বৃষ্টি তোমার অপেক্ষায় – Bristy Tomar Opekkhay – Bongconnection Special True Story

Bongconnection Original Published
5 Min Read

 বৃষ্টি তোমার অপেক্ষায় – Bristy Tomar Opekkhay – Bongconnection Special True Story

বৃষ্টি তোমার অপেক্ষায় - Bristy Tomar Opekkhay - Bongconnection Special True Story
Loading...

বৃষ্টি তোমার অপেক্ষায়

এডিটর স্পেশাল,
               – সুদীপ 
আজ অনেকদিন বাদে লিখতে বসেছি, বড্ড বিষন্ন মন নিয়ে। গত কয়েকদিনের ঝড় আমার ভেতরের সমস্ত পাঁজর ভেঙে দিয়েছে । ভেঙে দিয়েছে আমার সমস্ত শক্তি । চুরমার করে দিয়েছে হৃদয়ের প্রতিটা ধ্বনি।  হ্যাঁ, আজ আমি ভেঙেচুরে একসা হয়ে গেছি । জানিনা এই ভাঙাচোরা মানুষটার লেখা আমার পাঠকদের ভালো লাগবে না কিনা ! তবে দীর্ঘদিন বাদে নিজের জন্য কিছু লিখছি । হয়তো ভালো লাগবে, আবার নাও লাগতে পারে । সে বিষয় নিয়ে আমি চিন্তিত নই । ভাবনা নেই কত Revenue আসবে বা কতগুলো Adsense এর এড বসবে । 
জীবনের 30 – 32 টি বসন্ত পার করার পর, আজ বড্ড একলা লাগছে । যে মানুষটির সঙ্গে কথা না বলে দিনের শুরুটা হতো না, যার গলার আওয়াজে আমার প্রতিদিনের নিদ্রাযাপন হতো, যার আদুরে গলার ডাকে অবুঝ মন ও তীব্র শীতের রাতের কুয়াশার মতো শান্ত হতো, তার সাথে আজ বিচ্ছিন্ন আমি । 
শত বিরহ বিচ্ছেদের পরও নাকি মানুষ বেঁচে থাকে । কিন্তু বাস্তবে আমরা শুধু মাংসপিন্ড নিয়ে ঘুরে বেড়াই । তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে অপেক্ষা করি । 
ভালোবাসি এই কথাটি বললে ব্যাপারটা জাস্টিফাই করা যাবেনা । প্রতিদিনের, প্রতিমুহূর্তের, ভালো থাকা কিংবা খারাপ থাকার সঙ্গীকে শুধু ভালোবাসি এটা বললে বড্ড ক্লিসে হয়ে যাবে । আমার প্রতিদিনের রুটিনে একটা নতুন বিষয় যুক্ত হয়েছে । ভাবছেন সেটা আবার কি ?  তার কল লিস্টে যদিও আমি ব্লক নাম্বার, তবুও যতক্ষণ ঐ কলারটিউন টা কানে ভেসে আসে, মনে হয় এই বুঝি রিসিভ করে বলবে ‘কিগো খেয়েছো তো?’ 
ভুলবোঝাবুঝি খুব ছোট একটা শব্দ । কিন্তু তার গভীরতা এতটা তীব্র এতদিন বুঝতে পারেনি । যে গভীরতা আমাদের এতদিনের সম্পর্ক, ভালোবাসাকে ভেঙে দিয়েছে ।
ভেঙে দিয়েছে আমাদের হাজারো স্বপ্নের বুনিয়াদকে । অনেক স্বপ্ন নিয়ে তাকে কাছে টেনেছিলাম সংসার গড়বো বলে । সব সংসার যে বৈবাহিক নিয়ম কানুন মানে না, সেটা অনুভব করছিলাম তার সংস্পর্শে এসে । বড্ড রাগ, জেদ, অভিমান তার । ভেবেছিলাম বহুবছর পর তাকে নিজের লেখা, নিজেদের গল্প শোনাবো, নাম দেব তার – ‘পাগলা পাগলির সংসার’। 

ঘুমের মধ্যে আজও দেখা হয় আমাদের। তুমি আসো, পাশে বসো, আমার চুল ঘেঁটে দাও, কাঁধে মাথা রেখে চুপ করে বসে থাকো। ঘুমের মধ্যে ভুলে যাই যে আমাদের আর যোগাযোগ নেই। খোলা চোখের দুনিয়ায় সব কিছু কত শক্ত, তাই না? কাল অবধি যাকে ছাড়া একটা দিন কাটতো না; হঠাৎ পরিস্থিতি জানায় যে এবার সময় হয়েছে তার সাথে বিচ্ছেদের। আর কোনওদিন দেখা হবে না, কথা হবে না, ছোঁয়া হবে না। আমরা ভেঙে চুরমার হয়ে যাই তবু আর দেখা হয় না, কথা হয় না, ছোঁয়া হয় না। খোলা চোখের পৃথিবীতে মেনে নিতে হয়। নিতেই হয়। উপায় থাকে না। কিন্তু বন্ধ চোখের পৃথিবী বিচ্ছেদ মানে না জানো! সে স্বপ্ন দেখায়। যে স্বপ্নে রাধা মথুরার পথে পথে হেঁটে বেড়ায় কৃষ্ণের সাথে। আজন্মকাল…


আজ বড্ড এলোমেলো লিখে ফেললাম । পড়তে পড়তে আপনি ভাবছেন এ আবার কোন পাগলের আবোল তাবোল
প্রেম কাহিনী । না, আসলে এটা কোন কাহিনী নয়, ভালোবাসার গল্প, বিচ্ছেদের গল্প তো অনেক পড়েছেন । এ আসলে আমার হৃদয় নিংড়ানো অনুভূতির কিছু বাস্তব চিত্র ।
আমি ভালো নেই, মন ও ভালো নেই তাই হয়তো আজকের লেখাতে আপনি, আপনারা আগের সেই রস খুঁজে পেলেন না তার জন্য দুঃখিত । 
নতুন বছরের শুভকামনা রইলো সকলের প্রতি । আর হ্যাঁ জীবনের পথে চলতে চলতে যদি আমার ওর সঙ্গে দেখা হয়, তাকে জানাবেন…..বড্ড ভালোবাসি তাকে । এই পৃথিবীর সমস্ত চাকচিক্য, সন্মান, খ্যাতি, আলোড়ন, দৌলত সবকিছুর চেয়ে বেশি ।
ভাবছেন কার কথা বলছি, বৈশাখের তপ্ত গরমে সে আমার এক পশলা বৃষ্টি । 




প্রিয়, ১৯৫ মিলিয়ন পাঠকের বংকানেকশন ফ্যামিলি। প্রার্থনা, দোয়া, আশীর্বাদ করবেন যাতে আমার ‘পাগলা পাগলির সংসার’ আমার ওকে শোনাতে পারি পড়ন্ত কোন বিকেলে ওর চুলে বিলি কাটতে কাটতে। আপনাদের জন্য অনেক গল্প, মন খারাপের, মন ভালো ভালো করার কবিতা লিখেছি । এবারে এই মানুষটার জন্য একটু প্রার্থনা করুন, শুনেছি প্রার্থনার অনেক শক্তি।  ধন্যবাদ। 
নিচে কমেন্টে সেকশন খোলা রইলো। …..

Share This Article