Subho Mahalaya Wishes In Bengali
মহালয়ার আনন্দ উৎসবে মুখরিত চারিদিক । সবাই আজ পরিবার, পরিজন কিংবা বন্ধুদের সঙ্গে রাত জেগে হইহুল্লোড় করে পিকনিক করছে । কেউ আবার মহালয়া দেখার অপেক্ষায় রাত জেগে বসে আছে । যদিও এখন আগের মতো মহালয়া দেখার উৎসাহ অনেকের মধ্যেই দেখা যায়না । কিন্তু বাঙালির এই শ্রেষ্ঠ উৎসবে আনন্দে মেতে উঠতে চায় সকলেই। সে যাই হোক, উৎসবের আনন্দ আর আনন্দের এই উৎসবে আপনিও নিশ্চই মেতে উঠেছেন । মনটা কেমন
যেন খুশির গান গাইছে তাই তো ? কারণ পূজো চলে এসেছে । কিন্তু এই আনন্দে উৎসবে আপনিও নিশ্চই প্রিয়জন আর বন্ধুদের শুভেচ্ছা জানাতে চাইবেন ? ভাবছেন কিভাবে ? চিন্তা কি ? আপনার জন্য আমরা তৈরি করেছি সেরা কিছু Mahalaya র সবুভেচ্ছাবার্তা ও SMS । তাই দেরি না করে ঝটপট পরে ফেলুন আর পাঠিয়ে দিন সকলকে । কিংবা Facebook, What’s app এ স্ট্যাটাস হিসেবেও দিতে পারেন ।
যেন খুশির গান গাইছে তাই তো ? কারণ পূজো চলে এসেছে । কিন্তু এই আনন্দে উৎসবে আপনিও নিশ্চই প্রিয়জন আর বন্ধুদের শুভেচ্ছা জানাতে চাইবেন ? ভাবছেন কিভাবে ? চিন্তা কি ? আপনার জন্য আমরা তৈরি করেছি সেরা কিছু Mahalaya র সবুভেচ্ছাবার্তা ও SMS । তাই দেরি না করে ঝটপট পরে ফেলুন আর পাঠিয়ে দিন সকলকে । কিংবা Facebook, What’s app এ স্ট্যাটাস হিসেবেও দিতে পারেন ।
Subho Mahalaya SMS In Bengali 2024
নীল আকাশে মেঘের ভেলা
পদ্মা ফুলের পাপড়ি মেলা,
ঢাকের তালে কাঁশের খেলা
আনন্দে কাটুক শারদ বেলা!
*** শুভ মহালয়া ***
আজ দূর্গা রূপে এসেছেন মা ঘরে
গ্রাম থেকে সুখের অমৃত ঝরে,
মহা সপ্তমীতে দেবী মহামায়া
মায়েতে মোহিত আজ সারা দুনিয়া !!
** শুভ মহালয়া **
Subho Mahalaya Status In Bengali
শুভ্র শীতল কাশের সভায় জুড়ালো ২ নয়ন
আগমনি বার্তা বয়ে বাজছে ঢাকের সুর,
শারদীয়ার দিনগুলো হোক আনন্দ মধুর !!
**** শুভ মহালয়া ***
শরৎকালের রোদের ঝিলিক
শিউলি ফুলের গন্ধ,
মা এসেছে ঘরে তাই
মনে অনেক আনন্দ !!
*-* শুভ মহালয়া *-*
শিউলি ফুলের গন্ধ
তুলোর মতো মেঘ আর কাশের বন,
ঢাকের বাজনা জানান দিচ্ছে মায়ের আগমন !!
*-* শুভ মহালয়া *-*
Subho Mahalaya Bengali Quotes
ষষ্ঠিতে থাকে নতুন ছোঁয়া
সপ্তমী হোক শিশির ধোয়া,
অঞ্জলি দাও অষ্টমিতে
ঘোরা-ফেরা নবমীতে,
দশমীতে হোক মিষ্টি মুখ
পুজো তোমার খুব জমুক !!
*-* শুভ মহালয়া *-*
শরৎকাল, হিমেল হাওয়া
আনমনে তাই হারিয়ে যাওয়া,
কাশফুল আর ঢাকের তালে
শিউলি দোলে ডালে-ডালে,
মা এসেছে বছর ঘুরে
পূজোর হাওয়া তাই জগৎ জুড়ে !!
*-* শুভ মহালয়া *-*
ঢাকেতে পরেছে কাঠি
পূজো হবে ফাটাফাটি,
পূজো নিয়ে কত আশা
ইচ্ছে পূরণের অভিলাশা !!
