কেন বলোনা তুমি আমায় বোঝনা
আমি তোমাকে ছাড়া কিছু ভালবাসিনা
কেন বলোনা তুমি আমায় বোঝনা
আমি তোমাকে ছাড়া কিছু ভালবাসিনা
তোমায় ঘরবাড়ি আমার লিখে দিবো বুঝিয়ে
তোমায় নিয়ে যাবো হায় পৃথিবীকে জানিয়ে ।
আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে
ধুত্তুর ধুত্তুর ধুত্তুর ধুত সানাই বাজিয়ে
আরে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে
আরে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে ।
তোমার ভাঙ্গা গাড়িতে আমি যাব না
কারোর ঘরের ঘরণী আমি হব না
করব না তো কোনদিন ও বিয়ে
আরে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে ।
কেন বোঝনা তুমি আমার ইশারা ?
আমি দেবোনা এই মন কাউকে তুমি ছাড়া
কেন বোঝনা তুমি আমার ইশারা ?
আমি দেবোনা এই মন কাউকে তুমি ছাড়া
তোমায় ঘরবাড়ি আমার লিখে দিবো বুঝিয়ে
তোমায় নিয়ে যাবো হায় পৃথিবীকে জানিয়ে ।
আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে
ধুত্তুর ধুত্তুর ধুত্তুর ধুত সানাই বাজিয়ে
আরে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে
আরে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে ।
তোমার ভাঙ্গা গাড়িতে আমি যাব না
কারোর ঘরের ঘরণী আমি হব না
করব না তো কোনদিন ও বিয়ে
আরে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে ।
Amar Gorur Garite Lyrics Hasan
amar gorur garite bou sajiye
dhuttur dhuttur dhuttur dhu sanai bajiye.
jabo tomay shoshour bari niye
(ja ja…)
tomar vanga garite ami jabo na
karo ghorer ghoroni ami hobo na
korbo na to kono din o biye
e he, jabo tomay shoshur bari niye
alta debo tikli debo, debo sonar churi
(na na na na na na…)
aare, sohor theke anbo kine benaroshi shari
(aare, na na na na na)
goyna-gati chai na ami chai na shari churi
(hei hei hei hei hei hei…)
vorbena mon kono kishu diye
he, jabo tomay shoshur bari niye
ador debo sohag debo, debo valobasha
(na na na na na na…)
aare, jibon diye korbo puron tomar sokol asha
(na na na na na na…)
indropure moner ghore dio nako hana
(hei hei hei hei hei hei…)
ei sob kotha shona pap gurujoner mana
(aare, hei hei hei hei hei hei…)
ei, paye dhori cholo bari niye
jabo tomay shoshur bari niye
আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে লিরিক্স
Presenting the reprised version of the song “Amar Gorur Garite 2.0” by Hasan S. Iqbal & Dristy Anam. This new version adopted the chorus line from the original version of Andrew Kishore & Samina Chowdhury, the music and lyric of the original version crafted by the legendary musician Ahmed Imtiaz Bulbul.