Shershaah Full Movie Download & Watch Online, Review – Filmywap,
Filmyzilla, Pagalworld
Shershaah Full Movie Download HD Free
চলমান বিশ্বের সবথেকে সংক্রামক ও বিপদজনক বিষয়। আর, ছোঁয়াচে বিপদ থেকে নিজের
প্রথম হিন্দি ছবিকে সুরক্ষিত রাখাটা তামিল চলচ্চিত্র দুনিয়ার পরিচিত মুখ
পরিচালক Vishnuvardhan এর কাছে সবথেকে কঠিন কাজ ছিল। ভারত – পাকিস্তান,
কার্গিল যুদ্ধ … এমন সব স্পর্শকাতর, সংবেদনশীল বিষয় কেন্দ্রিক ছবি বানাতে
গিয়ে দর্শক মনে জাতীয়তাবাদী অনুভূতি সঞ্চারের পাশাপাশি ‘ প্রোপাগ্যান্ডা ‘ নামক
বিষ না ছড়িয়েও একটা মনে রাখার মত যুদ্ধের ছবি বানানোর জন্য পরিচালকের
অভিনন্দনের পাশাপাশি ধন্যবাদও প্রাপ্য।
প্রথম হিন্দি ছবিকে সুরক্ষিত রাখাটা তামিল চলচ্চিত্র দুনিয়ার পরিচিত মুখ
পরিচালক Vishnuvardhan এর কাছে সবথেকে কঠিন কাজ ছিল। ভারত – পাকিস্তান,
কার্গিল যুদ্ধ … এমন সব স্পর্শকাতর, সংবেদনশীল বিষয় কেন্দ্রিক ছবি বানাতে
গিয়ে দর্শক মনে জাতীয়তাবাদী অনুভূতি সঞ্চারের পাশাপাশি ‘ প্রোপাগ্যান্ডা ‘ নামক
বিষ না ছড়িয়েও একটা মনে রাখার মত যুদ্ধের ছবি বানানোর জন্য পরিচালকের
অভিনন্দনের পাশাপাশি ধন্যবাদও প্রাপ্য।
বলিউডে ভালো মানের বাস্তবসম্মত যুদ্ধের ছবির তালিকায় ঢুঁ মারলে দেখা যাবে সেই
তালিকায়
Farhan Akhtar
পরিচালিত
Hrithik Roshan
অভিনীত Lakshya গত দেড় দশক ধরে একা বসে নিঃসঙ্গতা অনুভব করছে। কিংবদন্তি
Javed Akhtar
এর কৃতি পুত্রের পরিচালনার কেরিয়ারের শ্রেষ্ঠ ছবিটার নিঃসঙ্গতা কাটিয়ে সেই
তালিকায় আরেকটি নাম যোগ হল — Shershaah।
তালিকায়
Farhan Akhtar
পরিচালিত
Hrithik Roshan
অভিনীত Lakshya গত দেড় দশক ধরে একা বসে নিঃসঙ্গতা অনুভব করছে। কিংবদন্তি
Javed Akhtar
এর কৃতি পুত্রের পরিচালনার কেরিয়ারের শ্রেষ্ঠ ছবিটার নিঃসঙ্গতা কাটিয়ে সেই
তালিকায় আরেকটি নাম যোগ হল — Shershaah।
কার্গিল যুদ্ধের সর্বাধিক আলোচিত, চর্চিত ও জনপ্রিয় বীর শহীদ ‘
captain vikram batra ‘র নিজের জীবনের বিনিময়ে দেশকে গর্বিত করার কাহিনী
নির্ভর চিত্রনাট্য লিখতে গিয়ে কলমকার ‘ সন্দীপ শ্রীবাস্তব ‘ ছবিটির কেন্দ্রীয়
চরিত্রের পাশাপাশি অন্যান্য চরিত্রগুলোকেও এতটাই যত্নের সাথে লিখেছেন যে ছবির
কেন্দ্রীয় চরিত্রের পাশাপাশি বাকি চরিত্রগুলোও মনে রয়ে যায়। সাথে লেখকের লেখা
সংলাপগুলোও ছবির মেজাজটাকে ধরে রাখে।
captain vikram batra ‘র নিজের জীবনের বিনিময়ে দেশকে গর্বিত করার কাহিনী
নির্ভর চিত্রনাট্য লিখতে গিয়ে কলমকার ‘ সন্দীপ শ্রীবাস্তব ‘ ছবিটির কেন্দ্রীয়
চরিত্রের পাশাপাশি অন্যান্য চরিত্রগুলোকেও এতটাই যত্নের সাথে লিখেছেন যে ছবির
কেন্দ্রীয় চরিত্রের পাশাপাশি বাকি চরিত্রগুলোও মনে রয়ে যায়। সাথে লেখকের লেখা
সংলাপগুলোও ছবির মেজাজটাকে ধরে রাখে।
Shershaah Full Movie Download 720p, 480p, HD
চিত্রগ্রাহক Kamaljeet Negiর ক্যামেরা ও উন্নত মানের ভিস্যুয়াল এফেক্টস যুদ্ধের
প্রতিটা ফ্রেমকে এতটাই নিখুঁতভাবে তুলে ধরেছে যে মাঝে মাঝে মনে হয় কোনো ফিচার
ফিল্ম নয় বরং যুদ্ধের অরিজিনাল ফুটেজ সম্বলিত কোনো তথ্যচিত্র দেখছি।
প্রতিটা ফ্রেমকে এতটাই নিখুঁতভাবে তুলে ধরেছে যে মাঝে মাঝে মনে হয় কোনো ফিচার
ফিল্ম নয় বরং যুদ্ধের অরিজিনাল ফুটেজ সম্বলিত কোনো তথ্যচিত্র দেখছি।
Cast :-
Sidharth Malhotra, Kiara Advani, Ankita Goraya, Shiv Panditt, Nikitin Dheer, Anil charanjeett, Sahil Vaid, Abhiroy Singh,
Shataf Figar & others.
