Raksha Bandhan Wishes & SMS In Bengali 2024 (রাখি বন্ধনের শুভেচ্ছা মেসেজ)

sudiproy877
3 Min Read

Raksha Bandhan Wishes In Bengali 2024

রাখি বন্ধনের প্রথম সূত্রপাত করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) আর তারপর থেকেই সারা দেশ জুড়ে উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে এই উৎসবকে পালন করা হয় । মূলত হিন্দু- মুসলিম দুই সম্প্রদায়ের ঐক্যতার উদ্দেশ্যে এই রাখি বন্ধন উৎসব শুরু হলেও এখন ভাই- বোনের সম্পর্কে এই রাখি উৎসবে গুরুত্ব সবচেয়ে বেশি …

“..ভাইয়া মেরে রাখী কে বন্ধন ক নিভানা,
ভাইয়া মেরে ছোটি বেহেন কো না ভুলানা..”
আমার প্রিয় দাদাটাকে শুভ রাখীবন্ধনের অনেক অনেক শুভেচ্ছা..

আকাশের তারার মতন উজ্জ্বল হোক তোমার জীবন…খুশিতে ভরে থাকুক মন তোমার..
রাখীবন্ধনের পবিত্রক্ষণে ভাইয়ের তরফ থেকে তার বোনের জন্যে অনেক  অনেক  শুভেচ্ছা..

আমার এত বন্ধু থাকা সত্ত্বেও যখন আমার মন খারাপটা কেউ ভালো করতে পারে না,তখন শুধুমাত্র আমার একটা মিষ্টি বোন্ আমায় হাসিয়ে ছাড়ে…
তাই তো আমার এই বোনটাকে আমি এত ভালবাসি…
শুভ রাখীবন্ধন…

আমার বোনকে রাখীবন্ধনের পুণ্যাবসরে অনেক অনেক শুভেচ্ছা..


RAKSHA BANDHAN WISHES BENGALI 


আরতি হল,
রাখি হল,
শেষে হল মিঠাই,
এবার তো আমার উপহারটা
দাও না দাদাভাই..
শুভ রাখীবন্ধন

ইচ্ছে করছে বোনরে তোকে
সোনা বলে ডাকি,
আজকে তোর ছোট্ট হাতে
পড়ব আমি রাখি।
তোর দুষ্টু দাদা তোকে
ডাকছে কাছে আয়,
যত খুশি রাখী পরিয়ে দে
এই হাতটায়।
“-” শুভ রাখি বন্ধন “-”

Rakhi Bandhan Bangla SMS 2024

ঈশ্বরের কাছে আমি ক্রিত্গ আমাকে একটা এত যত্নবান বোন্ উপহার দেওয়ার জন্যে…
তিনি সবসময় যেন আমার বোনকে সুখী রাখেন…
শুভ রাখীবন্ধন..

এই রাখীতে চল আমরা আবার ছোট্টবেলার মতন দুষ্টু হয়ে যাই…যেমনভাবে আমরা একে অন্যকে রাগতাম,মা বাবাকে বিরক্ত করতাম,দাদু ঠাকুমার চশমা লুকিয়ে রেখে দিতাম…ফিরে যাই আমাদের সেই শৈশবে….
শুভ রাখীবন্ধন..

কাছে দুরে যেখানেই থাকো আমার এই রাখি তোমায় আমার কথা মনে করাবে..তোমায় রক্ষা করবে..তোমার সব বিপদ কাটাবে…শুভ রাখিবন্ধন

রাখি বন্ধন শুভেচ্ছা ছবি ২০২৪

ছোটবেলার বন্ধুত্ব হয়ত এখন আর আমাদের মধ্যে নেই…কিন্তু আমাদের দুজনের দুজনের প্রতি ভালবাসা আর যত্ন একইরকম আছে..
শুভ রাখীবন্ধন..
Happy Raksha Bandhan SMS Wishes For Sister

প্রতিদিন প্রচুর এমন কেস পুলিশের খাতে জমা পড়ে,
যেখানে মেয়েদের ইজ্জত-আব্রু নিয়ে খেলা করতে যায় ছেলেরা..
আশা করি এই রাখীতে ছেলে ও মেয়ের মাঝে যে অন্য সম্পর্কও সম্ভব,সেটা যেন সবার মনে পড়ে যায়…
শুভ রাখীবন্ধন…

রাখি বন্ধনের শুভেচ্ছা

ভাই বোনের যত ঝগড়া সব আজ মিটে যাক..
 ভাই এর কব্জিতে পবিত্র রাখির বন্ধন ভুলিয়ে দিক অতীতের সব মনোমালিন্য…
 শুভ রাখিবন্ধন ..

ভাইবোনের ভালবাসা হোক অক্ষয়..প্রত্যেক ভাইয়ের কব্জিতে বাঁধা তাদের বোনেদের রাখি তাদের আয়ু বাড়িয়ে তুলুক..
শুভ রাখিবন্ধন উৎসব..

Rakhi Bandhan Shubhechha

শুভ রাখিবন্ধন আমার ছোট্ট বোনকে..
ঈশ্বর যেন সর্বদা তোমার সহায় থাকেন..
সব বোনেরাই কম বেশী দাদাদের সব দুষ্টুমির সাক্ষী..সেই সমস্ত দুষ্টু দাদাদের দুষ্টু বোনেদের জানাই শুভ রাখীবন্ধন…

ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ..
ভালো থাকুন, আপনাকে রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা।…
Thank you, Visit Again…

Tags – Bangla SMS, Rakhi Bandhan

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.