Bangla Dukkher Golpo – প্রাক্তন – Bengali Sad Story
Valobashar Dukher Golpo
নিলীমা তৈরি হচ্ছে, তানিয়াদের বাড়িতে যাবে, সামনেই তানিয়ার বিয়ে তাই আজ ওর
বাড়িতে ব্যাচেলার পার্টি আছে। নিলীমা তৈরী হয়ে যথা সময় তানিয়ার বাড়ি
পৌঁছলো, নিলীমা গিয়ে দেখে সৃজা, রিমি, মল্লিকা, নীলা, মৌলী ও চলে এসেছে। সবাই
খুব খুশি, সবাই আজ তানিয়ার বাড়িতেই থাকবে। সবাই রাতের খাবার শেষ করে
তানিয়া ঘরে গিয়ে বসল। অনেক দিন পর আড্ডা দিল ওরা, আসলে কাজের
ব্যস্ততায় আগের মত সেই রকম আর আড্ডা দেওয়া হয় না। যাই হোক নাচ, গান, আর সাথে
একটু বিয়ার বেশ জমে উঠেছে সাত বান্ধবীর আসর। হঠাৎ রিমি বলে উঠলো ” চল আমরা একটা
মজার খেলা খেলি ” সবাই বললো – কি খেলা ? ” রিমি বললো আমি কয়েকটা কাগজের
টুকরোতে কিছু শব্দ লিখব। একজন একটা করে কাগজ ওঠাবে আর সবাই সেই বিষয়টার ওপর
বলবে । সবাই রাজি হলো…. যথারীতি রিমি কাগজে বিষয় গুলো লিখল। নিয়ম অনুযায়ী
একটা করে কাগজ ওঠানো হচ্ছে আর সবাই সেই বিষয়ে বলছে…. স্কুল, বন্ধু, পোশাক,
স্বপ্ন, প্রেম আর ও নানান বিষয়। এবারে যে কাগজ টা উঠলো সে টা তে লেখা ছিল ”
এক্স বা প্রাক্তন ” । রিমি বললো সবাই সবার এক্স বা প্রাক্তন কে নিয়ে মতামত দে
…. রিমি বললো সৃজা তোকে দিয়ে শুরু করি….
সৃজা :- তুই আর বিষয় পেলি না…. আমার এক্সের কথা মনে হলেই আমার গা জ্বলে যায়
একদম। লম্পট একটা। আমি ওর বিষয়ে কিছু বলতেই চাই না।
নীলা :- আমার এক্স তো খুব ভালো ছিল শুরুতে কিন্তু পরে যে রূপ দেখালো বাপ রে। তার
থেকে এখন আমি ভালো আছি একা।
তানিয়া :- আমি আর এক্সকে নিয়ে কি বলবো আমি যাকে ভালোবেসেছি তার সাথেই তো আমার
বিয়ে, তাই আমার এই বিষয়ে কোনো বক্তব্য নেই ।
ভীষণ কষ্টের প্রেমের গল্প
সবাই বলল তুই সত্যিই খুব লাকি রে। তানিয়া ছাড়া বেশির ভাগ
তারা তাদের এক্স কে আজে বাজে কথা বললো, সবার শেষে পালা এলো নীলিমার…..
রিমি :- নিলীমা, এবার তোর পালা, এবার তুই বল এক্স বা প্রাক্তন কে নিয়ে তোর
কি মতামত ..?
নিলীমা :- ( একটু মৃদু হেসে বলল ) রিমি এক্স আর প্রাক্তন একদমই আলাদা দুটো বিষয়,
এক্স আর প্রাক্তন এর মধ্যে কোনো মিল নেই, যাকে আমরা এক্স বলি সে কখনো আমাদের
প্রাক্তন হতে পারে না, আর যে প্রাক্তন তাকে এক্স বলা যায় না রে।
রিমি ও বাকিরা বলল এক্স আর প্রাক্তন আলাদা কেন হবে ? দুটো তো একই ব্যাপার শুধু
এক্স শব্দটা ইংরেজি আর প্রাক্তন শব্দটা বাংলা আর কিছুনা। নিলীমা বললো নারে দুটো
একদম আলাদা। তোদের মতে কি জানি না কিন্তু আমার কাছে দুটো বিষয় রাত দিনের তফাৎ
আছে । সবাই বললো তাহলে বল শুনি একটু…..
