কোরবানি ঈদের কবিতা ২০২৩ – কোরবানি ঈদ নিয়ে কবিতা – Eid Ul Adha Kobita Bangla

Bongconnection Original Published
6 Min Read

কোরবানি ঈদের কবিতা ২০২৩ – কোরবানি ঈদ নিয়ে কবিতা – Eid Ul Adha Kobita
Bangla 

কোরবানি ঈদের কবিতা ২০২৩ - কোরবানি ঈদ নিয়ে কবিতা - Eid Ul Adha Kobita Bangla
Loading...

কোরবানি ঈদের কবিতা

ঈদের এই বিশেষ আনন্দঘন মুহূর্তে আপনার ও আপনার পরিবারের জন্য রইলো আমাদের বিশেষ
কিছু কবিতা । এই ঈদ উল আজহা আপনার জীবনে নিয়ে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি ।


কোরবানি ঈদ নিয়ে কবিতা

Loading...
ঈদ মুবারক 
ঈদ মানে হাসি খুশি, ঈদ মানে আনন্দ,
ঈদ মানে ভুলিয়ে দিতে সকল দ্বিধা-দ্বন্দ।
ঈদ মানে ভুলে যাওয়া যতো দুঃখ-ভয়,
ঈদের মতো সবার জীবন হোক দীপ্তময়।
ঈদ মানে ত্যাগের মানস, ঈদ মানে সম্প্রীতি
ঈদ মানে ভাতৃত্ববোধ, মিলে থাকার সংস্কৃতি। 
ঈদ মানে সুজন-কুজন সবাইকে ভালোবাসা
ঈদের মতোই সারা বছর এক হয়ে সবে থাকা। 
হালাল টাকায় পশু জবাই, যা ত্যাগের মহিমা 
হালাল রুজি বিলিয়ে দিয়ে ভাতৃত্ববোধ কেনা।
বাদ যাবে না প্রতিবেশী, হক আছেতো তাঁদের 
নিজ থেকে খোঁজ নাও, আহবান এই ঈদের। 
মানুষ এখন বিত্তে বাড়ে, চিত্তে বাড়ে না
সৎ পথ অতি কষ্টের, যা সবার সয় না।
লোক দেখানো ধর্ম-কর্ম বাড়ছে দিনে দিনে 
বক ধার্মিকতা রন্ধ্রে রন্ধ্রে, ঢুকে গেছে মনে। 
পশুর মাংসে, ত্যাগের রক্তে না হয় অনাচার 
তাকিয়ে আছে মহান স্রষ্টা, বান্দা অনাহার। 
হাত ধরো তাই বন্ধু সবাই, এবার প্রাণ খুলে 
কোরবানিটা ত্যাগের রীতি,যেনো না যাই ভুলে।

Eid Ul Adha Poem In Bengali

কোরবানি ঈদের কবিতা ২০২৩ - কোরবানি ঈদ নিয়ে কবিতা - Eid Ul Adha Kobita Bangla



 এল আত্মত্যাগের ঈদ 
বছর ঘুরে ফিরে এলো 
       পূর্ণরূপে আত্মত্যাগের ঈদ,
নতুন রূপে সাজবো মোরা
       দূর করে মনো হিংসা বিদ্বেষ l
সাধ্যমত করব মুরা সবাই
       মিলে মিশে ঈদের কুরবানী,
আল্লাহর বিধান করবো পালন
      মন প্রাণ দিয়া উজার করি l
পিতা মাথা নাই যে আমার
        মনে বড়ই কষ্ট আমি পাই,
পরিপূর্ণ ঈদ আনন্দ বুঝি
        আমার মনের মাঝে নাই l
ছোট বড় একই সাথেল      
       ঈদ গাড়িতে যাব সবাই ভাই,
নিলা মেশা করবো সবাই
      বুকে বুক মিলাব আমরা সবাই l
মাতা পিতার আত্মীয়-স্বজনের
     খবর জিয়ারতে করবোনা ভুল,
মাগফেরাত কামনা করব ঐদিন
     ঐদিন আল্লাহ করিবেন কবুল l
সাধ্যমত দেবো কোরবানি
        রাখবো না মনে কোন অহংকার,
গরিব দুঃখীর হংস দায়িত্ব
        করবো না কোনরূপ অবিচার l
সঠিক বন্টল করবো মোরা
      কোরবানির দেওয়া যত মাংস,
আত্মীয়স্বজনের অংশ দেব
     মনে আনবো না কোন বিরক্ততা l

Qurbani Eid Kobita

ঈদের আবেদন

 ঈদ আসছে ঈদ
পুনরুজ্জীবিত হোক তওহীদ 
ঈদ মোবারক ঈদ মোবারক 
মানুষ মনুষ্যত্ব মানবতার জন্য 
কিয়ামত তক।
ঈদ আসছে ঈদ
বিজয়ের হাসি হাসছে চাঁদ
আকাশ উদার হৃদয় হোক মানুষের 
ধন্য হোক মানবতাবাদ।
পশুত্বের পরাজয় 
প্রতিষ্ঠিত হোক ঈদুল আযহায়
বিকশিত হোক মনুষত্ববোধ
আল্লাহ পাকের রাজত্বটায়।
ঈদ মোবারক ঈদ মোবারক   
মানুষের জন্য হোক চিরন্তন  
মানুষের জন্য ঈদ শুভ হোক
আসন্ন ঈদের  মহান আবেদন।

