Bangla Valobashar Golpo (ভালোবাসা Vs অভিমান) Bhalobashar Golpo

Bongconnection Original Published
2 Min Read


 Bangla Valobashar Golpo (ভালোবাসা Vs অভিমান) Bhalobashar Golpo

Bangla Valobashar Golpo (ভালোবাসা Vs অভিমান) Bhalobashar Golpo
Loading...


ভালোবাসা Vs অভিমান
সময়ের সাথে অবহেলার সম্পর্ক সমানুপাতিক। সময় যত বাড়তে থাকে অবহেলাও তত ফুলে
ফেঁপে ওঠে। ‘ঘুম থেকে উঠে ম্যাসেজ করোনি কেন?’ ‘লাঞ্চ হয়েছে?’ ‘বাড়ি ফিরেছ?’
‘ওষুধটা খেয়েছো?’ একসময় এইসব ছোটখাটো ব্যাপারগুলোয় আমরা ব্যস্ত হয়ে উঠতাম খুব।
মনে আছে? আর এখন! ফোনের ওপ্রান্ত থেকে বিষাদের মেঘ ভেসে আসছে বুঝেও ‘ব্যস্ত
আছি। পরে কথা বলছি’ বলে ফোন কেটে দিই আমরা।


Romantic Bangla Valobashar Golpo

কথা বলার থেকে জরুরী এই পৃথিবীতে আর কিছু হতে পারে না। কথা বলা বন্ধ হয়ে গেলে
প্রদীপ নিভে যায়। ঝুপ করে নেমে আসে অন্ধকার। সেই অন্ধকারে একলা হয়ে যাই আমরা,
খুব একলা। প্রত্যেকটা মানুষের জীবনে আলো হয়ে আসে একটা মানুষ। যার অবর্তমানের
অন্ধকারে, আয়নার সামনে দাঁড়িয়েও নিজেকে খুঁজে পাওয়া যায় না।
Also read, রোমান্টিক ভালোবাসার গল্প কাহিনী

ছোটবেলায় মা ঠাকুমার কাছে অনেক দৈত্য দানবের গল্প শুনেছি। খেতে বসে না খেলেই মা
বলতো ‘খেয়ে নে, নাহলে দৈত্য আসবে’, ভয় পেতাম খুব। বড় হয়ে বুঝলাম মা ঠাকুমার ভয়
দেখানো দৈত্যের থেকেও বড়ো একটা দৈত্য আছে এই পৃথিবীতে। অভিমান; সে তিলে তিলে
বেড়ে ওঠে দু’টো মানুষের সম্পর্কের মধ্যিখানে, পারস্পরিক আস্কারায়… তারপর
একদিন সুযোগ বুঝে গপ্ করে গিলে খায় সম্পর্কটাকে। সাথে আমাদেরও বোধহয়।

শোনো, তুমি আর আমি একটা ধূ.. ধূ.. মাঠের দুই প্রান্তে দাঁড়িয়ে থাকা দু’টো
গোলপোস্ট। আমাদের মাঝখানের দূরত্বে সদ্য খেলা করে গ্যাছে কিছু লোক। কিছু গোল
তুমি খেয়েছো, কিছু আমিও। তবু একে অপরের দিকে তাকিয়ে থাকা ছাড়া, আর অন্য কোনও
উপায় কি আমাদের একেবারেই নেই!?
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.