Dugga Elo Lyrics by Monali Thakur
Dugga Elo is a popular Bengali song by Monali Thakur. Music composed by Guddu. The song Bolo Bolo Dugga Elo became popular in every part of Bengal during Durga Puja.
Durga Puja মানেই বাঙালির কাছে এক এলাহী ব্যাপার । খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, প্যান্ডেল হপিং সব মিলিয়ে এক জমজমাট ব্যাপার । আর সাথে অবশ্যই দুর্গা পূজার গান …
Song Credits –
Song – Dugga Elo
Composer – Guddu
Singer – Monali Thakur
Music Production – Shubhadeep Mitra
Acoustic and Electric Guitar – Aditya Shankar
Dotara and Charangoo – Tapas Roy
Dhak – Prafulla Das
Mixing and Mastering – Zafar Iqubal Ans
Dugga Elo Song Lyrics
দেখ মন, কাশ বন দুলছে যে সারি,
কবে ঢাক, দেবে ডাক দিন গুনছে যে তারই।
শিউলি মাখা গল্প আগমনীর সুর
কুমারটুলির গন্ধ ছড়ালো,
বলো বলো দুগ্গা এলো,
বলো বলো দুগ্গা এলো..
রাতভোর তোড়জোড় কত উৎসবে মাখা
টই-টই হৈ-চৈ সব ঠিক করে রাখা,
করে বিষাদে আড়ি মেতে আড্ডায় ভরপুর
বোধনের রং প্রাণে ছড়ালো
বলো বলো দুগ্গা এলো,
বলো বলো দুগ্গা এলো..
চারদিন প্ল্যানিং আজ ফুর্তিতে ঠাসা
বৈঠক থেকে রাগ সব হুল্লোড়ে ভাসা।
ধুনুচির ছন্দে সে জে হৃদয়ের তাল
হবে ষষ্ঠীতেই শুরু চলো…
বলো বলো দুগ্গা এলো,
বলো বলো দুগ্গা এলো..
কবে ঢাক, দেবে ডাক দিন গুনছে যে তারই।
শিউলি মাখা গল্প আগমনীর সুর
কুমারটুলির গন্ধ ছড়ালো,
বলো বলো দুগ্গা এলো,
বলো বলো দুগ্গা এলো..
রাতভোর তোড়জোড় কত উৎসবে মাখা
টই-টই হৈ-চৈ সব ঠিক করে রাখা,
করে বিষাদে আড়ি মেতে আড্ডায় ভরপুর
বোধনের রং প্রাণে ছড়ালো
বলো বলো দুগ্গা এলো,
বলো বলো দুগ্গা এলো..
চারদিন প্ল্যানিং আজ ফুর্তিতে ঠাসা
বৈঠক থেকে রাগ সব হুল্লোড়ে ভাসা।
ধুনুচির ছন্দে সে জে হৃদয়ের তাল
হবে ষষ্ঠীতেই শুরু চলো…
বলো বলো দুগ্গা এলো,
বলো বলো দুগ্গা এলো..
Loading...
Dugga Elo Lyrics In Bengali
Dekh mon, kash bon,
Dulchhe je sari.
Kobe dhak, debe daak,
Din gunchhi je tari.
Shiuli makha golpo,
Agomonir sur-
Kumortulir gondho chhoralo.
Bolo bolo dugga elo
Bolo bolo dugga elo
Bolo bolo dugga elo, dugga elo, dugga elo
Bolo bolo dugga elo, dugga elo, dugga elo
Raat bhor torjor,
Koto utsobe makha.
Toi toi, hoi choi,
Sob thik kore rakha.
Kore bishade anri,
Metey adday bhorpur.
Bodhoner rong prane chhoralo.
দুগ্গা এলো লিরিক্স
আরো পড়ুন, Mago Tumi sarbojanin Lyrics
এর এই গানটির লিরিক্স ভালো লাগলে, শেয়ার করতে ভুলবেন না ।
ভালো থাকুন, গানে গানে থাকুন ….
Thank you, Visit Again….