বার্ষিক রাশিফল 2022 – Varshik Rashifal – Yearly Rashifal In Bengali 2022 – Horoscope

Bongconnection Original Published
15 Min Read

বার্ষিক রাশিফল 2022 – Varshik Rashifal – Yearly Rashifal In Bengali 2022
– Horoscope 
 

Rashifal
Loading...

বার্ষিক রাশিফল 2022


মেষ রাশিফল





আইনস্টাইনের থিওরি অব রিলেটিভিটি বা আপেক্ষিকতার সূত্র এই কথাই জানাচ্ছে যে
প্রকৃত অর্থে সময় বলতে কিছু নেই। মানুষের মনের একটা অনুভূতির নামই সময়। তবু
আমরা একটা দাগ মেনে চলি। না হলে জীবন অচল হয়ে যায়। রাশিফলের সঙ্গে এই দাগের
আত্মিক যোগাযোগ। সে হিসেবে আমরা বলতে পারি, মেষ হচ্ছে তারুণ্যের প্রতীক। নতুন
বছর ২০২২-এ এসে মেষের জীবনে ঘটবে এক নতুন ভোরের উন্মেষ। সামনে অনেক সাফল্য,
অনেক আনন্দ। মেষ, আপনি বিনা দ্বিধায় আপনার অগ্রযাত্রা অব্যাহত রাখুন। আমরা
আপনার সঙ্গেই আছি।





এ বছর পারিবারিক ক্ষেত্রে সুফল লাভের আশা করা যায়। পারিবারিক ক্ষেত্রে অনেক
জটিল সমস্যার সমাধানে সচেষ্ট হলে তাতে সমর্থ হবেন। এ বছর পারিবারিক কারণে
অতিরিক্ত অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। বন্ধুদের থেকে সতর্ক থাকতে হবে। বন্ধুদের
কারণে একাধিক বার অর্থক্ষতির সম্ভাবনা আছে। দূরের কোনও বন্ধু সহযোগিতার হাত
বাড়িয়ে দিতে পারেন। সঠিক সিদ্ধান্তের অভাবে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে
আত্মীয়দের সঙ্গে সম্পর্ক জটিল হতে পারে। বছরের শুরুতে অবিবাহিতদের বিবাহের
সম্ভাবনা আছে। এমনকি প্রণয়মূলক বিবাহের সম্ভাবনা রয়েছে। দাম্পত্যে একাধিক বার
প্রবল অশান্তির যোগ আছে। বিদ্যায় বাধার কারণে আশানুরূপ সুফল লাভের আশা কম।
প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সচেষ্ট হলে সুফল মিলতে পারে। এ বছর একাধিকবার ভ্রমণের
সুযোগ এসে যেতে পারে। মা বা মাতৃস্থানীয় কারও শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে।
সম্পর্কের অবনতি হতে পারে বাবার সঙ্গে। এ বছর শারীরিক ক্ষেত্রে সমস্যা কম হলেও
পুরাতন রোগবৃদ্ধি হতে পারে। বিশেষত মাথা, ঘাড়ের সমস্যা বৃদ্ধি পেতে পারে। হঠাৎ
বুকেব্যথার সম্ভাবনা রয়েছে। পায়ে কোনও চোট বা আঘাতের সম্ভাবনা আছে। সাইটিকা,
বাত জাতীয় পীড়ায় কষ্ট পাওয়ার সম্ভাবনা আসবে। চলাফেরায় সতর্ক থাকতে হবে। এ বছর
আর্থিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতির সুযোগ আসতে পারে। তবে নিজের ও পারিবারিক
সমস্যায় অতিরিক্ত অর্থব্যয়ের সম্ভাবনা দেখা যায়। পুত্র বা কন্যার উন্নতির জন্য
অর্থব্যয়ের সম্ভাবনা আছে। আয়ব্যয়ের নিরিখে দেখা সঞ্চয়ের সম্ভাবনা। এ বছর চাকরির
ক্ষেত্রে মাঝে মাঝে বাধার সন্মুখীন হতে হবে। একাধিক বার ঊর্দ্ধতন কর্তৃপক্ষের
কুনজরে পড়ার সম্ভাবনা আছে। তাই চাকরিরতদের সব সময় সতর্ক থাকতে হবে। সচেষ্ট হলে
কর্মপ্রার্থীদের আশানুরূপ কর্মলাভের সম্ভাবনা আছে। চাকরির প্রয়োজনে একাধিক বার
ভ্রমণের সুযোগ আসতে পারে। সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে মাঝে মাঝে প্রবল বাধার
সন্মুখীন হতে হবে। দীর্ঘমেয়াদি সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে সমস্যাগুলির বৃদ্ধি
হতে পারে। যৌথ সম্পত্তির ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। সম্পত্তি কেনার
ব্যাপারে সতর্ক থাকতে হবে। ব্যবসার ক্ষেত্রে আশানুরূপ সুফল লাভে বাধা আসতে
পারে। অংশীদারী ব্যবসায় অংশীদারের সঙ্গে সুসম্পর্ক নষ্ট হতে পারে। যাঁরা ধাতুর
ব্যবসা করেন, তাঁরা অনেকাংশে লাভবান হতে পারেন। সৌখিন দ্রব্যের ব্যবসায় শুভ ফল
পেতে পারেন। নতুন ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক হতে হবে। যাঁরা বিভিন্ন
পেশায় যুক্ত, তাঁরা আশানুরূপ সুফল লাভ করতে পারেন। আমদানি-রফতানি ব্যবসায় সুফল
পেতে পারেন।