নিলীমা :- এক্স হলো সে যার কথা মনে হলে আমাদের রাগ হয়, ঘৃণা হয়, মনে হয়
এই রকম মানুষ কে আমি ভালোবেসেছিলাম । কিন্তু প্রাক্তন এর ক্ষেত্রে সেটা হয় না
।
Also read, একটি নষ্ট মেয়ের গল্প
প্রাক্তন হলো সে, যার কথা মনে পরলে
চোঁখের কোনে জল আর ঠোঁটের কোনে একটু হালকা হাসি আসে । রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে
হঠাৎ কোনো ফুচকার দোকানে কোনো প্রেমিক – প্রেমিকাকে ফুচকা খেতে দেখে মন খারাপ
হওয়া, কোনো পছন্দের ফুচকার দোকান যে খানে সব সময় ফুচকা খাওয়া হতো বা কোনো
ফাস্টফুডের দোকান যে খানে বেশিরভাগ সময় দুজন মিলে ফাস্টফুড খাওয়া হতো। রাস্তা
দিয়ে যাবার সময় হঠাৎ যদি কোনো প্রেমিক – প্রেমিকা যাচ্ছে, তাদের দেখার পর যার
কথা প্রথম মনে আসে যার না থাকার কষ্ট টা অনুভব হয় সে হলো প্রাক্তন। যে মানুষটা
জীবন থেকে চলে গেছে, কিন্তু হঠাৎ তার গলার আওয়াজ শোনা গেছে বলে মনে হওয়া মনের
ভুল। বা কখনও রাস্তা দিয়ে হাঁটার সময় মনে হওয়া ” একবার যদি দেখা হতো “। বিশেষ
কোনো দিনে মনের অজান্তেই তার পছন্দের রঙের পোশাক পরা। রাতের বেলা যখন সবাই
ঘুমিয়ে পড়ে বা অন্য কোনো সময় ফেসবুক বা ইউটিউব এ কোনো দুঃখের ভিডিও বা অসমাপ্ত
কোনো ভালোবাসার গল্পো শোনার বা দেখার সময় যার কথা মনে পরতেই চোখের কোনে জল আসে
বা তার কথা মনে হওয়ায় কোনো সময় মনে হয় যে চেঁচিয়ে একটু কাঁদতে পারলে হয়ত
ভালো লাগতো। যার কথা মনে হলে ” I would really loved you ” না ” আমি
তোমাকে সত্যিই ভালবাসতাম ” কথাটা আসে মুখ দিয়ে আর চোখের কোণে জল ।
Bengali Sad Love Story
কথা গুলো শোনার পর নিলীমার বাকি বান্ধবীরা কেমন জানি
শান্ত হয়ে গেছে । হঠাৎ করে সৃজা বললো তুই এত সুন্দর করে কি ভাবে বলতে পারলি রে,
তোর কথা শুনে মনে হয় আমরা হয়ত সত্যিই ভালবাসতে পারিনি, তাহলে এই ভাবে বলতে
পারতাম না । নিলীমা বলে উঠলো আমি বলতে পারলাম কারন ” আমি যে তাকে সত্যি ভালবাসতাম
” । তানিয়া লক্ষ্য করলো নীলিমার চোখে জল……
তানিয়া :- কিরে … নিলীমা তোর চোখে জল কেন ?
নিলীমা :- কারণ, আমি যে তাকে সত্যিই ভালবাসতাম, আর এখনো হয়ত তার জন্য ভালোবাসা টা
রয়ে গেছে, সে সারাজীবন আমার প্রাক্তন হয়েই থাকবে ।।