জন্মাষ্টমী 2023 সময়সূচি (তারিখ, ব্রত পালনের নিয়ম) Krishna Janmashtami
জন্মাষ্টমী 2023 সময়সূচি
🙏জয় শ্রীকৃষ্ণ🙏
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর উপবাস
———————————————————–
বন্ধুদের জানাই অগ্রিম দণ্ডবৎ প্রণাম, এবং প্রাণঢালা অভিনন্দন।
জন্মাষ্টমী 2023 বাংলা তারিখ
কোনদিন পালন করবো?
আরো পড়ুন, শুভ জন্মাষ্টমীর মেসেজ
জন্মাষ্টমী ব্রত পালনের নিয়ম
আপনারা নিশ্চই জানেন যে, বৈদিক শাস্ত্রে সনাতন ধর্মের আচার অনুষ্ঠান পালন করার
নির্দেশনা পাওয়া যায় চন্দ্র ও নক্ষত্রের মিলিত হিসাব অনুসারে। তাই জম্মাষ্টমী
ব্রত করতে হলে অষ্টমীর সাথে রোহিণী নক্ষত্র যুক্ত আছে কিনা তা দেখতে হবে। তাই
কৃষ্ণ জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে ৬ সেপ্টেম্বর (6 September 2023 ) বিকাল ৩টে ৩৭ মিনিটে। অষ্টমী তিথি শেষ হবে ৭ সেপ্টেম্বর ( 7 September 2023 ) বিকেল ৪.১৪য়। ।
যাবে।
শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী নির্ণয় করতে গিয়ে শাস্ত্রে বলা হয়েছে-
“কৃষ্ণোপাস্যাষ্টমী ভাদ্রে রোহিণ্যাঢ্যা মহাফলা।
ফলপ্রদা। আর নবমী তিথি সংযুক্তা হলে আরও অধিক ফলপ্রদা হয়। অর্থাৎ নবমী তিথি যুক্ত
জন্মাষ্টমী অধিক শ্রেষ্ঠ। অন্যদিকে পূর্বতিথি সপ্তমী যা বিদ্ধা জন্মাষ্টমী সর্বদা
ত্যজ্য।
অনেকেই বলাবলি করছেন
বুধবারতো অষ্টমী ছেড়ে দেয়। ছেড়ে দিলে কি হয়েছে, শাস্ত্রে আছে নবমী তিথি সংযুক্তা
হলে আরো অধিক ফলপ্রদ। অন্যদিকে অষ্টমীর সঙ্গে সপ্তমী যুক্ত থাকলে অর্থাৎ সপ্তমী
বিদ্ধা জন্মাষ্টমী করা যাবেনা।
★পদ্মপুরাণে বলা হয়েছে,
“পঞ্চগব্যং যথা শুদ্ধং ন গ্রাহ্যং মদ্যসঙযুক্তম্।
রবিবিদ্ধা তথা ত্যজ্যা রোহিণী সহিতা যদি”॥
তেমনিভাবে রোহিণী নক্ষত্র সংযুক্তা হলেও সপ্তমীবিদ্ধা অষ্টমী গ্রহণযোগ্য
নয়।
৬ ই সেপ্টেম্বর বুধবার পালন করা।
শাস্ত্র বিচারে কোন ক্রমেই মঙ্গলবার করা যাবেনা!
স্বয়ং বিচার করে সিদ্ধান্ত গ্রহণ করুন!
Tags – জন্মাষ্টমী,
Janmashtami