Rashifal 2022 In Bengali


ব্যবসার ক্ষেত্রে অর্থ নিয়ে একটু চাপ বৃদ্ধি হতে পারে। কিন্তু নিজের বুদ্ধি
দিয়ে তা মিটিয়ে নিতে সক্ষম হবেন। পাওনা অর্থ আদায়ে সামান্য সুবিধা হওয়ার যোগ
রয়েছে। বুদ্ধির ভুলে অর্থ নষ্ট।



এই বছর পরিবারের সব সদস্যের সঙ্গে সারা বছরই আনন্দে দিন কাটবে। স্বামী-স্ত্রীর
মধ্যে ঝগড়া এবং ভালবাসা মিলিয়ে থাকবে। সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে।



সম্পর্ক নিয়ে চিন্তা বাড়তে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ বৃদ্ধি। নতুন কোনও
সম্পর্কের বিষয়ে খুব ভাল করে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিন।


জীবিকার জন্য বাইরে যেতে হতে পারে। চাকুরির স্থানে কোনও অশান্তি থেকে একটু দূরে
থাকুন। ব্যবসার জন্য সময় মধ্যম প্রকার। বাড়তি কোনও ব্যবসা করবেন কি না, তা
চিন্তা করে ঠিক করুন।

Brish Rashifal 2022 In Bengali


বৃষ রাশিফল



বৃষ যেন এক অসীম সৌন্দর্যের প্রতীক। সবাই তাঁর ফ্যাশনকে অনুসরণ করে। এদিকে
আবার বৃষ নারী-পুরুষের রয়েছে কৃষিচর্চার দিকে ঝোঁক। কাজেই পেশা হিসেবে বৃষ
যদি কৃষিকে বেছে নেন, তাহলে সবচেয়ে ভালো হবে। এ বছর কৃষি ছাড়াও তাঁর অন্যান্য
ব্যবসায়ও বাম্পার ফলন হবে। চাকরিজীবীরাও প্রচুর উপার্জন করে আনন্দিত হতে
পারবেন। তবে রোমান্সের ক্ষেত্রে তাঁর জীবনে কিছুটা ঘাটতি দেখা দিতে পারে।
অর্থ উপার্জনের আনন্দ দিয়ে তিনি সেই ঘাটতি পুষিয়ে নিতে পারবেন।


