Teachers Day Bengali Poem 2023 (শিক্ষক দিবসের কবিতা)

Bongconnection Original Published
3 Min Read


Teachers Day Bengali Poem 2023 (শিক্ষক দিবসের কবিতা) 

Teachers Day Bengali Poem 2023 (শিক্ষক দিবসের কবিতা)
Loading...

Teachers Day Bengali Kobita

      শিক্ষক বুঝি এমনই হয়
স্পষ্ট, সরলতার এক মূর্তিমান প্রতীক,
হাসি আর কথা যেন সপ্নে গাঁথা, বাদ দেই কোনোটা দিক।
স্বপ্ন দ্যাখে, স্বপ্ন দ্যাখায়, সামনের পথ করতেই হবে জয়।
শিক্ষক বুঝি এমনই হয়!
অচেনা শহরেব ন্ধুর পথ, কে’বা শুনেছে কেমনে কাটছে দিন,
যে রাখে খোঁজ পরম আদরে, বলো কি করে শোধ হয় এ ঋণ?
শত নবীনের স্বপ্ন জাগিয়ে, হাতে হাতে যে অগ্রময়।
শিক্ষক বুঝি এমনই হয়!

মনে আছে জোর, নাবিক আছে, এই শহরে আমি নয়তো একা
আমার চলার আঁধার পথে, সর্বদা দেখি এক আলোর রেখা,
শাসনে আদরে আলোকিত যেজন, তারে সম হতে প্রার্থনা ঐ বিধাতায়
শিক্ষক বুঝি এমনই হয়!
প্রার্থনা আমি যেন সরলে চলি, শ্রদ্ধায় সদা মনে শ্রদ্ধাঞ্জলী।
সদা শুভকামনা, জীবন যেন হয় মঙ্গলময়
শিক্ষক বুঝি এমনই হয়…
আরো পড়ুন, Teachers Day Bengali Poem

Teachers Day Special Bengali Kobita

Loading...

   আঁধারে আলোর রেখা


আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন
আজি গাহিব কিসের গান-
আজি করিব কিসের দান,
আমার যত প্রতিভা আছে
সেতো তোমারই স্ম্মান।
আজি বাজাবো কিসের বীণ-
আজি শুধবো কিসের ঋণ,
আমার যত গর্ব আছে
সেতো তোমার পদেই বিলীন।


আজি মুগ্ধ কিসে প্রান-
আজি করবো কি অভিমান,
আমার যত সার্থকতা আছে
সে তো তোমারই অবদান।
আজি মোর কিসের শুরু-
কিসে আমি হয়েছি পুরু,
পিতা লালিলো মানুষ রুপে
মনুষ্যত্ব গড়িলো শিক্ষা গুরু।

শিক্ষক দিবসের ছোটদের কবিতা

       প্রিয় শিক্ষক


আমি ছাত্র হতে চাই শিক্ষার খ্যাত,
মনে প্রাণে গুরুজনে কথা মানি
গুরুজনের আদেশ মেনে কথা শুনি ।
আমি প্রতিদিন আমার পাঠশালায় গিয়া
আমার মা-বাবার দোয়া আশির্বাদ নিয়া,
আমার প্রিয় পাঠশালায় গিয়া জানায়!
আমার প্রিয় শিক্ষককে সালাম কুর্নিশ,
সহপাঠিদের সাথে হয়েছি আজ মিশ ।।
ছাত্র আমি যে হইতে চাই ভালো
হৃদে ফুটাইতে চাই শিক্ষার আলো,
বিদ্যায় মন প্রাণ জ্ঞান দিয়ে কাছে
সৌজন্য আমার প্রিয় শিক্ষক শিখিয়াছে ।।
যায় যাবে আমার প্রাণ
ভুলেও শিক্ষককে করবনা কখনো অসম্মান,
পড়ায় শত কষ্ট নিরবে জলে প্রক্ষালণ-
কুর্নিশ আমার শিক্ষককে করি হস্ত চরণ।
এভাবে চলিয়া গেল শিক্ষায় ষষ্ঠদশ বৎসর
এখনো মন পরে প্রিয় শিক্ষকের
ধরি কর, খুঁজতে খুঁজতে
চলিয়া যায় শিক্ষকের সামনে
শিক্ষকের পায়ে নিজ হাতখানি বুলাইয়া সযতনে ।
শিক্ষককে জড়িয়া ধরিয়া বলি উচ্চরবে-
আপনার ছাত্র নিয়া আসিছে শিক্ষার আলো,
ছাত্র আমি হইয়াছি আজি মহান ভালো,
কুর্নিশ করি শিক্ষককে আমি সগৌরবে ।।
আরো পড়ুন, শারদীয়ার কবিতা


কবিতাগুলো ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ।
ভালো থাকুন, কবিতায় থাকুন….
Thank You, Visit Again…


Share This Article