Meri Bheegi Bheegi Si Lyrics In Bengali
Meri Bheegi Bheegi Si song is sung by Kishore Kumar. Music composed by R.D Burman. This songs bengali version ‘Mone Pore Rubi Roy ‘ lyrics is written by Sachin Bhowmik. Cover version of this song is sung by Arijit Singh.
Meri Bheegi Bheegi Si Bengali Version Lyrics In Bengali
মেরী ভীগি ভীগি সী
পলকোঁ পে রহ গএ
জ্যয়সে মেরে সপনে বিখর কে
জলে মন তেরা ভী
কিসী কে মিলন কো
অনামিকা তু ভী তরসে
মেরী ভীগি ভীগি সী।
মেরী ভীগি ভীগি সী
পলকোঁ পে রহ গএ
জ্যয়সে মেরে সপনে বিখর কে
জলে মন তেরা ভী
কিসী কে মিলন কো
অনামিকা তু ভী তরসে।
মেরী ভীগি ভীগি সী।
তুঝে বিন জানে,বিন পহচানে,
ম্যয়নে হৃদয় সে লগায়া।।
পর মেরে প্যার কে,বদলে মেঁ তুনে
মুঝকো য়ে দিন দিখলায়া
জৈসে বিরহা কী
রুত ম্যয়নে কাটী
তড়প কে আইঁ ভর ভর কে
জলে মন তেরা ভী
কিসী কে মিলন কো
অনামিকা তু ভী তরসে।
মেরী ভীগি ভীগি সী।
আগ সে নাতা,নারী সে রিশ্তা,
কাহে মন সমঝ ন পায়া।।
মুঝে ক্যা হুআ থা
এক বেবফা পে
হায় মুঝে কিঁউ প্যার আয়া
তেরী বেবাফাহী পে
হংসে জগ সারা
গলী গলী গুজরে জিঘর সে
জলে মন তেরা ভী
কিসী কে মিলন কো
অনামিকা তু ভী তরসে
মেরী ভীগি ভীগি সী।
মেরী ভীগি ভীগি সী
পলকোঁ পে রহ গএ
জ্যয়সে মেরে সপনে বিখর কে
জলে মন তেরা ভী
কিসী কে মিলন কো
অনামিকা তু ভী তরসে
মেরী ভীগি ভীগি সী।
মেরী ভীগি ভীগি সী লিরিক্স
মনে পড়ে রুবি রায়,
মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি,
আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি।
মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি,
আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি।
রোদ জ্বলা দুপুরে, সুর তুলে নুপুরে
বাস থেকে তুমি যবে নাবতে।
একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে
সে কথা কি কোনোদিন ভাবতে?
মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি,
আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি।
দ্বীপ জ্বলা সন্ধ্যায়,
দ্বীপ জ্বলা সন্ধ্যায় হৃদয়ের জানালায়
কান্নার খাঁচা শুধু রেখেছি,
দ্বীপ জ্বলা সন্ধ্যায় হৃদয়ের জানালায়
কান্নার খাঁচা শুধু রেখেছি,
ও পাখি সেতো আসে নি, তুমি ভালোবাসোনি
স্বপ্নের জাল বৃথা বুনেছি।
মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি,
আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি।
মনে পড়ে রুবি রায়,
মনে পড়ে রুবি রায় …
Meri Bheegi Bheegi Si Bengali Lyrics
Kobitay tomake
Ekdin koto kore dekechi
Aaj hay ruby roy
Deke bolo amake
Tomake kothay jeno dekhechi
Tujhe Bin Jaane
Bin Pehchane
Maine Hrudayse Lagaya
Tujhe Bin Jaane
Bin Pehchane
Maine Hrudayse Lagaya
Par Mere Pyar Ke Badle
Mein Toone
Mujhko Yeh Din Dikhlaya
Jaise Birha Ki
Root Maine Kaati
Tadapke Aahen Bhar Bharke
Jale Man Tera Bhi
Kisike milan ko
Anamika Tu bhi Tarse
Meri Bheegi Bheegi Si
মেরী ভীগি ভীগি সী Lyrics
Also read,