বিহারের রাজনীতি যেন বলিউডের সিনেমাকেও হার মানায়। 

আজ ফের দল বদলে বিজেপি তথা এনডিএ জোটে সামিল হলেন বিহারের মুখমন্ত্রী নীতিশ কুমার। 

গত কিছুদিন থেকেই এই নিয়ে তুমুল চর্চা ছিলো রাজনৌতিক মহলে। 

২০০৫ সালে বিজেপির হাত ধরে প্রথম বার বিহারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন নীতীশ। ২০১০ সালে বিধানসভা নির্বাচনে জিতে দ্বিতীয় বার মুখ্যমন্ত্রী হন তিনি।

প্রথম বার জোট বদল ২০১৩ সালে। নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করেছিল বিজেপি। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ মানেননি। 

২০১৯ শে বিজেপির জোট ছেড়ে লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবের সঙ্গে মহাজোট বেঁধে মুখমন্ত্রী হন নীতিশ। 

২০২৪ এর লোকসভা ভোটের আগে ফের দলবদল। মহাজোটের সরকারে তিনি কাজ করতে পারছেন না, এমনটাই জানিয়েছেন। 

রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা বিহারে যাওয়ার আগেই ইন্ডিয়া জোটে বড় ধাক্কা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীতিশ কুমারকে ফের বিজেপিতে যোগ দেওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। 

রবিবার সন্ধ্যায় জেপি নাড্ডার উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়ে ফের একবার মুখমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতিশ কুমার।