শিক্ষক দিবসের শুভেচ্ছাবার্তা ও উক্তি 2024 – Happy Teachers Day Quotes, Wishes In Bengali

sudiproy877
5 Min Read

শিক্ষক দিবসের শুভেচ্ছা বার্তা

আজ শিক্ষক দিবস । প্রতিটি মানুষের জীবনেই কখনো না কখনো কোন না কোন শিক্ষক বা শিক্ষিকা ছিলেন । যাদের জন্য আপনি জ্ঞান, বুদ্ধি আর শিক্ষার সুযোগ পেয়েছেন । আজকের এই বিশেষ দিনে আপনি নিশ্চই সেই মানুষদেরকে শুভেচ্ছা জানাতে চাইছেন ? কি তাই তো ? আপনার জন্য রইলো শিক্ষক দিবসের সেরা কিছু শুভেচ্ছাবার্তা ও উক্তি যা আপনি অনায়াসেই নিজের Facebook, Whats app এ স্ট্যাটাস হিসেবে পোস্ট করতে পারেন।

Happy Teachers Day Quotes In Bengali

একজন প্রকৃত শিক্ষক যেমন কখনই জ্ঞানের দরজা বন্ধ রাখেন না, তেমনই আপনার বাড়ির
দরজাও আমার জন্য কখনও বন্ধ হয়নি। মাধ্যমিকের আগে আপনার এই সাপোর্ট না পেলে আমি
অঙ্কে গোল্লা পেতামই। স্যার, আজও মনে পরে যায় সেই দিনগুলোর কথা। ভাল থারবেন
স্যার, শরীরের খেয়াল রাখবেন। শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা


শিক্ষক নিয়ে উক্তি 2024

স্কুল শেষ হয়ে যাওয়ার এত বছর পরেও আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না।
শুধু এইটুকুই বলতে চাই যে আমার প্রয়োজনের দিনে আপনি যেমন আমার পাশে ছিলেন, তেমনই
আমিও আপনার পাশে রয়েছি। নিজেকে কখনও একা ভাববেন না। হ্যাপি টিচার্স ডে ম্যাডাম!
শিক্ষক দিবসের শুভেচ্ছাবার্তা ও উক্তি 2024 - Happy Teachers Day Quotes, Wishes In Bengali
Loading...

Teachers Day Bangla Quotes

আমার জীবনে আপনার জায়গা কেউ নিতে পারবে না স্যার! শিক্ষক দিবসের অনেক অনেক
শুভেচ্ছা।
আপনার ডেডিকেশন এবং পরিশ্রমের ফল হলাম আমি। থ্যাঙ্ক ইউ স্যার, এই ভাবে আমার পাশে
থাকার জন্য।
 
আরো পড়ুন, 
সবাই বলে, ‘নলেজ ইজ দা লাইট’। আমি বলি, আপনি হলেন আমারা ‘গাইডিং লাইট’। তাই আজকের
দিনে আপনাকে কীভাবে ভুলে যাই বলুন! হ্যাপি টিচার্স ডে!

শিক্ষক দিবস নিয়ে উক্তি ২০২৪

আপনার আদর্শেই আমি আজ প্রকৃত অর্থে মানুষ হয়ে উঠেছি। তাই অনেক অনেক ধন্যবাদ
ম্যাম!
আপনি শুধুমাত্র আমাদের শিক্ষিত করে তোলেননি, জীবন কীভাবে বাঁচতে হয়, সেই শিক্ষাও
দিয়েছিন। হ্যাপি টিচার্স ডে স্যার…
খুব কম মানুষের মধ্যেই অন্যকে বোজানোর ধৈর্য থাকে। বলতে দ্বিধা নেই, আপনি সেই
বিরল মানুষদের অন্যতম।
আপনি আমার হিরো। হ্যাপি টিচার্স ডে
ধন্যবাদ আমাকে খোলা চোখে স্বপ্ন দেখতে শেখানোর জন্য। ধন্যবাদ মানুষের মতো
মানুষ হিসেবে গড় তোলার জন্য!

Happy Teachers Day Quotes Wishes In Bengali

আপনার বেতের সেই সপাং সপাং আওয়াজটা যখনই কানে বাজে, তখনই বুঝতে পারি, সেদিন আপনি
যদি এমন কড়া হাতে আমাকে না সামালাতেন, তাহলে হয়তো জীবনটা এত সুন্দর হয়ে উঠতো
না। তাই আজকাল আপনার কথা খুব মনে পরে স্যার। ভাল থাকবেন, আনন্দে থাকবেন।
আরো পড়ুন,
ছাত্র হিসেবে আমি আপনার কাছে কত নম্বর পাবো জানা নেই, কিন্তু শিক্ষক হিসেবে আপনি
একশোয় একশো পাবেই পাবেন! শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা।
আপনার প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমের কোনও তুলনা হয় না ম্যাম। হ্য়াপি টিচার্স ডে।

বিশ্ব শিক্ষক দিবসের ছবি 2024

শিক্ষক দিবসের শুভেচ্ছাবার্তা ও উক্তি 2024 - Happy Teachers Day Quotes, Wishes In Bengali
আপনি আমার অনুপ্রেরণা। আপনি আমার অন্ধকারের আলো। শিক্ষক দিবসের অনেক অনেক
শুভেচ্ছা!

Teachers Day Bangla SMS

ক্লাস সেভেনে ফেল করার পরে সবাই যখন মুখ ফিরিয়ে নিয়েছিল। তখন আপনি ছিলেন, যিনি এই
ল্যাংড়া ঘোড়ার উপরে বাজি ধরেছিলেন। আপনার সেই ল্যাংড়া ঘোড়া আজ একের পর এক রেস
জিতছে। থ্যাঙ্ক ইউ স্যার আমার উপর বিশ্বাস রাখার জন্য।
যখনই ধাক্কা খেয়ে মুখ থুবড়ে পড়েছি, তখনই আপনাকে পাশে পেয়েছি। আপনার অপার জ্ঞান
এবং বুদ্ধি আমায় রাস্তা দেখিয়েছে। তাই আজ আপনাকে মন থেকে ধন্যবাদ জানাতে চাই।
হ্যাপি টিচার্স ডে ম্যাডাম!
শিক্ষক দিবসের শুভেচ্ছাবার্তা ও উক্তি 2024 - Happy Teachers Day Quotes, Wishes In Bengali
আজ আমি একজন সফল ব্যক্তি। মোটের উপর সবই সে কথা জানে। কিন্তু অনেকেই জানেন না যে
আপনি যদি সকাল-বিকাল আমরা পিছনে পরে থেকে মাথায় ঘাম পায়ে না ফেলতেন, তাহলে হয়তো
সে দিনের আমি, আজকের আমি হয়ে উঠতে পারতাম না। তাই আমরা সাফল্য আপনার সাফল্য।
শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছে রইলো স্যার।
জ্ঞানী লোকেরা বলেন, প্রাকৃত শিক্ষক-শিক্ষিকারা নাকি শুধু বই দেখে নয়, বরং মন
থেকে পড়ান। আমি ভাগ্যবান, তেমনই একজন টিচারের সন্ধান পয়েছি। অনেক অনেক ধন্যবাদ
স্যার আমার পাশে থাকার জন্য, আমাকে প্রতি মুহূর্তে অনুপ্রাণীত করার জন্য। হ্যাপি
টিচার্স ডে
 
আরো পড়ুন,
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.