Mora Ekti Fulke Bachabo Bole Lyrics (মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ
করি) Apel Mahmud
Mora Ekti Fulke Bachabo Bole Juddho Kori Lyrics by Apel Mahmud
Mora Ekti Fulke Bachabo Bole Juddho Kori song is sung by
Apel Mahmud & written by Govind Haldar.
Apel Mahmud & written by Govind Haldar.
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটি গেয়েছেন বাংলাদেশের বিখ্যাত শিল্পী
আপেল মাহমুদ এবং লিখেছেন গোবিন্দ হালদার ।
আপেল মাহমুদ এবং লিখেছেন গোবিন্দ হালদার ।
Mora Ekti Phool Ke Bachabo Bole Lyrics In Bengali
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি
মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি।।
যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা
যার নদী জল ফুলে ফুলে মোর স্বপ্ন আঁকা।
যে দেশের নীল অম্বরে মন মেলছে পাখা
সারাটি জনম সে মাটির টানে অস্ত্র ধরি।।
মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি―
মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি
মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি
মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি।।
যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে
যে শিশুর মায়া হাসিতে আমার বিশ্ব ভোলে
যে গৃহ কপোত সুখ স্বর্গের দুয়ার খোলে
সেই শান্তির শিবির বাঁচাতে শপথ করি।।
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি
মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি।।
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি : আপেল মাহমুদ
We fights to save a flower
Mora holds a weapon for a smile on her face.
The eternal love of that soil is smeared on my body
Whose river water swells and draws my dreams.
The blue amber of that country matches the mind
All his life he has been pulling the ground and holding arms.
We fights to write a new poem:
We fights for a new song
We fights for a better picture
Mora fought today to save the peace of the whole world.
My blood swings in love with the honey of that woman
Maya forgets my world with that baby’s smile
That house dove happiness opens the door to heaven
I swear to save that peace camp.
We fights to save a flower
Mora holds a weapon for a smile on her face.
Mora Ekti Fulke Bachabo Bole Juddho Kori Song Lyrics