এ বছর বিভিন্ন ক্ষেত্রে বাধার সন্মুখীন হতে পারেন, তবে সেটা সাময়িক পারিবারিক
সমস্যায় ধৈর্য্য ধরে চলতে হবে। পারিবারিক কারণে অতিরিক্ত অর্থ ব্যয়ের
সম্ভাবনা। সামাজিক ক্ষেত্রে সুফল লাভের আশা করা যায়। বন্ধুদের কাছ থেকে
সাহায্য পেয়ে সামাজিক প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা আছে। এ বছর বন্ধুভাগ্য ভাল
বলেই দেখা যাচ্ছে। শিক্ষা ক্ষেত্রে কিছু বাধা তৈরি হবে পারে। তবে সচেষ্ট হলে
উচ্চশিক্ষায় আশানুরূপ সুফল লাভের সম্ভাবনা। শিক্ষা ক্ষেত্রে সম্মান লাভের
সম্ভাবনা আছে। বাবা-মায়ের স্বাস্থ্যের ব্যাপারে সমস্যা দেখা দিতে পারে।
একাধিক বার তাদের রোগ বৃদ্ধিতে চিন্তার কারণ হতে পারে। এ বছর অবিবাহিতদের
বিবাহের সম্ভাবনা রয়েছে। এমনকি প্রনয়মূলক বিবাহের সম্ভাবনা আছে। তবে দাম্পত্য
ক্ষেত্রে মাঝে মাঝে মতের অমিল হওয়ার ফলে মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে।
সন্তানন্দের স্বাস্থ্য খুব ভাল যাবে না। তবে সন্তানের উন্নতিতে আনন্দলাভের
সম্ভাবনা। ভ্রাতা বা ভগ্নিদের সঙ্গে সম্পর্ক জটিল হতে পারে। বাসস্থান
সংক্রান্ত সমস্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। এ বছর ভ্রমণের সুযোগ আসবে। এ বছর
শারীরিক ব্যাপার শুভ যাবে, এমনটা বলা যায় না। বিভিন্ন ব্যাপারে একাধিক বার
শারীরিক সমস্যা হতে পারে। চলাফেরায় সতর্ক হতে হবে। অসতর্কতায় দুর্ঘটনা ঘটতে
পারে। দীর্ঘস্থায়ী রোগে শয্যাশায়ী হওয়ার সম্ভাবনা। বাত, রক্তচাপ সংক্রান্ত
সমস্যা তৈরি হতে পারে। পুরনো রোগ বৃদ্ধির সম্ভাবনা। এ বছর শারীরিক সমস্যায়
অতিরিক্ত ব্যয়ের সম্ভাবনা রয়েছে। অর্থলাভের ক্ষেত্রে এ বছর সুফল লাভের
সম্ভাবনা কম। শারীরিক ও পারিবারিক কারণে অতিরিক্ত অর্থ ব্যয়ের সম্ভাবনা দেখা
যায়। অর্থ উপার্জনের ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হবে। পূর্বের পাওনা অর্থ
ফিরে পাওয়ার সম্ভাবনা কম। এ বছর বিনিয়োগের ব্যাপারে সতর্ক হতে হবে। এ বছর
আগের মতো সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে সুফল লাভের আশা কম। সম্পত্তি সংক্রান্ত
ব্যাপারে আত্মীয়দের সঙ্গে বিরোধের সম্ভাবনা দেখা যায়। যাঁরা নতুন সম্পত্তি
কেনার চেষ্টা করছেন, তাঁদের যথেষ্ট সতর্ক থাকতে হবে। না হলে প্রতারিত হওয়ার
সম্ভাবনা। চাকরিরতদের শুভ ফলের সম্ভাবনা রয়েছে। কর্মপ্রার্থীদের কর্মলাভের
সুযোগ আসতে পারে। ঊর্দ্ধতন কতৃপক্ষের সুনজরে আশার সম্ভাবনা। সহকর্মীদের সঙ্গে
সম্পর্কের উন্নতি ঘটতে পারে। কর্মসূত্রে ভ্রমণের সম্ভাবনা। সম্ভাব্য ক্ষেত্রে
চাকরিতে পদোন্নতি হতে পারে। এ ছাড়া আর্থিক উন্নতির সুযোগ আসবে। এ বছর ব্যবসায়
সুফল লাভের সম্ভাবনা। তবে অংশীদারি ব্যবসায় অংশীদারের সঙ্গে সাময়িক সম্পর্কের
অবনতিতে ক্ষতির সম্ভাবনা। ব্যবসা সংক্রান্ত ব্যাপারে বিনিয়োগের ক্ষেত্রে
সতর্কতা অবলম্বন করতে হবে। যাঁরা পেশায় যুক্ত তাঁদের ক্ষেত্রে আশানুরূপ সুফল
লাভের সম্ভাবনা।


এই বছর আয়ের পথ সুগম হতে পারে। লটারি পাওয়ার যোগ দেখা যচ্ছে। পাওনা আদায়ে
অশান্তি বৃদ্ধি হলেও টাকা পেয়ে যাওয়ার সম্ভবনা বেশি। ব্যবসার ব্যাপারে কোনও
অপবাদ আসতে পারে।


পরিবারে চাপ লেগে থাকবে। স্বামী-স্ত্রীর মনোমালিন্য বাড়তে পারে। গুরুজনের
সঙ্গে কোনও প্রকার মতের অমিল হতে পারে। মানসিক চাপ বাড়তে পারে।


