Ajob Premer Golpo Full – আজব প্রেমের গল্প – Bengali Love Story
Bengali Love Story
– কি রে! হলো তোর? বিয়েতে তো অনেক সাজলি। আর কি, না সাজলেই নয়? হানিমুনে এসে
কোনো মেয়ে এতো সাজতে পারে এই প্রথম দেখলাম।
কোনো মেয়ে এতো সাজতে পারে এই প্রথম দেখলাম।
– এই তুই চুপ করতো! বেরসিক একটা লোক। নতুন বৌ বলে কথা, একটু তো সাজতে সময়
লাগবেই।
লাগবেই।
– ও আচ্ছা! এক ঘন্টাটা বুঝি একটু সময়?
– চুপ বেয়াদপ কোথাকার, তুই মেয়েদের ব্যাপারে কি বুঝিস রে হাঁদারাম? তোকে কি
দেখে যে ভালোবাসলাম কে জানে?
দেখে যে ভালোবাসলাম কে জানে?
– তুই আবার শাড়ি পড়েছিস? শাড়ি ঠিকঠাকভাবে সামলাতে পারবি তো?
– সব পারবো, তোকে চিন্তা করতে হবে না।
– বাব্বাহ! তুই সবুজ শাড়ি পড়েছিস দেখছি। ওই জন্যই আমাকে সবুজ পাঞ্জাবিটা সকাল
থেকে পড়তে বলছিলি বারবার।
থেকে পড়তে বলছিলি বারবার।
– হ্যাঁ হাঁদারাম, যাতে আমাদের ড্রেস ম্যাচ করে বুঝলি।
– এই ম্যাচ করে জামাকাপড় পড়ার কনসেপ্টটা কেমন যেনো জোকারের মতো লাগে।
– কিছুই জোকার লাগে না, ওটা ভালোবেসে দু’জন দু’জনের জন্য পরে বুঝলি। বেশি কথা
না বাড়িয়ে চল এইবার সুন্দর সুন্দর জায়গাগুলো দেখে আসি।
না বাড়িয়ে চল এইবার সুন্দর সুন্দর জায়গাগুলো দেখে আসি।
আরো পড়ুন, ব্রেকাপ স্টোরি – Break Up Story
(রূপক আর জুহি দু’জনেই ইঞ্জিনিয়ার। আজ থেকে তিনবছর আগে কর্মসূত্রে দু’জনের
আলাপ, তারপর বন্ধুত্ব। তারপর সেই বন্ধুত্ব ধীরে ধীরে সম্পর্কে পরিণত হয়। রূপকের
পরিণতবোধ আর ধীরস্থির স্বভাব জুহির চঞ্চল মনকে ভীষণ আকৃষ্ট করেছিলো। সে
ভেবেছিলো রূপকই তাকে সারাজীবন আগলে রাখতে পারবে। তাই জুহি আর দেরি না করে
রূপককে সবটা জানায় এবং রূপকও দু’দিন পর তার প্রস্তাবে রাজি হয়ে যায়। তারপর
দু’জনের মা বাবা সম্মতিতে দু’জনের বিয়ে হয়। বিয়ের পনেরো দিন পর তারা এখন
হানিমুন কাটাতে এসেছে সুন্দর এক জায়গায়।
আলাপ, তারপর বন্ধুত্ব। তারপর সেই বন্ধুত্ব ধীরে ধীরে সম্পর্কে পরিণত হয়। রূপকের
পরিণতবোধ আর ধীরস্থির স্বভাব জুহির চঞ্চল মনকে ভীষণ আকৃষ্ট করেছিলো। সে
ভেবেছিলো রূপকই তাকে সারাজীবন আগলে রাখতে পারবে। তাই জুহি আর দেরি না করে
রূপককে সবটা জানায় এবং রূপকও দু’দিন পর তার প্রস্তাবে রাজি হয়ে যায়। তারপর
দু’জনের মা বাবা সম্মতিতে দু’জনের বিয়ে হয়। বিয়ের পনেরো দিন পর তারা এখন
হানিমুন কাটাতে এসেছে সুন্দর এক জায়গায়।
Bangla Premer Golpo
– দেখ ওই জায়গা টা কি সুন্দর! সবুজ ঘাসের মধ্যে কি সুন্দর সুন্দর প্রজাপতি উড়ে
বেড়াচ্ছে! আমি যাবো ওখানে।
বেড়াচ্ছে! আমি যাবো ওখানে।
– এই জুহি কি করছিস কি তুই? এভাবে ছুটিস না, পড়ে যাবি তো। উফফ! এই মেয়েটা না
আমায় পাগল করে ছাড়বে।
আমায় পাগল করে ছাড়বে।
– এই যা সব শেষ হয়ে গেলো!
– কি হলো রে? কোথাও লেগেছে নাকি রে তোর? তোকে দৌড়োতে না করলাম না! তোর পেছনে
দৌড়োতে গিয়ে আমিও হাঁপিয়ে গেলাম।
দৌড়োতে গিয়ে আমিও হাঁপিয়ে গেলাম।
– দেখ রূপ! আমার শাড়ির কুচিটা কেমন একটা হয়ে গেলো। এতো সুন্দর করে শাড়িটা পড়লাম
নষ্ট হয়ে গেলো!
নষ্ট হয়ে গেলো!
– ও আচ্ছা এই ব্যাপার? চাপ নিতে হবে না কন্যা, তোর বর এইসব ব্যাপারে খুব পটু।
চুপচাপ দাঁড়িয়ে থাক আমি ঠিক করে দিচ্ছি।
চুপচাপ দাঁড়িয়ে থাক আমি ঠিক করে দিচ্ছি।
– আচ্ছা ঠিক করে দে।
মিষ্টি প্রেমের গল্প
– এই এই এইতো! দেখ এইবার কেমন সুন্দর করে শাড়ির কুচিটা ঠিক করে দিয়েছি। এ কি!
জুহি তুই কাঁদছিস কেনো?
জুহি তুই কাঁদছিস কেনো?
– রূপ এইভাবেই আমার সবকিছু ঠিক করে দিবি তো সবসময়? ভালোবেসে আগলে রাখবি তো
আমাকে?
আমাকে?
– ধুর বোকা! ভালোবেসে আগলে রাখবো বলেই তো তোকে বিয়ে করলাম। তোকে আগলে রাখতে
আমার খুব ভালো লাগে। এখন কান্নাকাটি করিস না তো! বেকার চোখের কাজলটা নষ্ট হয়ে
যাবে।
আমার খুব ভালো লাগে। এখন কান্নাকাটি করিস না তো! বেকার চোখের কাজলটা নষ্ট হয়ে
যাবে।
– তাহলে একবার শক্ত করে জড়িয়ে ধরে I love u বল। বিয়ের পর একবারও বলিসনি।
– বলবো আগে একবার আদর করতে দে আমায়।
– ধ্যাৎ অসভ্য ছেলে একটা!
– তবে রে আমায় অসভ্য বলা? এই তোহ্ আমার বৌ-টাকে জড়িয়ে ধরলাম। আদরটা নাহয় অন্য
সময়ের জন্য তোলা থাক আপাতত I love u বৌ।
সময়ের জন্য তোলা থাক আপাতত I love u বৌ।
– I love u too আমার হ্যান্ডসাম বর।
সমাপ্ত…..
আরো পড়ুন,