নারী দিবসের গল্প 2022 – Women’s Day Bengali Story
নারী দিবস নিয়ে গল্প
বেড়ে গেছে !
– সে কি রে মালতী ? এই তো কয়েক মাস আগে বাড়ালাম তোর মাইনে ! এখন তো এক একটা
কাজের জন্যই তোরা ছশো করে নিচ্ছিস ! আরও বাড়াতে হবে ? জানিস, আমার বাপের বাড়িতে
– প্রতিদিন ঘর ঝাঁট দেওয়া ,মোছা , কাপড় কাচা – মেলে দেওয়া , মায়ের ম্যাসাজ ,
সপ্তাহে দুদিন রান্না করা, বাগানে জল দেওয়া, দুবেলা আসা সব কিছু নিয়ে কত দিতে
হয় ? মাত্র এগারোশো টাকা। আর এখানে ? শুধু ঝাঁট দেওয়া আর মোছার জন্যই ছশো ;
কাপড় কাচার আরও ছশো – তা ও তো তুই এক বেলাই আসিস ! আর বাড়াতে পারবো না এখন।
পরের বছরে দেখছি।
তো সেই দেড় বছর আগে বাড়িয়েছিলে মাইনে ! না না, আরও পঞ্চাশ টাকা বাড়াতে হবে এক
একটা কাজের জন্য !
নারী দিবস নিয়ে কিছু কথা
ঝাড়ু দিয়েছিলিস ঠিক করে ? পুরো বিছানার তলায় ধূলো রয়ে গেছে। আর কাল বাবাইয়ের
সাথে বসে খাচ্ছিলি যে বড় ? কত বার বলেছি তোকে – বারান্দায় কোণে বসে খাবি ? যাই,
আমি স্নান করে আসি, দেরি হয়ে গেলো আজকে তোর সাথে বকবক করতে গিয়ে ! অফিসে না
দেরি হয়ে যায়।
স্টাফদের হাতেও দেওয়া হল দেওয়া লাল গোলাপ। সাথে সবার হাতে তুলে দেওয়া হল উপহার।
সব মেয়েরা আজ শাড়ি পরে এসেছে ! একটু পরেই সবাইকে নিয়ে নারী দিবস এর অনুষ্ঠান
শুরু হবে।
প্রতিটা দিনই আসলে নারী দিবস। আপনারা নিজেদের সম্মান করুন, ভালোবাসুন, অন্যদের
সম্মান করুন – সে যত ছোট কাজই করুক না কেন ! মনে রাখবেন, আপনার বাড়িতে যে কাজ
করে – সে ও কিন্তু একটা মেয়ে। প্রতিদিন সকালে উঠে অনেক দূর দূর থেকে আমাদের
বাড়িতে কাজ করতে আসে ওরা। ওরা না এলে আমাদের জীবন অচল হয়ে যাবে। আমাদের অফিসেই
– আমাদের টয়লেট যে সাফ সাফাই করছে, সেও একটা মেয়ে। আমাদের গ্লোবাল লিডার ও একজন
মেয়ে। আমরা মেয়েরা চাইলে সব কিছু করতে পারি। আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে,
হাতে হাত দিয়ে এগিয়ে যাই। পৃথিবীটাকে সুন্দর করে তুলি।
দুদিন সবেতন ছুটি নিতে পারবে প্রতি মাসে। এছাড়া প্রেগনেন্ট হলে ছুটি নয়
মাস থেকে বাড়িয়ে এক বছর করা হল। যাতে নতুন মায়েরা আর ও বেশি সময় থাকতে পারে
সদ্যোজাত সন্তানের সাথে। সবাই ভীষণ খুশি হয়।
সামলালো। চতুর্থ দিনে মালতী আসতেই ঝাঁপিয়ে পড়লো ও ওর ওপরে, চিৎকার করে
বলে ওঠে :
কাজ কে করবে ? আমি ? আমি অফিস সামলাবো, নাকি বাড়ি ? তোর জন্য তো দেখছি চাকরি
ছেড়ে বসে থাকতে হবে ঘরে ! একে এত এত ছুটি চাই, আর তারপরেও আবার মাইনে বাড়ানোর
কথা বলছিস তুই ? লজ্জা করে না ?
পারি নি একটুও। তাই আসতে পারিনি গো ! মা কালীর দিব্যি বৌদি।
যদি সারা মাসে এক দিনের বেশি ছুটি নিস – আমি তোর মাইনে কাটবো। কিছু বলিনা বলে
তোরা সব পেয়ে বসেছিস , তাই না ?
ঝাড়ুটা তুলে নেয় হাতে।