বাইরের কোনও মহিলা বা পুরুষের সঙ্গে নতুন ভাবে সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন।
ভাল কোনও সম্পর্ক শত্রুতার কারণে নষ্ট হতে পারে। প্রেমের ক্ষেত্রে কোনও বিবাদ
বৃদ্ধি হলেও মিটে যাবে।


কর্মস্থানে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। খুব সতর্ক থাকতে হবে। ব্যবসায় লাভের
পরিমাণ বাড়বে। আয়ের জন্য একটু দূরে যেতে হতে পারে। চাকুরির স্থানে অশান্তি
থেকে মুক্তি।

Varshik Rashifal Bangla


কুম্ভ রাশিফল 


২০২২-এ এসে কুম্ভর শীতকালীন নিদ্রা ভাঙবে। গভীর ঘুম ভেঙে তাঁকে অনেক অনেক কাজ
করতে হবে। কাজ মানেই তো সাফল্য। অনেক অনেক কাজ করে কেউ বিফল হয় না। তবে
রোমান্সের ক্ষেত্রে একটু সাবধানে পা ফেলবেন।


এ বছর গ্রহসন্নিবেশ অনুযায়ী পারিবারিক ক্ষেত্রে মিশ্র ফল লাভ। একাধিকবার
পারিবারিক সমস্যা বৃদ্ধি হতে পারে। তবে সমস্যাগুলির সমাধান করতে সমর্থ হবেন।
শত্রুরা সক্রিয় হতে পারে, তাই সর্বদা সতর্ক থাকতে হবে। বাসস্থান সংক্রান্ত
সমস্যা বৃদ্ধি হতে পারে। দাম্পত্য ক্ষেত্রে মতের অমিল হওয়ার সম্ভাবনা দেখা
যায়। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য ভাল যাবে না, রোগবৃদ্ধির জন্যে একাধিক বার
শয্যাশায়ী হওয়ার আশঙ্কা। পিতামাতার স্বাস্থ্য মোটামুটি থাকবে। ভ্রাতা বা
ভগ্নির সঙ্গে সম্পর্ক ভালই থাকবে। সন্তানদের স্বাস্থ্যের ব্যাপারে সমস্যা
আসতে পারে। সন্তানদের স্বাস্থ্যের জন্য অতিরিক্ত অর্থব্যয়ের সম্ভাবনা।
শিক্ষার্থীদের শিক্ষালাভের ক্ষেত্রে কিছুটা বাধার সমস্যা দেখা দিতে পারে। তবে
সচেষ্ট হলে সাফল্যের সম্ভাবনা দেখা যায়। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সফল হওয়ার
সম্ভাবনা রয়েছে। বিজ্ঞান ও কলা বিভাগের শিক্ষার্থীদের উন্নতির সম্ভাবনা দেখা
যায়। শিক্ষার জন্য ভ্রমণের সম্ভাবনা দেখা যায়। এ বছর স্বাস্থ্যের ব্যাপারে
সমস্যা অনেকাংশে কম হতে পারে। তবে চলাফেরায় সতর্কতা অবলম্বন করতে হবে, একাধিক
বার চোট-আঘাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। অতিরিক্ত অনিয়মের কারণে স্বাস্থ্যহানি
হতে পারে। পুরাতন রোগের সমস্যা অনেকাংশে কম হতে পারে। মাথা, বুকের রোগে কষ্ট
পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এ বছর আর্থিক দিক থেকে সুফল লাভের সম্ভাবনা
থাকলেও মাঝে মাঝে সমস্যার সৃষ্টি হতে পারে। অতিরিক্ত অর্থব্যয়ে দুশ্চিন্তার
সৃষ্টি হতে পারে। পারিবারিক ক্ষেত্রে অর্থব্যয়ের সম্ভাবনা দেখা যায়।
উপার্জনের পরিকল্পনা সফল হতে পারে। আয়-ব্যয়ের মধ্যে মোটামুটি সমতা থাকবে।
ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে একাধিক
বার সমস্যার সৃষ্টি হতে পারে। পুরাতন সম্পত্তি সংক্রান্ত সমস্যা বৃদ্ধি হতে
পারে। নতুন সম্পত্তি ক্রয়ের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। যৌথ
সম্পত্তির ক্ষেত্রে নতুন কোনও সমস্যার সৃষ্টি হতে পারে। তবে তা সাময়িক হবে। এ
বছর চাকরি ক্ষেত্রে কিছু পরিবর্তন হতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা
বৃদ্ধি পেতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পদোন্নতি ও আয়বৃদ্ধির
সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিদেশে চাকরির সুযোগ এসে যেতে পারে। কারিগরি ক্ষেত্রে কর্মপ্রার্থীদের সুফল
লাভের সম্ভাবনা দেখা যায়। এ বছর ব্যবসায়ীরা যথেষ্ট সুফল পেতে পারেন। যাঁরা
নতুন ব্যবসা করতে চান, তাঁরা যথেষ্ট সুফল লাভ করবেন। অংশীদারী ব্যবসায়
অংশীদারের সঙ্গে মতের অমিল হতে পারে। তবে সেটা সাময়িক। যন্ত্রাংশ ও বৈদ্যুতিন
সামগ্রীর ব্যবসায়ীদের যথেষ্ট সুফল লাভের সম্ভাবনা দেখা যায়।


