Subho Mahalaya Bengali Wishes, SMS
দূর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব । আর পূজো মানেই ঘোরাঘুরি, ভরপেট খাওয়া দাওয়া, শপিং আর প্যান্ডেল হ্পিং । কি তাই তো ? কিন্তু চলতি বছরে মহামারীর দাপটে পূজোর আনন্দ কিছুটা হলেও ফিকে । কিন্তু তাই বলে কি বাঙালি ঘরবন্দি থাকবে ? তা কিন্তু নয় । আজ মহালয়ার আনন্দে মেতে উঠেছে সবাই । রাতভর পিকনিক করার পর ভোর ভোর সবাই মহালয়া দেখতে ব্যাস্ত হয়ে পড়বে ।
কিন্তু শুধু কি একা আনন্দ করলেই হবে ? প্রিয়জন ও বন্ধুদের ও তো জানাতে হবে Mahalaya র শুভেচ্ছাবার্তা কিংবা পাঠাতে হবে মেসেজ । বর্তমান সময়ে Facebook, What’s app এর বন্ধুদের জন্য ও তো দিতে হয় শুভেচ্ছাবার্তা ।
কিন্তু কি লিখবেন বলুন তো ? চিন্তা নেই । আপনার জন্য আমরা নিয়ে এসেছি মহালয়ার সেরা কিছু SMS ও শুভেচ্ছাবার্তা । তো, দেখে নিন আর পাঠিয়ে দিন বন্ধুদের ।
Mahalaya Bengali SMS 2024
শিউলি ফুলের গন্ধ
তুলোর মতো মেঘ আর কাশের বন,
ঢাকের বাজনা জানান দিচ্ছে মায়ের আগমন !!
– শুভ মহালয়া –
শরৎকাল, হিমেল হাওয়া
আনমনে তাই হারিয়ে যাওয়া,
কাশফুল আর ঢাকের তালে
শিউলি দোলে ডালে-ডালে,
মা এসেছে বছর ঘুরে
পূজোর হাওয়া তাই জগৎ জুড়ে !!
– শুভ মহালয়া –
Subho Mahalaya Bengali Status
ঢাকেতে পরেছে কাঠি
পূজো হবে ফাটাফাটি,
পূজো নিয়ে কত আশা
ইচ্ছে পূরণের অভিলাশা !!
— শুভ মহালয়া —
নীল আকাশে মেঘের ভেলা
পদ্ম ফুলের পাপড়ি মেলা,
ঢাকের তালে কাঁশের খেলা
আনন্দে কাটুক সারা বেলা !!
== শুভ মহালয়া ==
বাজলো সূর ঢাকের তালে
মা এসেছেন শরৎকালে,
ভেজা তুলোর মেঘের ভেলা
কাটছে সময়, কাটছে বেলা।
ভাবনা চিন্তা না করে
মাকে নাও আপন করে !!
– শুভ মহালয়া –
Mahalaya Quotes In Bengali
কুমোরের তুলি হলো খালি
তৈরি হলো ঢাকি,
এবার পূজোয় মাগো যেন
অনেক আনন্দেতে থাকি !!
*- শুভ মহালয়া -*
আরো পড়ুন, Mahalaya Bangla Kobita (মহালয়ার কবিতা)
হিমের পরশ মনে জাগে
সবকিছু আজ নতুন লাগে,
মা আসার খবর পেয়ে
বনের পাখি উঠলো জেগে,
শিশির ভেজা নতুন ভোরে
মা এসেছে মর্তলোকে !!
– শুভ মহালয়া –
শিউলি ফুলের সুবাস নিয়ে শরৎ এলো চলে
খোলা মাঠে কাশ ফুল, হাওয়ার তালে দোলে,
রঙিন আলো চারপাশে মাতিয়ে দিলো মন
শুরু হলো মায়ের পূজোর সেই শুভক্ষণ !!
