শীতকাল নিয়ে লেখা – Winter Bengali Article – Shitkal Niye Lekha
নস্টালজিক শীতকাল
By সুস্মিতা মুখার্জী
শীতের সকাল সম্পর্কে ১০ টি বাক্য
শীতকাল মাথায় আসতেই বিশেষ বিশেষ কিছু নাম মাথায় চলে আসে, যেমন ধরুন-
নলেন গুড়, বাঁদর টুপি, পিঠে,নাড়ু, সরস্বতী পুজো, মা-ঠাকুমার সোয়েটার বোনা
ইত্যাদি।
ইত্যাদি।
মনে আছে বেশ, স্কুল থেকে ফিরে হাত পা ধুয়ে আসতেই ঠাকুমা হাতে পায়ে মুখে ঠোঁটে
বোরোলিন লাগিয়ে দিত।এখন অনেক নামী দামী ব্র্যান্ডের অনেক প্রোডাক্ট বেরিয়েছে,
তখন থাকলেও আমরা জানতাম না। শীতকাল মানেই তখন বোরোলিন।
বোরোলিন লাগিয়ে দিত।এখন অনেক নামী দামী ব্র্যান্ডের অনেক প্রোডাক্ট বেরিয়েছে,
তখন থাকলেও আমরা জানতাম না। শীতকাল মানেই তখন বোরোলিন।
শীতকাল সম্পর্কে ৫ টি বাক্য
তারপর যেই কোথাও বাইরে বেরোনোর কথা বলতাম মা হতে বাঁদর টুপি নিয়ে দাঁড়িয়ে থাকত,
আর ওটা পরতে আমার গায়ে জ্বর আসতো। তবুও পরতেই হত নইলে তো আবার বেরোনো
মানা।
আর ওটা পরতে আমার গায়ে জ্বর আসতো। তবুও পরতেই হত নইলে তো আবার বেরোনো
মানা।
রবিবারে দুপুরে খাওয়ার পর, ছাদে বসে ঠাকুমা সোয়েটার বুনতো আর আমরা ভাইবোন মিলে
উল গোটাতাম, একটু বড় হলাম নিজেরা বোনা শিখতাম। আর তারপর শিখে যাওয়ার পর
সে যেন বিশ্বজয়ের খুশি কেও হার মানায়।
উল গোটাতাম, একটু বড় হলাম নিজেরা বোনা শিখতাম। আর তারপর শিখে যাওয়ার পর
সে যেন বিশ্বজয়ের খুশি কেও হার মানায়।
আর শীতকাল মানে খাওয়া দাওয়া তো রয়েছেই। নাম গুলো আর নিলাম না, কারণ আবার যদি
এখন খেতে ইচ্ছে করে তাহলে মুশকিল।
এখন খেতে ইচ্ছে করে তাহলে মুশকিল।
তারপর মাধ্যমিক আর উচ্চমাধ্যমিকের আগে, জোরকদমে টেস্টপেপার প্র্যাকটিস।
আহা সেই দিনগুলো মনে পড়লে এক আলাদাই অনুভূতি জাগে!
শীতকাল মনে পড়লে আপনাদের কী মনে আসে, জানান।
Also read,