Shataf Figar & others.
Director – Vishnuvardhan
ক্যামেরার পিছনে সবথেকে প্রশংসাযোগ্য কাজটা করেছেন অ্যাকশন ডিরেক্টর দ্বয়
Stefan Richter ও Sunil Rodrigues। বলিউডে যুদ্ধের ছবিতে এমন আন্তর্জাতিক মানের
অ্যাকশন খুব একটা দেখার সৌভাগ্য হয় না। আর, প্রতিটা অ্যাকশন দৃশ্যকে আরো বেশি
রোমাঞ্চকর করে তোলে ‘ জন স্টুয়ার্ট এডুরি ‘র রোমহর্ষক আবহসংগীত।
Stefan Richter ও Sunil Rodrigues। বলিউডে যুদ্ধের ছবিতে এমন আন্তর্জাতিক মানের
অ্যাকশন খুব একটা দেখার সৌভাগ্য হয় না। আর, প্রতিটা অ্যাকশন দৃশ্যকে আরো বেশি
রোমাঞ্চকর করে তোলে ‘ জন স্টুয়ার্ট এডুরি ‘র রোমহর্ষক আবহসংগীত।
IMDb Rating – 8.9/10
একটি যুদ্ধের ছবিতে গানের ব্যবহার ছবির গতিকে আদৌ রুদ্ধ করবে কি না সেটা
পরিচালকের মুন্সিয়ানার উপর নির্ভর করে। সেই প্রশ্নে পরিচালক লেটার মার্কস সহ
পাশ করবেন। ছবিটিতে উপস্থিত গানগুলির মধ্যে সংগীত পরিচালক জুটি ‘ জাভেদ – মহসিন
‘ সৃষ্ট ‘ কভি তুমহে ‘ গানটির
Darshan Raval ও Palak Muchhal এর গাওয়া উভয় সংস্করণই মনে ভালোলাগার রেশ রেখে
যায়।
পরিচালকের মুন্সিয়ানার উপর নির্ভর করে। সেই প্রশ্নে পরিচালক লেটার মার্কস সহ
পাশ করবেন। ছবিটিতে উপস্থিত গানগুলির মধ্যে সংগীত পরিচালক জুটি ‘ জাভেদ – মহসিন
‘ সৃষ্ট ‘ কভি তুমহে ‘ গানটির
Darshan Raval ও Palak Muchhal এর গাওয়া উভয় সংস্করণই মনে ভালোলাগার রেশ রেখে
যায়।
এত কিছু ভালোর মধ্যেও সম্পাদক A. Sreekar Prasad এর কাঁচি চালনা কিছুটা হলেও
হতাশ করে। বিশেষ করে, দ্বিতীয়ার্ধে ছবির গতির সাথে সামঞ্জস্য না রেখেই কতকটা
হুড়মুড়িয়ে যুদ্ধ এসে পড়ে। যুদ্ধের ‘ বিল্ড আপ ‘টা আরেকটু ধীর গতিতে এবং আরেকটু
ডিটেলিংয়ের সাথে হলে ছবিটা আরোই নিখুঁত হত। সম্পাদক মহাশয় আরেকটু যত্ন সহকারে
কাঁচি চালালে চিত্রনাট্যটা আরো টানটান থাকতো।
হতাশ করে। বিশেষ করে, দ্বিতীয়ার্ধে ছবির গতির সাথে সামঞ্জস্য না রেখেই কতকটা
হুড়মুড়িয়ে যুদ্ধ এসে পড়ে। যুদ্ধের ‘ বিল্ড আপ ‘টা আরেকটু ধীর গতিতে এবং আরেকটু
ডিটেলিংয়ের সাথে হলে ছবিটা আরোই নিখুঁত হত। সম্পাদক মহাশয় আরেকটু যত্ন সহকারে
কাঁচি চালালে চিত্রনাট্যটা আরো টানটান থাকতো।
Shershaah Full Movie Watch Online Free
এবার আসি অভিনেতা – অভিনেত্রীদের প্রসঙ্গে। ছবির মুখ্য নারী চরিত্রটির বিয়ের
ব্যাপারে নিজের বাবার বিরুদ্ধে রুখে দাঁড়ানো ছাড়া চরিত্রটিতে তেমন কোনো বিশেষ
মাত্রা ছিল না। ফলে,
Kiara Advani
এর বিশেষ কিছু করার ছিল না। তবে, তিনি যথাযোগ্য কাজ করেছেন এবং তার ও
Siddharth Malhotra