-*- শুভ মহালয়া -*-
Subho Mahalaya In Bengali Text
নীল আকাশে মেঘের ভেলা
পদ্ম ফুলের পাপড়ি মেলা,
ঢাকের তালে কাঁশের খেলা
আনন্দে কাটুক সারা বেলা !!
== শুভ মহালয়া ==
বাজলো সূর ঢাকের তালে
মা এসেছেন শরৎকালে,
ভেজা তুলোর মেঘের ভেলা
কাটছে সময়, কাটছে বেলা।
ভাবনা চিন্তা না করে
মাকে নাও আপন করে !!
*-* শুভ মহালয়া *-*
শুভ মহালয়ার শুভেচ্ছা বার্তা
শিউলি ফুলের গন্ধে যেন ভরে গেল মন
সুভ্র শীতল কাশের শোভায়ে জুরাল ২টি নয়ন,
আগমনের বার্তা বয়ে বাজছে ঢাকের সুর
শারদীয়ার দিনগুলো হোক আনন্দ ও মধুর !!
*-* শুভ মহালয়া *-*
কুমোরের তুলি হলো খালি
তৈরি হলো ঢাকি,
এবার পূজোয় মাগো যেন
অনেক আনন্দেতে থাকি !!
**-* শুভ মহালয়া *-**
হিমের পরশ মনে জাগে
সবকিছু আজ নতুন লাগে,
মা আসার খবর পেয়ে
বনের পাখি উঠলো জেগে,
শিশির ভেজা নতুন ভোরে
মা এসেছে মর্তলোকে !!
*-* শুভ মহালয়া *-*
Mahalaya Caption In Bengali
ষষ্টিতে হাসি খুশী, সপ্তমিতে ঘুরা
অষ্টমীতে অঞ্জলি আর নতুন কাপর পরা
নবমীতে সারাদিন চলবে আড্ডা বেশ
দেখতে-দেখতে দশমীতে হবে এবারের পূজো শেষ !!
*-* শুভ মহালয়া *-*
শিউলি ফুলের সুবাস নিয়ে শরৎ এলো চলে
খোলা মাঠে কাশ ফুল, হাওয়ার তালে দোলে,
রঙিন আলো চারপাশে মাতিয়ে দিলো মন
শুরু হলো মায়ের পূজোর সেই শুভক্ষণ !!
*-* শুভ মহালয়া *-*
শরৎ মেঘে ভাসলো ভেলা
কাঁশ ফুলেতে লাগলো দোলা,
ঢাকের উপর পড়ুক কাঁঠি
পুজো কাটুক ফাটাফাটি !
* শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা *
হিমের পরশ লাগে প্রানে
শারদীয়ার আগমনে,
আগমনীর খবর পেয়ে
বনের পাখি উঠলো গেয়ে,
শিশিরভেজা নতুন ভোরে
মা আসছে আলো করে !!
** শুভ মহালয়া **
আরো পড়ুন,
নীল আকাশের মেঘের ভেলা
পদ্মা ফুলের পাপড়ি মেলে,
ঢাকের তালে কাশের খেলা
আনন্দে কাটুক শারদবেলা !!
*** শুভ মহালয়া ***
এলো খুশির সারাটা, এক্স২ হিমেল হাওয়া,
ঢাকের উপর কাঠির আওয়াজ, মায়ের কাছে যাওয়া.
অনেক খুশি, অনেক এল,
পুজো এবার কাটুক ভালো
শরতের ওই নীল আকাশে ভাসে মেঘের টোরি
মা দূর্গা রথে চড়ে আসবে আঁধার এল করি,
আকাশে বাতাসে আজ আনন্দেরই পূজা
ভুবন মোহিনী রূপে আসছেন মা দশভুজা !!
*** শুভ মহালয়া ***
পুজো-পুজো গন্ধ ভেসেছে আজ আকাশে
সাদা কাশ ফুল উড়ে যায় স্রোতের বাতাসে
মহালয় দিয়ে দূর্গা পূজার আগমন,
১ সপ্তাহ পরে মায়ের বোধন !!
*** শুভ মহালয়া ****
পুজোর কটা দিন সকলের ভালো যাক
সবাইকে জানাই good wish good luck,
আনন্দ হাসি গান with love and more fun
বন্ধুত্ব প্রীতি ভালোবাসায় ভরে উঠুক মন প্রান
*** শুভ মহালয়া ***
মা আসছেন আমাদের কাছে ১ বছর পরে
তাই কত রকম প্রস্তুতি চলছে প্রতি ঘরে-ঘরে,
মোড়ে-মোড়ে বসবে মেলা জ্বলে নেভে আলোর খেলা
সন্ধ্যায় আরতি হবে, বাজবে ঢাক আর ঢোল
জানাই তাই
*** শুভ মহালয়া **
শরৎ সকাল হিমেল হাওয়া
আনমনে তাই হারিয়ে যাওয়া,
কাশফুল আর ঢাকের তালে
শিউলি দোলে ডালে-ডালে,,
মা এসেছে বছর ঘুরে
পূজোর হাওয়া তাই জগৎ জুড়ে !!