ব্যবসায় মন দিতে পারলে ভাল অর্থ আসতে পারে। চাকরিতে উন্নতির যোগ থাকলেও বছরের
শেষের দিকে সমস্যা আসতে পারে। ব্যবসায় খরচ বাড়বে।


বাড়িতে সকলের সঙ্গে ভাল সম্পর্ক থাকবে না। গুরুদেবের প্রতি ভক্তি বাড়তে পারে।
পরিবারে বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।


প্রেমের সম্পর্ক ভাল থাকবে না। বাড়িতে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি
হতে পারে। বন্ধুদের সঙ্গে ব্যবহার ভাল হতে পারে। নতুন সম্পর্কে জড়িয়ে পড়ার
খুব ভাল সময়।


জীবিকার ক্ষেত্রে খুব ভাল উন্নতি দেখা যাচ্ছে। চাকরির ভাল যোগাযোগ আসতে পারে।
ব্যবসায় আরও ভাল ফল পাবেন। তবে নতুন কোনও ব্যবসা শুরু করার জন্য বছরটা খুব
ভাল নয়।

বার্ষিক রাশিফল ২০২২



তুলা রাশিফল 


আপনি এক মহাশক্তির উত্তরাধিকারী। এই কথাটা সব সময় আপনাকে মনে রাখতে বলি।
শুভ-অশুভ মিলেই মানুষের জীবন। চলতি বছর আপনি সব অশুভকে পরাস্ত করে সামনে
এগিয়ে যাবেন। স্রষ্টার ওপর আস্থা রাখুন। আস্থা রাখুন নিজের ওপর। কর্মে,
ত্যাগে ও আনন্দে কেটে যাবে আপনার সারাটা বছর। ধনে-মানে-গৌরবে উজ্জ্বল হয়ে
উঠবে চারদিক। আমার কথাগুলো যেদিন নিশ্চিত সফল হবে, সেদিন আপনি জানবেন যে আমার
ভবিষ্যদ্বাণী ফেলনা নয়। জয় হোক তুলার! শুভ হোক জীবন আপনার!


