বন্ধুত্ব নিয়ে লেখা, স্ট্যাটাস – Friendship Bengali Status, Article
বন্ধুকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস
বিকেলের আকাশে সেরকমই কিছু ঘুড়ি ওড়ে আজও..
শুধু লাটাই এবং সুতোয় পরিচিত হাতগুলো আর নেই..
পাশের পাড়ার মেয়েটার প্রতি ভালোবাসা রয়েছে হয়তো
শুধু আগের মত এক ঝলক দেখার ইচ্ছে আর নেই!
শেষট্রেনে বাড়ি ফেরার পথে এখনও গোটা সিগারেট জ্বলে
শুধু কাউন্টার চেয়ে বাড়িয়ে দেওয়া হাতগুলো আর নেই!
কিছু গান আজও যত্নে তুলে রাখা আছে গিটারে..
শুধু জড়ো হয়ে আড্ডা এবং গানের আসর আর নেই!
তবে, আজ মনের কথা শোনার জন্য কত কলিগের ভিড়..
শুধু মনের কথা বুঝে কাঁধে হাত রাখার বন্ধু আর নেই!
আজও স্মৃতিমাখা সেই তারিখগুলোই ঘুরছে এদিক-ওদিক
শুধু পেছনে অজান্তেই ফেলে আসা ঐ দিনগুলো আর নেই!
স্কুলের গলি দিয়ে আজও কোচিং ফিরতি মেয়েরা যায়..
শুধু তাদের দেখতে থাকা ছোকরাগুলো আর নেই!
আজও ঠিক টাইমেই স্কুলবাস থামে গাছতলার মোড়ে..
শুধু ছুটতে ছুটতে গিয়ে ওঠার তাড়াটা আর নেই।
বিকেল হলেই আজও গোটা পাড়ায় হাঁক পড়ে হয়তো..
শুধু দৌড়ে বেরিয়ে আসা সেই বন্ধুরা আর নেই..!
ব্যাথা,দায়িত্ব,চাপগুলো দলা পাঁকিয়ে পায়ে নিয়ে ছুটি রোজ
শুধু দৌড়ে পাশে এসে “পাস্ দে” বলার কেউ আর নেই!
স্টাম্পার বলের মত কত কিছু হারিয়ে যাচ্ছে রোজ..
শুধু সেগুলো ফের খুঁজে পাওয়ার আশা আর নেই।
দামি রেস্তোরায় নামি খাবারের আয়োজন রয়েছে..
শুধু ভাগাভাগি করে টিফিন খাওয়ার আনন্দটা আর নেই!
সাইকেলটা জং লেগে ধুলো মেখেছে সিড়ির তলায়..
শুধু টায়ারে হাসিমাখা উন্মাদনা এখন আর নেই!
ঘাম ভেজা শরীরের ওপর দিয়ে আজও বাতাস বয়ে যায়..
শুধু পাশে দাড়িয়ে অনুভব করার বন্ধুরা আর নেই!
স্কুল বন্ধুদের নিয়ে স্ট্যাটাস
অনেক কিছু বলা বাকি রয়ে গেলো, ছবির মত সাজানো গেলনা, দিনগুলো সেরকমই এলোমেলো
ছিল, গোছানো নিয়মের থেকে অনেক ভালো….
ধীরে ধীরে ভালো খারাপ বোঝার অভ্যেস চলে এলো..
শুধু নিজেকে খোঁজার চাহিদা আর নেই!
পুরনো সেই জায়গাগুলোর কাছাকাছি দাড়ালেই চন্দ্রবিন্দুর লাইনগুলো কানে ভেসে
ভেসে ওঠে..
ভেসে ওঠে..
“এলোমেলো কথা উড়ে যেত হাসির ঠেলায়..
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়”
Also read,