** শুভ মহালয়া **
এসেছে পূজো
বেজেছে ঢাক !
অফিসের ডাক
নিপাত যাক!!
*-* শুভ দূর্গা পূজা *-*
শরতের ওই নীল আকাশে, ভাসে মেঘের তরী
মা দুর্গার রথ চড়ে আসেবে, আঁধার আলো করি !
আকাশে বাতাসে আজ আনন্দের পূজা
ভুবন মহিনী রূপে আসছেন মা দশভুজা !!
** জয় মা দূর্গা **
শুভ মহালয়ার শুভেচ্ছা ছবি
আসছে পূজো, বাজছে ঢাক !
তোরা সবাই ভালো থাক !!
*-* শুভ দূর্গা পূজা -*-
মাগো তোমার চরণ স্পর্শে কেটে যাক সকল দুঃখ শোক
তোমার মঙ্গল-আলোকে চারিদিকে আলোকিত হোক !!
** শুভ মহালয়া **
শুভ মহালয়ার শুভেচ্ছা SMS
হিমের পরশ মনে জাগে
সবি আজ নতুন লাগে,
মা আসার খবর পেয়ে
বনের পাখি উঠলো জেগে,
শিশির ভেজা নতুন ভোরে
মা এসেছে মর্তলোকে !!
** শুভ মহালয়া **
আসছে বছর আবার হবে
গত বছর বলেছিলে,
তাইতো আবার মা দিয়েছে সারা
খুশিতে হয়েছে ভুবন মাতোয়ারা !!
** শুভ শারদীয়া **
আশ্বিনের এই শরৎ প্রাতে,
দেবী দূর্গার আশীর্বাদে
দিনগুলী হয়ে উঠুক আরো আনন্দমুখর,
উৎসবের দিনগুলি কাটুক সুখে,,
আর উৎসবের শেষ হোক মিষ্টিমুখে !!
*-*শুভ মহালয়া *-*
শিশিরস্নাত ভোরের বাতাস
ঝলমলে রোদ খুশীর আভাস,
রাত শেষের চাঁদের আলো
পূজা আসছে জানিয়ে দিলো,
হুল্লোড় আড্ডা প্রেম অবকাশ
২ হাত দিয়ে ডাকছে আকাশ !!
*** শুভ মহালয়া ***
হিমের পরশ মনে জাগে
সবই যেন নতুন লাগে আগমনীর,,
খবর পেয়ে বনের পাখি উঠলো জেগে
শিশিরভেজা নতুন ভোরে মা আসছে মর্তলোকে !!
*-* শুভ শারদীয়া *-*
আরো পড়ুন,
মেঘ ছুট আকাশটা নীল ওই
কাশ ফুল মাটিতে থৈ-থৈ
বাজে ওই ঢাকের পাগল সুর
শুনতে লাগে বেশ মধুর
** শুভ মহালয়া **
কাশের বনে লাগলো দোলা
পূজো এলো ঐ,
১ বছরের প্রতিক্ষা শেষ হল তাই,
** শুভ মহালয়া **
বছর ঘুরে এলো এবার আশ্বিনেরি বেলা
আকাশ ঘিরে সাদা মেঘের লুকোচুরি খেলা
কেউ পরবে নতুন জামা, মাথায় লাল ফিতে
আনন্দেরই জোয়ার বইছে মাটির পৃথিবীতে
** শুভ মহালয়া **
Pujo Pujo Gondho vesheche Aaj Akashe
Sada Kash ful ure jay sroter Batase
Mohaloy diye Durga Pujar Agomon
1 soptaho pore Mayer bodhon
Subho Mohalaya
Shiuli Fuler Subas Niye Sorot Elo chole
Khola Mathe Kash Ful, hawar tale dole
Rongin alo charpashe matiye dilo Mon
Shuru holo Mayer pujor sei shuvokkhon
Shuvo Mahalaya
Sorot Meghe Vashlo Vela
Kash Fulete Laglo Dola
Dhaker Opor Poruk Kathi
Pujo Katuk Fata fati
Shuvo Mohalya
Shorot kaler roder jhilik
Shiuli fuler gondho
Maa esheche ghore tai
Mone onek gondho
Shuvo Mohalaya
Dhakte poreche Kathi
Pujo Hobe fatafati
Pujo niye koto asha
Icche puroner ovilash
Shuvo Mohalaya…
আরো পড়ুন,