জন্মষ্টমী কবে ?
অষ্টমী তিথি শুরু ২৬ অগস্ট ২০২৪, ভোর ৩টে ৪০ মিনিটে
অষ্টমী তিথি সমাপ্ত ২৭ অগস্ট ২০২৪, সকাল ২টো ২০ মিনিটে
***কিভাবে জন্মষ্টমি পালন করবেন???
জন্মাষ্টমী ব্রত পালনের নিয়ম
শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন???
পাবেন।ঘুমানোর আগে ব্রাশ করে ঘুমাতে হবে।
থেকে হরিনাম জপ, কৃষ্ণ লীলা শ্রবন, ভগবানকে দর্শন,
ভক্ত সঙ্গে হরিনাম কৃর্তন, অভিষেক দর্শন করতে
হবে)রাত ১১.৩০ মিনিটে ভগবানকে অভিষেক করে,
অনুকল্প প্রসাদ যেমন, সবজি (আলু,পেপে, কুমড়া,তেল
ব্যবহার করা যাবে না)বাদাম বুনা, সাকুর পায়েস, ফল
খেতে পারবেন।
জন্মাষ্টমী পূজা পদ্ধতি
অবশ্যই সকাল ১২ পরে, কৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে,
একটু দুধ,বা ফল খেতে পারবেন।
৪)পরের দিন সকালে স্নান করা শেষে ৭-৮ মধ্যে কৃষ্ণ
প্রসাদ দিয়ে পারন করবেন।
বিঃদ্রঃ কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই জন্মষ্টমী
উপবাস পালন করে তা হলে তাকে আর এই জড় জগতে
জন্ম, মৃত্যু জড়া, ব্যাধি, ভোগ করতে হয় না,ও পূর্নজন্ম
গ্রহন করতে হয় না।👏👏👏👏
আরো পড়ুন, শুভ জন্মাষ্টমীর মেসেজ
ভালো থাকুন।
Thank You, Visit Again…
Tags – জন্মাষ্টমী, Janmashtami