Jaat Gelo Lyrics (জাত গেলো) Lalon – Laila
Jaat Gelo Lyrics is a recently released Bengali song by Laila.
This song is originally sung & written by
Lalon Fokir
(লালন ফকির), music composed by Partha Barua.
This song is originally sung & written by
Lalon Fokir
(লালন ফকির), music composed by Partha Barua.
Jaat Gelo Jaat Gelo Lyrics In Bengali
জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা
সত্য কাজে কেউ নয় রাজি
সবই দেখি তা না না না।।
আসবার কালে কি জাত ছিলে
এসে তুমি কি জাত নিলে
কি জাত হবে যাবার কালে
ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি
একি জলেই সব হয় গো সুচি
দেখে শুনে হয় না রুচি
যমে তো কাউকে ছাড়বে না।।
গোপনে যে বেশ্যার ভাত খায়
তাতে ধর্মের কি ক্ষতি হয়
লালন বলে জাত কারে কয়
সে ঘোরও তো গেল না।।
জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা।।
জাত গেলো লিরিক্স
Jaat Gelo Jaat Gelo Bole
Eki ajob karkhana
Sotto kaje keu noy Raji
Sobi Dekhi ta na na
Asbar kale ki jaat chile
Ese Tumi ki jaat Nile
Ki jaat hobe Jabar kale
Se Kotha vebe bolo na
Brahmon chondal chamar muchi
Eki jole sob hoy go suchi
Dekhe shune hoyna ruchi
Jome to kauke charbe na
Jaat Gelo Lyrics by Lalon Fokir
লালন ফকির সম্পর্কে স্বল্প পরিচিতি :
লালন (১৭ অক্টোবর, ১৭৭৪ – ১৭ অক্টোবর, ১৮৯০) ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী
একজন বাঙালি; যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, ইত্যাদি নামেও পরিচিত। তিনি
একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক।
তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। মানবতাবাদী এই সাধক ধর্ম,
বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান
দিয়েছিলেন।
একজন বাঙালি; যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, ইত্যাদি নামেও পরিচিত। তিনি
একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক।
তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। মানবতাবাদী এই সাধক ধর্ম,
বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান
দিয়েছিলেন।
Also read,