Buker Majhe Aagle Rekho Lyrics (বুকের মাঝে আগলে রেখো) Samz Vai, Baul Sukumar

Bongconnection Original Published
3 Min Read


 Buker Majhe Aagle Rekho Lyrics (বুকের মাঝে আগলে রেখো) Samz Vai, Baul
Sukumar

Buker Majhe Aagle Rekho Lyrics (বুকের মাঝে আগলে রেখো) Samz Vai, Baul Sukumar
Loading...


Buker Majhe Aagle Rekho Lyrics is a latest Bangladeshi song by
Samz vai
&
Baul Sukumar. This song is composed by
Ankur Mahamud. Featuring Ehsan Anonno & Zara Noor.


Buker Majhe Aagle Rekho Lyrics In Bengali


আঁহার ঘরে আমি একা
বসে আছি তোমার পাইনা দেখা
আঁহার ঘরে আমি একা
বসে আছি তোমার পাইনা দেখা
আইসো তুমি বন্ধু আপন ঘরে
দ্বিধাদ্বন্দ্ব সবকিছু সরায়ে
হৃদয়মাঝে ঠাই দিয়ো
নিয়ো আপন করে
বুকের মাঝে আগলে রেখো
ভালোবেসো মোরে
হৃদয়মাঝে ঠাই দিয়ো
নিয়ো আপন করে
বুকের মাঝে আগলে রেখো
ভালোবেসো মোরে
বুকের মাঝে আগলে রেখো
ভালোবেসো মোরে
Rap:
দিলাম এক রাশিফুল
তুমি কইরো না আর ভুল
ভালোবাসবো সারা জীবন
কথা নড়বেনা এক চুল
পাইরা দিব তারা
কইবো হাজার মিছা কথা
ঐ সব তাল বাহানায় কথাই
তুমি গলাইয়োনা মাথা
আমি মানুষ দেখতে খারাপ
হইলেও ভিতর পুরা খাটি
যখন আসেবো তোমার বাড়ি
রুপোর বিছায় দিয়ো পাটি
তুমি পুকুর ঘাটে রানি হয়লে
আমি কিন্তু চাঁদ আমায় চিন্তে
কইরা ভুল যৌবন কইরোনা বরবাদ
জোসনা রাতে ঝি ঝি ডাকে
কইবো মনের কথা
রাখবো মাথা তোমার কোলে
মুছবে বুকের জ্বালা (২ বার)
আইসো তুমি বন্ধু আপন ঘরে
দ্বিধাদ্বন্দ্ব সবকিছু সরায়ে
হৃদয়মাঝে ঠাই দিয়ো
নিয়ো আপন করে
বুকের মাঝে আগলে রেখো
ভালোবেসো মোরে
বুকের মাঝে আগলে রেখো
ভালোবেসো মোরে
Rap:
আমি তোমাতে হারাই জাবো দাও যদি সুযোগ
আমার দুর্বলতাকে তুমি করনা উপভোগ
তোমার চুলের সুভাষ বড় ভালোবাসি ভালোবাসি
ভালোবাসি তোমার লাজুক হাঁসি
তুমি বাতাসের অনুকূলে দারাও না দারাও না
আমার পাড়াতে ঘুইরা বাড়াইয়ো না বাড়াইয়ো না
এভাবে তাকাইওনা পাগল হয়ে যাই
মন করে আনচান কবে তোমায় পাই


দুজন মিলে দেখবো স্বপন
মান অভিমান ভুলে
থাকবে না আর কোন বাধা
তোমার আমার মনে (২ বার)
আইসো তুমি বন্ধু আপন ঘরে
দ্বিধাদ্বন্দ্ব সবকিছু সরায়ে
হৃদয়মাঝে ঠাই দিয়ো
নিয়ো আপন করে
বুকের মাঝে আগলে রেখো
ভালোবেসো মোরে
বুকের মাঝে আগলে রেখো
ভালোবেসো মোরে
আঁহার ঘরে আমি একা
বসে আছি তোমার পাইনা দেখা
আইসো তুমি বন্ধু আপন ঘরে
দ্বিধাদ্বন্দ্ব সবকিছু সরায়ে
হৃদয়মাঝে ঠাই দিয়ো
নিয়ো আপন করে
বুকের মাঝে আগলে রেখো
ভালোবেসো মোরে
হৃদয়মাঝে ঠাই দিয়ো
নিয়ো আপন করে
বুকের মাঝে আগলে রেখো
ভালোবেসো মোরে
বুকের মাঝে আগলে রেখো
ভালোবেসো মোরে (২ বার)

বুকের মাঝে আগলে রেখো লিরিক্স 

Ahar ghore ami eka
Bose achi tomai paina dekha
Aisho tumi bondhu apon ghore
Didhadando sob kichu saraye
Hridoymajhe thai diyo
Niyo apon kore
Buker majhe aagle rekho
Bhalobasa more
Hridoy majhe thai diyo
Niyo apon kore
Buker majhe aagle rekho
Bhalobasa more
Buker majhe aagle rekho
Bhalobasa more


Buker Majhe Aagle Rekho Lyrics by Samz Vai 

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.