এর কেমিস্ট্রিটা বলিউডপ্রেমীদের আগামীদিনে একটি দারুন অনস্ক্রিন জুটি উপহার
দেওয়ার ইঙ্গিত করছে। এছাড়া,
Shiv Panditt, Nikitin Dheer, Anil charanjeett, Sahil Vaid, Abhiroy Singh,
Shataf Figar … প্রত্যেকেই পর্দায় বাস্তবের চরিত্রগুলোকে বাস্তবিক করে তুলেছেন।
ব্যাপারে নিজের বাবার বিরুদ্ধে রুখে দাঁড়ানো ছাড়া চরিত্রটিতে তেমন কোনো বিশেষ
মাত্রা ছিল না। ফলে,
Kiara Advani
এর বিশেষ কিছু করার ছিল না। তবে, তিনি যথাযোগ্য কাজ করেছেন এবং তার ও
Siddharth Malhotra
এর কেমিস্ট্রিটা বলিউডপ্রেমীদের আগামীদিনে একটি দারুন অনস্ক্রিন জুটি উপহার
দেওয়ার ইঙ্গিত করছে। এছাড়া,
Shiv Panditt, Nikitin Dheer, Anil charanjeett, Sahil Vaid, Abhiroy Singh,
Shataf Figar … প্রত্যেকেই পর্দায় বাস্তবের চরিত্রগুলোকে বাস্তবিক করে তুলেছেন।
Also read,
Shershaah Movie Review, Discussion
তবে, ছবির মুখ্য আকর্ষণ — কেন্দ্রীয় চরিত্রাভিনেতা
Sidharth Malhotra এর ১০০% নিখুঁতভাবে ‘ ক্যাপ্টেন বিক্রম বাত্রা ‘কে
পর্দায় ফুটিয়ে তোলা। এটি শুধু অভিনেতার কেরিয়ারের শ্রেষ্ঠ কাজ নয় বরং বলিউডের
বায়োপিক বানানোর ঢলে অন্যতম সেরা চরিত্র পরিস্ফুটন। ছবিটি মুক্তি পাওয়ার আগে
প্রশ্ন ছিল যে অভিনেতাটি কি তার ডুবতে বসা কেরিয়ারকে বাঁচাতে পারবেন ? আর কি
এমন বড় ব্যানারে বড় বাজেটের ছবি পাবেন ?
Sidharth Malhotra এর ১০০% নিখুঁতভাবে ‘ ক্যাপ্টেন বিক্রম বাত্রা ‘কে
পর্দায় ফুটিয়ে তোলা। এটি শুধু অভিনেতার কেরিয়ারের শ্রেষ্ঠ কাজ নয় বরং বলিউডের
বায়োপিক বানানোর ঢলে অন্যতম সেরা চরিত্র পরিস্ফুটন। ছবিটি মুক্তি পাওয়ার আগে
প্রশ্ন ছিল যে অভিনেতাটি কি তার ডুবতে বসা কেরিয়ারকে বাঁচাতে পারবেন ? আর কি
এমন বড় ব্যানারে বড় বাজেটের ছবি পাবেন ?
ছবিটি মুক্তির পর ছবিটি দেখে অভিনেতাটির অভিনয়ে মুগ্ধ দর্শককুল ছবির শেষে
আবেগমথিত হৃদয়ে চোখের জল মুছতে মুছতে অভিনেতাটিকে আবারও পর্দায় এমনই ভালো মানের
ছবিতে দেখার আকুল আবেদন বুকে নিয়ে অস্ফুট স্বরে বলে ওঠেন —
আবেগমথিত হৃদয়ে চোখের জল মুছতে মুছতে অভিনেতাটিকে আবারও পর্দায় এমনই ভালো মানের
ছবিতে দেখার আকুল আবেদন বুকে নিয়ে অস্ফুট স্বরে বলে ওঠেন —
‘ yeh dil maange more … ‘
Watch & Download this movie from
Amazon Prime Video
Amazon Prime Video
Bell Bottom Full Movie Download & Watch Online
State Of Siege Temple Attack Full Movie Download
Tags –
Movie,
Web Series,
Amazon Prime Video
Movie,
Web Series,
Amazon Prime Video