আরো পড়ুন,


     
  কুরবানির ঈদ 
বছর ঘুরে আসিলো ফিরে কুরবানি
মুমিন মুসলমানের তরে”
কুরবানির পশু করিবো জবেহ
তাকওয়া নিয়ে অন্তরে ! 
হালাল টাকায় পশু ক্রয়ে 
করিবোনা ছলচাতুরী “
কাল হাশরে বিচার দিনে মোর
ফাঁস হবে সকল কার্গুজারি! 
করিবনা মোরা লৌকিকতা
নিয়্যাতে হয় যদি গড়মিল”
সবই আমার বৃথা যাবে 
কুরবানির-ই দিন ! 
ছাগল ভেড়া দুম্বা মহিষ 
গরু দিয়ো কুরবানি ” 
ওয়াজিব হইলে পালন করিও 
আল্লাহ করিবেন সম্মানী ! 
রাখিও খোঁজ গরীব দু:খীর 
প্রতিবেশীদের তরে “
ঈদের খুশি ছড়িয়ে পড়ুক 
 প্রতিটি ঘরে ঘরে৷ 
বছরে দুই খুঁশির দিন আসে 
ঈঁদুল ফিঁতর ও আযহা”
মুসলিম উম্মাহ খুশিতে ভাসে
করে কতো সাজ সজ্জা! 
খোদার পেয়ারা বান্দা হওয়ার 
চেষ্টা সর্বদা করো “
আল্লাহর হুকুম নবীর সুন্নাতে
জীবন আঁকড়ে ধরো ! 
ইসলাম হলো শান্তির ধর্ম 
মুক্তির দিশারি আলো
সরল সঠিক পথে জীবন চালাও
পরকাল কাটবে ভালো! 

Bakra Eid Kobita Bangla 2023

        কোরবানির ঈদ
বছর ঘুরে এলো কোরবানির ঈদ
ত্যাগ তিতিক্ষা হোক রবের জন্য।
কোরবানি দেওয়া আল্লাহর বড় ইবাদত
কোরবানি শিখিয়ে দেয় হতে মহৎ।
কোরবানির ঈদ মানে গরীব দুঃখীর খুশী,
তাঁরা গরু, খাসির মাংস পারে না কিনে খেতে।
কোরবানির মাংসর জন্য অপেক্ষা করে
কোরবানির মাংস খাবে পরান ভরে।
কোরবানির করবো আল্লাহর সন্তুষ্টির জন্য
খাস দিলে কোরবানি  করতে হবে।
অন্তরে কোন খারাপ উদ্দেশ্য রাখা যাবে না
তাহলেই কোরবানি কবুল হবে আল্লাহর দরবারে।
সামর্থ্য থাকলে কোরবানি দাও খাঁটি ইমানদার,
গরীব দুঃখীর মাঝে সঠিক ভাবে মাংস বিলাবে।
উদ্দেশ্যে হয় যদি একাই মাংস খাওয়ার !
তাহলে দিওনা কোরবানি, মাংস খাও ক্রয় করে।
হালাল উপার্জন দিয়ে কোরবানি করো,
অসৎ রোজগারে করো না কোরবানি।
এত আশার কোরবানি করবে না কবুল খোদা!
জেনে শুনে করো না আল্লাহর সাথে বেঈমানি।
চলুন সবাই ত্যাগের মাধ্যমে রবকে করি খুশি,
যেমনটি করেছিলেন ইব্রাহিম নবী।
নিজ হাতে পুত্রের গলায় চালিয়ে ছিল ছুরি,
আসুন গরীব, দুঃখীদের মাংস দেই মুঠি মুঠি।

কুরবানি ঈদের কবিতা 

     কোরবানির ঈদ 
বছর ঘুরে কোরবানির ঈদ 
আবার এলো ফিরে, 
দিকে দিকে খুশির জোয়ার 
প্রফুল্ল মন ঘিরে। 
কোরবানিতে মনের কালি 
দেবো এবার বলি, 
তার-ই তরে হালাল টাকায় 
পশু কিনতে চলি। 
ঈদের নামাজ পড়ে মনের
ময়লা দূরে রাখি, 
মনটা শুদ্ধ করতে আল্লাহর 
কাছে হয় না ফাঁকি। 
ত্যাগ মহিমায় স্বার্থ ছেড়ে 
অর্থ খুঁজে যাবো,
পরিশুদ্ধ মনটি নিয়ে 
আল্লাহর রহম পাবো। 
ধনী গরিব মিলবো সবে
একই ছাদের তলে, 
বুক মিলাবো সবার সনে 
অহংকার যাক জলে।

যদি তাদের মুখের হাসি না দেখি!
তাহলে লাভ কি কোরবানি দিয়ে!
লাভ কি বলো লোক দেখিয়ে!
মিথ্যে স‌ওয়াব পাওয়ার আসে ।

আরো পড়ুন,

Share This Article