Ami Phire Jabo Lyrics (আমি ফিরে যাবো) Pratik Kundu – The Bong Studio

Bongconnection Original Published
4 Min Read


Ami Phire Jabo Lyrics (আমি ফিরে যাবো) Pratik Kundu – The Bong Studio

 
Ami Phire Jabo Lyrics (আমি ফিরে যাবো) Pratik Kundu - The Bong Studio
Loading...

Ami Phire Jabo Lyrics

Ami Phire Jabo Lyrics is a recently released very popular Bengali
song by
Pratik Kundu. This song is composed and written by
Pratik Kundu. Produced by
Krish Bose
& Subhro Bose.
Starring Sayantan Modak, Ratnapriya Das, Misti Singharoy & Udisha Mukherjee.

The Bong Studio
বাংলার একটি Independent Music video channel । গত কয়েক বছরে গানপ্রেমী দর্শকের
বহু প্রশংসা পেয়েছে এই  YouTube চ্যানেলটি । অবশেষে তারা হাজির নতুন গান
‘আমি ফিরে যাবো’ নিয়ে ।

Ami Phire Jabo Lyrics In Bengali

নিস্তব্ধতায় শুনে নিও আমায়
বৃষ্টি হয়ে যদি ভেজায় তোমায় (2)
একলা ফেলে আমায় দুপুর
ক্লান্ত হলে আমার গানের সুর
কিভাবে তোমাকে শোনাব ?
শহর মোড়া স্মৃতির চাদরে
শরীরে ক্ষত তোমার আদরে
কিভাবে তোমাকে বোঝাব ?

যদি আমি খুব অসহ্য হই
যদি ক্ষমার অযোগ্য হই
বলে দিও আমাকে 
আমি ফিরে যাবো
কোন অজানা অপরাধে
আর না নিতে পেরে লজ্জাতে
গুমরে মরে যাবো
আমি ফিরে যাবো
ও আমি ফিরে যাবো
ফিরে যাবো
ফিরে যাবো
ফিরে যাবো…




শান্ত সব আজ ক্লান্ত সব 
দুচোখ তবু খোঁজে তোকে
আবছা আলোর ভিড়ে
শুনতে চাই চেনা নামের ডাক
তাই ডাক পাঠাক মৃত
এই নদীর তীরে 
আমি দাঁড়িয়ে তোর 
পাশে দেখ
তবু এই আমি তোর কথায় আজ ও কার
আরো একটু চাই তোকে স্বপ্নে রোজ
তাই চোখের পাতায় ঘুম নামাই
কেড়ে নিয়ে যা সে ঘুম
কেড়ে নিয়ে যা সে আগুন 
আর আমি জ্বলতে চাই না 
এই আগুনে 
কেড়ে নিয়ে যা স্বপ্ন,
কেড়ে নিয়ে যা সবটুকু
কেড়ে নিয়ে যা যেটুকু বেঁচে আছিস
এ মনে…

যেন আমি আবছা আলোয় রোজ
রাখি তোমারই হারিয়ে যাওয়ার খোঁজ
কিভাবে তোমাকে জানাবো ?

সময় আজও টানলে পিছু তাই
তোমারই কাছে হারিয়ে যেতে চাই
কিভাবে তোমাকে জানাবো ?

আমি ফিরে যাবো লিরিক্স – প্রতীক কুন্ডু 

Nistobdhotay shune nio amay
Bristi hoye Jodi vejai tomay
Ekla fele amay dupur
Klanto hole Amar ganer sur
Kivabe tomake sonabo?
Shohor mora sritir chadore
Sorire khoto Tomar adore
Kivabe tomake bojhabo ?

Jodi ami khub oshojjo hoi
Jodi khomar ojoggo hoi
Bole dio amake
Ami phire jabo
Kono ojana oporadhe
Aar na nite pere lojjate
Gumre more jabo
Ami phire jabo
O ami phire jabo
Fire jabo
Fire jabo 
Fire jabo….

Shanto sob aaj klanto sob
Duchokh tobu khoje toke
Abcha alor vire
Sunte chai chena namer dak
Tai dak pathak mirto
Ei nodir tire
Ami dariye tor
pashe Dekh

Tobu ei ami tor kothay ajo kar
Aro ektu chai toke swopne roj
Tai chokher patay ghum namai
Kere niye ja se ghum
Kere niye ja se agun
Aar ami jolte chai na
Ei agune
Kere niye ja swopno
Kere niye ja sobtuku
Kere niye ja jetuku beche achis
E mone….
এই গানের লিরিক্স ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না …
ভালো থাকুন, গানে গানে থাকুন…
Thank you, Visit Again…
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.