পয়লা কাহন – বাংলা নববর্ষ ১৪২৯ – Subho Noboborsho In Bengali – Bengali New Year
Subho Noboborsho In Bengali
নতুনের প্রতীক্ষায় এখন আমরা সবাই। দেখতে দেখতে খাতায় কলমে এসে গেলো একটা নতুন বাংলা বছর। কিন্তু একটা অদ্ভুত আঁধারে ডুবে সমস্ত পৃথিবী। এমন একটা ভোরের অপেক্ষা সবাই করছে যেদিন সূর্যের আলো গায়ে মেখে সবাই ঘর ছেড়ে বেরোবে। সবকিছু সচল হবে, গতিময় হবে শস্যশ্যামলা বসুন্ধরা।
কলকারখানায় নটার সাইরেন বেজে উঠবে। ওমনি শোনা যাবে,”কইগো গিন্নি হল তোমার। এবার ভাতটা বেড়ে দাও নইলে বড়বাবুর মুখ ঝামটা খেতে হবে!” সদ্য স্নান সেরে আসা স্ত্রীলোকটি বলবেন,”দিচ্ছি গো দিচ্ছি।গরম মাছের ঝোল জুড়িয়ে দিয়েছি।একটু ঠাণ্ডা হলেই তোমার ঘরে দিয়ে আসছি।”
বাংলা নববর্ষ ১৪২৯
কলেজ/বিশ্ববিদ্যালয়ে পাঠরত/পাঠরতা ছাত্র/ছাত্রীটি দীর্ঘদিন পর বন্ধুদের সাথে দেখা হবার আনন্দে বাড়িতে বলবে,”মা আজ টিফিন নেবনা।ক্যান্টিনে খাব।”পুরনো চেনা সমস্ত আওয়াজ ফিরে আসবে একেক করে। টানা রিকশার টুংটাং শব্দ, ট্রামের ঘটঘটাং, বাসট্রেনের হর্ন, ফেরিওয়ালার ডাক সব,সবকিছু। সত্যি বলতে কী খুব খুব বাজেভাবে এগুলো হারিয়ে গেছে কিছুদিন আমাদের জীবন থেকে। তবুও বলব হাল ছেড়ো না বন্ধু। এই অস্থিরতা আমরা ঠিক কাটিয়ে উঠবো। বন্দীদশা কাটাতে কাটাতে আমরা হাঁফিয়ে উঠেছি। কিন্তু ঠাণ্ডা মাথায় এটা একবার ভাবুন তো এখন বন্দী আছি বলেই তো আমরা সকলে মুক্তির স্বাদ পেতে এতটা আগ্রহী হয়ে উঠেছি। জীবনের ওপর আরেক নাম যে বৈপরীত্য। জন্মের পিছু মৃত্যু, খুশির পরে দুঃখ, প্রদীপের আলোর ঠিক নীচেই জমাটবাঁধা অন্ধকার। বিপরীত অবস্থার মুখোমুখি লড়াই করাটাই হল আসল জীবনযুদ্ধ। তাই ভালো থাকুন আশায় বাঁচুন।
আজ বাংলা নববর্ষ। নতুনকে বরণ করার দিন। প্রার্থনা করি সমস্ত রোগ,শোক,দীনতা মুছে যাক।
সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। নতুন করে বৈশাখের ডাকে সাড়া দিয়ে পুরনো বছরের সকল আবর্জনাকে দূরে রেখে সমস্বরে বলি,
“বন্ধু হও,শত্রু হও,যেখানে যে কেহ রও,
ক্ষমা করো আজিকার মতো,
পুরাতন বরষের সাথে,
পুরাতন অপরাধ যত”।।।
বং কানেকশন …
বাংলার , বাঙালির ❤️