Tomar Buker Singhashone Lyrics (তোমার বুকের সিংহাসনে) Jiban Dewan –
Sohag
Tomar Buker Singhashone Lyrics is written and composed by the
Bangladeshi famous composer Jiban Dewan.
Bangladeshi famous composer Jiban Dewan.
Tomar Buker Singhashone Lyrics In Bengali
তোমার বুকের সিংহাসনে রে বন্ধু আমার জায়গা নাই
ভেবেছো তুমি আমারে বাসি চুলার ছাই।
পথের ধূলার মানুষ আমি পথে পড়ে আছি
জংলার কিছু লতাপাতা ঘর বানাইয়া আছি রে বন্ধু
ঘর বানাইয়া আছি।
রাইতে ভিজি দিনে ভিজি দুঃখের সীমা নাই।
কচুরি ফুল বলে নিলো না কেউ হাতে
সারাজীবন ভাসলাম আমি ভাঙ্গা নদীর স্রোতে।
কুলহারা ফুল আমি রে বন্ধু যাওয়ার জায়গা নাই।
গোকুলের মূল্য আছে আমার মূল্য নাই
আমারে যে দিয়া গেলি জনমের বিদাই।
জীবন দেওয়ান মইরা গেলে রে বন্ধু কোথায় হবে ঠাঁই?
তোমার বুকের সিংহাসনে লিরিক্স
বাউল শিল্পী,গীতিকার, সুরকার, লেখক জীবন দেওয়ান । ক্যারিয়ারে প্রায় দেড়
হাজারেরও বেশি গান পরিচালনা করেছেন। ১৯৯৩ সাল থেকে লিখা শুরু করেন। ১৯৯৭ সালে
‘ডেগ বসাইয়া আমার খাজা এসেছে’ এই গানটির মাধ্যমে পরিচিতি লাভ করেন। তার
বিখ্যাত গানগুলোর মধ্যে ‘কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজারে’, ‘মহাপাপী
অপরাধী’, ‘তোমার বুকের সিংহাসনে’।
হাজারেরও বেশি গান পরিচালনা করেছেন। ১৯৯৩ সাল থেকে লিখা শুরু করেন। ১৯৯৭ সালে
‘ডেগ বসাইয়া আমার খাজা এসেছে’ এই গানটির মাধ্যমে পরিচিতি লাভ করেন। তার
বিখ্যাত গানগুলোর মধ্যে ‘কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজারে’, ‘মহাপাপী
অপরাধী’, ‘তোমার বুকের সিংহাসনে’।
আমাদের এবারের পরিবেশনা এই প্রতিভাবান গীতিকার, সুরকার, লেখক বাউল শিল্পী’র
জনপ্রিয় গান….
জনপ্রিয় গান….
Also read,
Prano Sokhi Re Lyrics