Jole Giyachilam Soi Lyrics (জলে গিয়াছিলাম সই) Bengali Folk
Song
Jole Giyachilam Soi Lyrics Bengali Folk Song
Jole Giyachilam Soi is a popular Bengali folk song written & composed by
Radharaman Dutta.
Radharaman Dutta.
This song is beautifully sung by
Pousali Banerjee.
Pousali Banerjee.
Song Credits :
Singer : Pousali Banerjee
Lyrics & Music : Radharaman Dutta
Track produced by : Sainik/Pankaj
Dubbed at : Studio Violina
Jole Giyachilam Soi Lyrics In Bengali
জলে গিয়েছিলাম সই (৪)
কালা কাজলের পাখি
দেইখা আইলাম কই
এগো, কালা কাজলের পাখি
দেইখা আইলাম কই
জলে গিয়েছিলাম সই
জলে গিয়েছিলাম সই
সোনার ও পিঞ্জরা সই গো, রুপার ও টাংগুনি (২)
এগো আবের চান্দুয়া দিয়া, পিঞ্জরা ঢাকুনি
এগো আবের চান্দুয়া দিয়া, পিঞ্জরা ঢাকুনি
জলে গিয়েছিলাম সই
জলে গিয়েছিলাম সই
জলে গিয়েছিলাম সই
পালিতে পালিসলাম পাখি, দুধ কলা দিয়া (২)
এগো, যাইবার কালে বেঈমান পাখি, না চাইল ফিরিয়া
এগো, যাইবার কালে বেঈমান পাখি, না চাইল ফিরিয়া,
জলে গিয়েছিলাম সই
জলে গিয়েছিলাম সই
জলে গিয়েছিলাম সই
ভাইবে, রাধারমন বলে, পাখি রইলো কই? (২)
এগো, আইনা দে মোর প্রাণ পাখি পিঞ্জরাতে থুই।
জলে গিয়েছিলাম সই
জলে গিয়েছিলাম সই
জলে গিয়েছিলাম সই…
জলে গিয়েছিলাম সই
কালা কাজলের পাখি
দেইখা আইলাম কই
এগো, কালা কাজলের পাখি
দেইখা আইলাম কই
জলে গিয়েছিলাম সই
জলে গিয়েছিলাম সই
জলে গিয়াছিলাম সই : পৌষালি ব্যানার্জি
Jole giyechilam soi
Kala kajoler pakhi
Deikha aailam koi
Ego, kala kajoler pakhi
Deikha aailam koi
Jole giyachilam soi
Sonar o pinjora soi go
Rupar o taanguni
Ego aber chandua diya
Pinjora dhakuni
Jole giyachilam soi
Palite palislam pakhi
Dudh kola diya
Ego jaibar kaale beiman pakhi
Na chailo firiya
Jole giya chilam soi
Bhaibe, radharaman bole
Pakhi roilo koi
Ego aaina de mor prano pakhi
Pinjorate thui
Jole giyechilam soi
বৃন্দাবনে শ্রীরাধিকা সবসময় সব জায়গাতেই শ্রীকৃষ্ণকেই খুঁজে চলেন। তিনি যমুনায়
জল আনতে গেলে সেখানেও প্রত্যাশা করেন শ্রীকৃষ্ণকে৷ কিন্তু যখন তিনি শ্রীকৃষ্ণকে
দেখতে পাননা, তখন তাঁর মন উতলা হয়ে ওঠে…
জল আনতে গেলে সেখানেও প্রত্যাশা করেন শ্রীকৃষ্ণকে৷ কিন্তু যখন তিনি শ্রীকৃষ্ণকে
দেখতে পাননা, তখন তাঁর মন উতলা হয়ে ওঠে…