এ চুটিয়ে প্রেম করা যায়—
              যদি মনের বয়েস হয় বছর কুড়ি, !
তুমিতো চল্লিশে’ই  নিঃষ্প্রভ প্রাণ
                     ঠিক যেন থুড়থুড়ে এক বুড়ি !
আরে, প্রেম তো একবার করেই দেখো,
           দেখো না কি করে বয়েস যায় কমে !
লুকিয়ে আয়নায় নিজেকে দেখে নিও
         দেখবে, বছর কুড়ি হঠাৎ গেছে নেমে !
মেজাজটা বদলে গিয়ে ক্লিওপেট্রা হবে
                        মুখে রেখে মোনালিসা হাসি,
আজ একবার বলেই দাও না —
                           “তোমায় খুব ভালোবাসি l”

                               ❤️❤️

         তুমি বিহীন



উড়ুক্কু মন চাইছে এবার, একটুখানি বসতে —-
সময় হলে তোমার মতো, না হয় কাছে আসতে !
আমি যে যাই না কোথাও, থাকি তোমার কাছে কাছে
পিছন ফিরে দেখলে নাকো, তোমার কি আর সময় আছে !
কত মনের কত খবর, তোমার খবর নেইকো জানা
বুঝলে নাকো আমায় তুমি, প্রেম যে আমার ষোলোআনা l
খাঁটি প্রেমের নেইকো কদর, নকল প্রেমের দোকানদারী
বুঝতে আমি সবই পারি, তোমার সকল নজরদারি l
মুখ ফিরিয়ে দেখোনাকো, দেখো তোমার মানসচোখে
তোমার মনে কত ছবি, কত রঙে দিলাম এঁকে…. !
মান-অভিমান নিজের সাথেই, ঝগড়াঝাটি বন্ধ প্রায়
অনাদরে মুঠোফোনটা, তাতেই বা কার কি আসে যায় !
অভিমানের পর্দাগুলো দিচ্ছে ঢাকা মনটাকে —-
দূরত্বটা ঠিক দূরত্ব নয়, হাত বাড়ালেই ছুঁই তোমাকে l
সকালগুলো আগের মতোই, আবছা একটু কুয়াশা
নীল আকাশে মেঘ জমেছে, কেমন যেন ধোঁয়াশা !
তোমার মতো তুমি থাকো, মান-অভিমান নিত্যদিন
আমি আছি আমার মতোই,  যায়না থাকা তুমিবিহীন…..

                             ❤️❤️

                   

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.