– শুভ মহালয়া –
Subho Mahalaya In Bengali Text
পুজো-পুজো গন্ধ ভেসেছে আজ আকাশে
সাদা কাশ ফুল উড়ে যায় স্রোতের বাতাসে
মহালয় দিয়ে দূর্গা পূজার আগমন,
১ সপ্তাহ পরে মায়ের বোধন !!
* শুভ মহালয়া **
আরো পড়ুন, Mahalaya Mantra Lyrics In Bengali 2024 – মহালয়ার মন্ত্র,
চন্ডীপাঠ, মহিষাসুরমর্দিনী স্তোত্র
চন্ডীপাঠ, মহিষাসুরমর্দিনী স্তোত্র
পুজোর কটা দিন সকলের ভালো যাক
সবাইকে জানাই good wish good luck,
আনন্দ হাসি গান with love and more fun
বন্ধুত্ব প্রীতি ভালোবাসায় ভরে উঠুক মন প্রান
শুভ মহালয়া। ..
মহালয়ার শুভেচ্ছা বার্তা
মা আসছেন আমাদের কাছে ১ বছর পরে
তাই কত রকম প্রস্তুতি চলছে প্রতি ঘরে-ঘরে,
মোড়ে-মোড়ে বসবে মেলা জ্বলে নেভে আলোর খেলা
সন্ধ্যায় আরতি হবে, বাজবে ঢাক আর ঢোল
জানাই তাই
* শুভ মহালয়া **
Mahalaya Caption In Bengali
শরৎ সকাল হিমেল হাওয়া
আনমনে তাই হারিয়ে যাওয়া,
কাশফুল আর ঢাকের তালে
শিউলি দোলে ডালে-ডালে,,
মা এসেছে বছর ঘুরে
পূজোর হাওয়া তাই জগৎ জুড়ে !!
*শুভ মহালয়া *
এসেছে পূজো
বেজেছে ঢাক !
অফিসের ডাক
নিপাত যাক!!
– শুভ মহালয়া –
মাগো তোমার চরণ স্পর্শে কেটে যাক সকল দুঃখ শোক
তোমার মঙ্গল-আলোকে চারিদিকে আলোকিত হোক !!
* শুভ মহালয়া *
হিমের পরশ মনে জাগে
সবি আজ নতুন লাগে,
মা আসার খবর পেয়ে
বনের পাখি উঠলো জেগে,
শিশির ভেজা নতুন ভোরে
মা এসেছে মর্তলোকে !!
* শুভ মহালয়া *
শুভ মহালয়ার শুভেচ্ছা SMS
শিউলি ফুলের সুবাস নিয়ে শরৎ এলো চলে
খোলা মাঠে কাশ ফুল, হাওয়ার তালে দোলে,
রঙিন আলো চারপাশে মাতিয়ে দিলো মন
শুরু হলো মায়ের পূজোর সেই শুভক্ষণ !!
– শুভ মহালয়া –
Shiuli Fuler Gandho Niye,Mahalayar Bhore,
Abar Bochor Paar Kore Pujo Elo Ghure
,Hok Na Aakash Meghe Dhaka,
Poruk Bristi Jhiri Jhiri,Kasher Bon Dichhe Janan,
Asche Maa Shiggiri.
SUBHO MAHALAYA !
Dhaker Awaj Dhang Kur Kur
Sona Jay Oi Agomoni Sur
Mayer Ebar Asar Pala
Nil Dighite Bhaslo Bhela |
Ajke Sabar Matuk Mon
Janai Agam Abhinandan…SUVO MAHALAYA. !!
Let us celebrate the victory of good over evil, The victory of humanity,
The victory of justice, The victory of truth. Wish you a very Happy
Mahalaya
Mahalaya
May this festival fill your life with the colours of happiness and prosperity, that brings joy to you and your loved ones. May the divine blessings of Maa Durga be always with you. Happy Mahalaya…
Om jayanti mangala kaali, bhadrakali kapaalini, durga shiva kshama dhatri, svaahaa svadhaa namo-stu-te. With salutation to Lordess Durga,who is ever victorious, I wish you and your family a very Happy Durga Puja & Mahalaya