এ বছর পারিবারিক ক্ষেত্র শুভাশুভ মিশ্রফলপ্রদ। ঘনিষ্ঠ কোনও ব্যক্তির
সহযোগিতায় ও পরামর্শে অনেক প্রতিকূল পরিবেশ কাটিয়ে উঠতে পারবেন। পিতামাতার
শারীরিক সমস্যা অনেক সময় মানসিক চাপ সৃষ্টি করতে পারে। পারিবারিক ক্ষেত্রে
অনেক সময় নিজের সিদ্ধান্তের সমালোচনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা যায়।
পৈতৃক সম্পত্তিগত বিষয়ে সাংসারিক অশান্তির সৃষ্টি হতে পারে। ভ্রাতা বা ভগ্নির
সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। বিদ্যায় আশানুরূপ সুফল লাভে বাধা আসতে পারে।
যারা উচ্চশিক্ষায় যুক্ত তারা সচেষ্ট হলে যথেষ্ট উন্নতি করতে সক্ষম হবে,
গবেষণার সঙ্গে যুক্তদের সুফল লাভের সম্ভাবনা দেখা যায়। দাম্পত্য ক্ষেত্রে
মাঝে মাঝে অশান্তির সম্ভাবনা আছে। প্রণয়মূলক ব্যাপারে বাধা আসতে পারে।
অবিবাহিতদের বিবাহে বাধা এলেও সেটা সাময়িক। সন্তানদের ব্যাপারে সুফল লাভের
সম্ভাবনা দেখা যায়। তাদের উন্নতিতে মানসিক স্বস্তি পাওয়ার লক্ষণ আছে। এ বছর
শারীরিক ক্ষেত্রে শুভাশুভ ফলপ্রদ। বুকের কোন রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা।
সর্দিকাশির সমস্যা বৃদ্ধি পেতে পারে। অতিরিক্ত অনিয়মের জন্য শারীরিক সমস্যা
সৃষ্টি হতে পারে। একাধিকবার শয্যাশায়ী হওয়ার সম্ভাবনা দেখা যায়। চলাফেরায়
সতর্কতা অবলম্বন করতে হবে। এ বছর আর্থিক ক্ষেত্র মিশ্রফলপ্রদ। পুরাতন পাওনা
অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা। নূতন লগ্নির ক্ষেত্রে সুফল লাভের সম্ভাবনা দেখা
যায়। পারিবারিক কারণে অতিরিক্ত অর্থব্যয়ের সম্ভাবনা আছে। এমনকি গুরুজনের
স্বাস্থ্যের জন্য অর্থব্যয়ের সম্ভাবনা দেখা যায়। একাধিক সূত্রে অর্থ লাভের
সুযোগ আসতে পারে। বিশেষত ব্যবসার ক্ষেত্রে আর্থিক উন্নতির সুযোগ আসবে।
আয়ব্যয়ের নিরিখে সমতা থাকবে। এ বছর সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে আশানুরূপ ফল
লাভে মাঝে মাঝে বাধার লক্ষণ দেখা যায়। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে
পারিবারিক বিবাদের সম্মুখীন হতে হবে। নতুন সম্পত্তিক্রয়ে সতর্কতা অবলম্বন
করতে হবে। পুরাতন সম্পত্তি-বিরোধ বৃদ্ধি পেতে পারে। এ বছর চাকরিজীবীদের সুফল
লাভের সম্ভাবনা আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে এসে চাকরিতে পদোন্নতি হওয়ার
সম্ভাবনা দেখা যায়। যারা পেশায় যুক্ত তাদের পক্ষে যথেষ্ট উন্নতির সুযোগ আসবে।
চাকরিসূত্রে ভ্রমণের সম্ভাবনা প্রবল। চাকরি ক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা
চাকরিতে উন্নতির ক্ষেত্রে সহায়ক হবে। বিদেশে চাকরির সুযোগ এসে যেতে পারে। এ
বছর ব্যবসায়ীদের শুভাশুভ মিশ্রফলপ্রদ। ব্যবসার ক্ষেত্রে শত্রুবৃদ্ধির
সম্ভাবনা দেখা যায়। অংশীদারি ব্যবসায় অংশীদারের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে।
নতুন ব্যবসায় লগ্নির ক্ষেত্রে সতর্ক না হলে ক্ষতির সম্মুখীন হতে হবে। যাঁরা
শৌখিন দ্রব্যের ব্যবসায়ে যুক্ত তারা অনেকাংশে সুফল পেতে পারে। যারা ধাতুর
ব্যবসায় যুক্ত তাদের লাভের আশা আছে। এ বছর ব্যবসায়ে সিদ্ধান্তের ব্যাপারে
সতর্ক হতে হবে।


এই বছর খুব ভাল আর্থিক সুযোগ পাবেন, কাজে লাগান। ব্যবসায় খুব ভাল আয় হবে।
অফিসে বাধা থেকে মুক্তি পাবেন। উন্নতির জন্য খুবই ভাল বছর। তবে সঞ্চয় মধ্যম
মানের হবে।


পরিবারের জন্য এই বছরটা খুব ভাল বলে গণ্য হতে পারে। ভাইয়ের সঙ্গে বিবাদ মিটে
যাওয়ার সম্ভাবনা। স্ত্রী ও সন্তানের সঙ্গে খুব ভাল সম্পর্ক থাকবে।


এই বছর সকলের সঙ্গে সম্পর্ক ভাল থাকতে পারে। প্রেমের ব্যাপারে ভাল খবর আসবে।
পুরনো সম্পর্ক নিয়ে একটু চিন্তা হতে পারে। নতুন কোনও সম্পর্কে না জড়ানোই
ভাল।


ব্যবসায় খুব ভাল আয় হতে পারে। অফিসে উন্নতির যোগ রয়েছে। আগের বছরের তুলনায় এই
বছর আয় বাড়তে পারে। সব মিলিয়ে এই বছর কর্মক্ষেত্র ভালই কাটবে।






Tags –
Bengali Horoscope, Rashifal, Varshik Rashifal
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.