Independence Day Poem In Bengali (স্বাধীনতা দিবস নিয়ে কবিতা) 2022

Bongconnection Original Published
4 Min Read

 Independence Day Poem In Bengali (স্বাধীনতা দিবস নিয়ে কবিতা) 2022

Independence Day Poem In Bengali (স্বাধীনতা দিবস নিয়ে কবিতা) 2022
Loading...


Independence Day Poem In Bengali

স্বাধীনতার সেরা কবিতা
স্বাধীনতা তুমি কোথায়?
       – সুব্রত দত্ত
        ::::::::::::::
স্বাধীনতা তুমি কোথায়?
ঐযে হিন্দু মেয়েকে ভালোবাসার দায়ে
পুড়িয়ে মারা হলো যে মুসলিম ছেলেটিকে, 
সে খুঁজছিল তোমায়।
বাঁচার জন্য ছটফট করছিলো, শেষে
তোমাকে না পেয়ে দগ্ধ পিণ্ডে পরিণত হলো।
তুমি কোথায় ছিলে? 
আর সেই ফুটফুটে মেয়েটি? 
সেও চিৎকার করে তোমায় খুঁজছিলো,
যখন চারটি নরপশু ঝাঁপিয়ে পড়েছিলো
তার ওপর, নেকড়ে যেমন মৃগশিশুকে 
ছিঁড়ে খায়। তুমি তখন কোথায় ছিলে?
মনে আছে সেই ছেলেটিকে?
যে মিছিলের সামনে মেরুদণ্ড সোজা রেখে 
দৃপ্তকন্ঠে চাকরির দাবি জানিয়েছিলো!
স্বাধীনদেশের পুলিশের লাঠির আঘাতে সে
লুটিয়ে পড়ে মাটিতে। কোথায় ছিলে সেদিন?
এমন করেই যুবক যুবতীরা অন্ধকারে তলিয়ে যাচ্ছে আর অত্যাচারী পুরস্কৃত হচ্ছে ।
যারা ধুঁকতে ধুঁকতে বেঁচে আছে, তাদের হাতে ভিক্ষের ঝুলি ধরিয়ে দেওয়া
হচ্ছে। 
স্বাধীনতা, বলো, উত্তর দাও!
 তুমি কি দেখতে পাচ্ছো?
ন্যায্য দাবিতে গর্জে ওঠা কৃষকের ওপর 
নির্বিচারে নির্যাতন হয়ে চলেছে, 
প্রতিবাদীর কন্ঠরোধ করা হচ্ছে,
কন্যাভ্রূণ হত্যা যেন বৈধতা পেয়েছে,
আর জাতি-ধর্ম-বর্ণ বিদ্বেষে জর্জরিত
দেশের নিপীড়িত মানুষ আজ দিশেহারা! 
স্বাধীনতা, তুমি কোথায়?
তুমি কি মুষ্টিমেয় বিত্তশালীদের জন্য?
ভগত সিং, ক্ষুদিরাম,নেতাজির আত্মবলিদান
তাহলে কাদের জন্য? উত্তর দাও।
স্বাধীনতা, দেশের মানুষ উত্তর চায়!
                 তুমি কোথায়?
জানি, তোমার দেখা পাবো না, কারণ
তুমিও তো কিছু মানুষের কারাগারে বন্দি!
নতুন এক সূর্যের ভোরে সময়ের তাগিদে
সব নিপীড়িত মানুষ তোমাকে মুক্ত করবে,
হ্যাঁ স্বাধীনতা, সেই দিন তুমি স্বাধীন হবে।
আকাশ বাতাস মুখরিত হবে তোমার সঙ্গীতে,
পাখির কলরব, চাষীর কন্ঠে নবান্নের গান, 
মাঝি গাইবে ভাটিয়ালি মনের আনন্দে।
মন্দির, মসজিদ, গির্জায় চলবে প্রার্থনা।
সকল হাতে কাজ আর সকল পেটে ভাত,
মোটা কাপড় আর একটা করে বাসস্থান।
স্বাধীনতা, শুনছো? মানুষ এই টুকুই চায়।
নিঃস্ব মানুষকে দস্যুদের দেয়া ভিক্ষে নয়।

স্বাধীনতার মানে কবিতা

Loading...
স্বাধীনতা VS পরাধীনতা সমাচার
——————-
যে ছেলেটা বস্তা নিয়ে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়,
যে ছেলেটা রোজ বাজারে মুরগী কাটে,  পালক ছাড়ায়,
যে ছেলেটা রেসকোরাতে  ধুচ্ছে থালা, গ্লাস, বাটি, 
যে ছেলেরা সারাজীবন খায় লাথি, কিল, চড়, চাটি..
ওদের কাছে প্রশ্ন করবো
ওরা কি কেউ সত্যিই জানে স্বাধীনতা কাকে বলে??
 স্বাধীনতার সঠিক মানে??
যে মেয়েটা ভোর না হতেই  মায়ের সাথে যাচ্ছে কাজে, 
যে মেয়েটা পরের বাড়ী কাপড় কাচে, বাসন মাজে, 
যে মেয়েটা গোবর কুড়োয় , গুটো দেয়  কয়লা বাচে,
যে মেয়েরা সারাজীবন পায়না আদর কারোই কাছে,
ওদের কাছে প্রশ্ন করবো 
ওরা কি কেউ সত্যিই জানে স্বাধীনতা দেখতে কেমন??
স্বাধীনতার সঠিক মানে?? 
যে ছেলেরা রাস্তাহাটে করছে পালিশ পরের জুতো,
যে ছেলেরা ট্রেনের হকার খাচ্ছে রোজ লোকের গুঁতো, 
লজেন্স খাওয়ার বয়স তাদের, করছে তারাই লজেন্সফেরি,
যাদের বুকে সূর্য ওঠার,গোলাপ ফুটার অনেক দেরি 
ওদের কাছে প্রশ্ন করবো 
ওরা কি কেউ সত্যিই জানে? 
স্বাধীনতা জিনিসটা কী??
স্বাধীনতার সঠিক মানে?? 
স্বাধীনতার মানে বুঝে নীল আকাশের বন্ধু পাখি, 
স্বাধীনতার মানে বুঝেই চাঁদ তাঁরাদের পড়ায় রাখি,
সৃাধীনতার মানে বুঝে পাহাড়, সাগর,ঝর্ণা, নদী,
স্বাধীনতার মানে বুঝেই বইছে বাতাস নিরবধি, 
স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন  সত্যি জানি?? 
স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শেকল ছেড়া পাখির গানে

Share This Article