শিব চতুর্দশী পালনের কারণ, সময়সূচি, ব্রতকথা – মহাশিবরাত্রি পুষ্পাঞ্জলি – Shivratri 2021

Bongconnection Original Published
4 Min Read


শিব চতুর্দশী পালনের কারণ, সময়সূচি, ব্রতকথা – মহাশিবরাত্রি পুষ্পাঞ্জলি –
Shivratri 2021

 
শিব চতুর্দশী পালনের কারণ, সময়সূচি, ব্রতকথা - মহাশিবরাত্রি পুষ্পাঞ্জলি - Shivratri 2021
Loading...

🙏🔱
শিব চতুর্দশী ব্রত পালনের কারণ ও সময়সূচিঃ

Loading...
————————————————————————
——————————-🔱🙏🔱—————————-
ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী বা চতুর্দশীর রাত্রি এই দেশের মানুষের কাছে
পরম পবিত্র। ফাল্গুনের এই তিথিটিই সবচেয়ে পবিত্র বলে গণ্য হয়। অনেকে বলেন, এই
দিনটিতেই শিব লিঙ্গরূপে প্রথম প্রকাশ পেয়েছিলেন। পুরাণে আছে, এই দিন শিব ও
পার্বতীর বিয়ে হয়েছিল।

🔱🙏🔱 মহাশিবরাত্রির ব্রতকথা :

————————————————-
 শিবমহাপুরাণ অনুসারে, অতি প্রাচীনকালে বারাণসী তথা কাশীধামে এক নিষ্ঠুর
ব্যাধ বাস করত। সে প্রচুর জীবহত্যা করত। একদিন শিকারে বেরিয়ে তার খুব দেরী
হওয়ার ফলে সে জঙ্গলে পথ হারিয়ে রাতে হীংস্র জন্তুর ভয়ে এক গাছের উপর আশ্রয়
নেয় । কোনো শিকার না পেয়ে সে হতাশ হয়ে গাছ থেকে একটা করে পাতা ছিঁড়ে নিচে
ফেলতে থাকে । সেই গাছটি ছিল বেলগাছ । আর সেই বেলগাছের নিচে একটি শিবলিঙ্গ ছিল।
সেদিন ছিল শিবচতুর্দশী অর্থাৎ মহাশিবরাত্রি। আর ব্যাধও ছিল উপবাসী। তার ফেলা
বেলপাতাগুলো শিবলিঙ্গের মাথায় পড়ে এর ফলে তার শিবচতুর্দশী ব্রতের ফল লাভ হয়
তার অজান্তেই। পরদিন ব্যাধ বাড়ী ফিরে এলে তার খাবার সে এক অতিথিকে দিয়ে দেয়।
এতে তার ব্রতের পারণ ফল লাভ হয়।


এর কিছুদিন পরে সেই ব্যাধ মারা গেলে যমদূতরা তাকে নিতে আসে। কিন্তু শিবচতুর্দশী
ব্রতের ফল লাভ হেতু শিবদূতরা এসে যুদ্ধ করে যমদূতদের হারিয়ে ব্যাধকে নিয়ে
যায়। যমরাজ তখন শিকার করেন যে শিবচতুর্দশী ব্রত পালন করে এবং শিব ভক্ত যেই জন,
তার উপর যমের কোনো অধিকার থাকেনা। সে মুক্তিলাভ করে। এইভাবে মর্ত্যলোকে
শিবচতুর্দশী ব্রতের প্রচার ঘটে।
🔱🙏🔱 মহাশিবরাত্রি:
———————————-
মহাশিবরাত্রি বা শিবরাত্রি হচ্ছে হিন্দু শৈব সম্প্রদায়ের নিকট একটি
গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান। এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণ
পক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। মহাশিবরাত্রি হল হিন্দুধর্মের সর্বোচ্চ
আরাধ্য দেবাদিদেব মহাদেব ‘শিবের মহা রাত্রি’। অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য
এই ব্রত পালিত হয়।
শিবলিঙ্গ  হল হিন্দু দেবতা শিবের একটি প্রতীকচিহ্ন। ধ্যানমগ্ন শিবকে এই
প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয় , হিন্দু মন্দিরগুলিতে সাধারণত শিবলিঙ্গে
শিবের পূজা হয়। শিব ব্রহ্মের ধ্যানে লীন থাকেন। আর সব মানুষকেও ব্রহ্মের প্রতি
ধ্যানমগ্ন হতে উপদেশ দেন। লিঙ্গ শব্দটির উৎপত্তি সৎস্কৃত লিঙ্গম্ শব্দ থেকে যার
অর্থ প্রতীক বা চিহ্ন।


🌿🌸 নিয়ম
———————
শিবপূজায় শিবলিঙ্গ স্নানার্থে প্রধাণত গঙ্গাজল বা গঙ্গাজল মিশ্রিত জল ব্যবহার
করা হয় । আর বেলপাতা দেওয়া হয় তিনটি পাতাযুক্ত একটি যৌগিক পত্রকে । তবে
বিশেষ লক্ষ্যণীয়, শিবের পূজার বেলপাতার প্রতিটি যৌগিক পত্রের নিচে বৃন্ত বা
বোঁটার কাছের একটু মোটা অংশ অবশ্যই ভেঙ্গে বাদ দিয়ে তবে সেই বেলপাতা অর্পণ করা
উচিত।
🌿🌸পুষ্পাঞ্জলি মন্ত্র :
———————————
সচন্দন পুষ্প ও বেলপাতা নিয়ে এই মন্ত্রে এক, তিন অথবা পাঁচ বার অঞ্জলি দেবেন—
ওঁ নমো শিবায় এষ সচন্দনপুষ্পবিল্বপত্রাঞ্জলি নমো শিবায় নমঃ।
(তিনবার পাঠ করবেন)
🙏🙏শিবের প্রণাম মন্ত্র:
———————————–
ওঁ নমঃ শিবায় শান্তায় কারণত্রয়হেতবে।
নিবেদয়ামি চাত্মানং গতিস্তং পরমেশ্বরম্।।

শিব চতুর্দশী 2021 তারিখ

🔱🔱২০২১ শিবরাত্রি পূজার তারিখ :
——————————————————
শিব চতুর্দ্দশী তিথি শুরু :২৬ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ 
 ১১ মার্চ ২০২১ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার এবং 
চতুর্দ্দশী তিথি শেষ : ২৭ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ 
১২ মার্চ ২০২১ খ্রিস্টাব্দ,  শুক্রবার। 
🔱🙏🔱 ওঁ নমঃ শিবায় 🔱🙏🔱

Share This Article